ETV Bharat / bharat

Gujarat Assembly Election 2022: বিজেপি ও কংগ্রেসে বিদ্রোহ, টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়ার প্রস্তুতি নেতাদের - গুজরাত বিধানসভা নির্বাচন 2022

গুজরাত নির্বাচনের (Gujarat Assembly Election 2022) টিকিট না পেয়ে ক্ষোভ বাড়ছে বিজেপি ও কংগ্রেসের অন্দরে ৷ বিদ্রোহ ঘোষণা করেছেন বেশ কয়েকজন নেতা-কর্মী ৷ বেশি অসন্তোষ বিজেপিতেই ৷ গেরুয়া শিবিরের বেশ কয়েকজন নেতা নির্দল হিসেবে লড়ার কথা ঘোষণা করেছেন ৷ ইটিভি ভারতের একটি বিশেষ প্রতিবেদন ৷

gujarat assembly election 2022 rebellion of bjp and congress leaders for not getting ticket
গুজরাত নির্বাচনের টিকিট না পেয়ে বাড়ছে ক্ষোভ, বিদ্রোহ বিজেপি ও কংগ্রেসে
author img

By

Published : Nov 13, 2022, 3:40 PM IST

আহমেদাবাদ, 13 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচন 2022-এর (Gujarat Assembly Election 2022) প্রথম ধাপ এবং দ্বিতীয় দফার জন্য প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে । বিজেপি 166টি আসনে এবং কংগ্রেস 96টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে । তার জেরেই শুরু হয়েছে বিদ্রোহ ৷ কংগ্রেসের চেয়ে বিজেপিতে আপাতত অসন্তোষ বেশি । নেতা-কর্মীদের বিরোধিতা একেবারে প্রকাশ্যে এসে গিয়েছে ৷

বিজেপি ও কংগ্রেসের যে কর্মীরা টিকিট পাওয়ার আশা করলেও তা পাননি, তাঁরা দলীয় দফতরে ক্ষোভ উগড়ে দিয়েছেন ৷ বিজেপি ও কংগ্রেস উভয়েই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে ৷ বিজেপি গতকাল এবং আজ সারাদিন ধরে ক্ষোভ প্রশমনে ব্যক্তিগত বৈঠক করে চলেছেন বলে খবর রয়েছে । তবে অসন্তোষ এখনও চলছেই । বিজেপি ও কংগ্রেসের বিদ্রোহ আগামী নির্বাচনে ক্ষতিকারক প্রমাণিত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

ক্ষুব্ধ নেতারা ভাদোদরার ভাঘোদিয়া, কার্জান এবং পাদ্রা আসনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷ এ বিষয়ে দাবি পূরণের জন্য তাঁরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভিকে দায়িত্ব অর্পণ করেছিলেন এবং ব্যক্তিগত বৈঠক করে সমস্যা মেটানোর চেষ্টা করেছিলেন । কংগ্রেস থেকে বিজেপিতে আসা অক্ষয় প্যাটেল ভাদোদরার কার্জান আসনে, ভাদোদরার প্রাক্তন বিধায়ক সতীশ প্যাটেল নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন । পাদ্রা আসনে পৌরসভার সভাপতি চৈতন্য সিং ঝালাকে টিকিট দেওয়ার পরে প্রাক্তন বিধায়ক এবং বরোদা ডেয়ারির সভাপতি দীনেশ প্যাটেল (দিনু মা)ও নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন । দাবাং বিধায়ক মধু শ্রীবাস্তব প্রথমে তাঁর স্ত্রীর জন্য নির্দল প্রার্থী হিসেবে এবং পরে ওয়াঘোড়িয়া আসন থেকে নিজের জন্য নির্দল প্রার্থী হিসেবে লড়ার কথা ঘোষণা করেছেন । ফলে ভাদোদরায় তিনটি আসন নিয়ে চাপে রয়েছে গেরুয়া শিবির ৷

কংগ্রেসেও রয়েছে প্রতিবাদী সুর ৷ গুজরাত বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি ৷ গুজরাত কংগ্রেস তিনটি প্রার্থী তালিকা ঘোষণা করেছে ৷ কিন্তু এখনও কংগ্রেসের অন্দরে তা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে ৷ অনেক জায়গা থেকে স্থানীয় নেতাদের টিকিট দেওয়ার দাবি করছেন কংগ্রেস কর্মীরা । কংগ্রেসের রাজীব গান্ধি ভবনের সামনে ঠক্করবাপা নগরের এক স্থানীয় কর্মী টিকিট দাবি করেছেন ৷ আবার মদনলাল জয়সওয়ালও টিকিট দাবি করেছেন । ভিরামগামে, ঠাকুর সম্প্রদায়ের লোকেরা বিধানসভা থেকে টিকিট দাবি করেছেন । ওয়াঘোদিয়া বিধানসভা আসন থেকে টিকিট দাবি করেছেন যোগপাল সিং গোহিল ।

আরও পড়ুন: স্ত্রীকে প্রার্থী করায় মোদি-শাহকে ধন্যবাদ জাদেজার

এ ছাড়াও আহমেদাবাদের জামালপুর বিধানসভা আসন থেকে শাহনওয়াজ শেখকে টিকিট দেওয়ার দাবি জানানো হয়েছে । যুব কংগ্রেস এবং এনএসইউআইও চারটি করে টিকিট চেয়েছেন । যুব কংগ্রেসের চার প্রতিযোগী প্রার্থী হতে চেয়ে দাবি জানিয়েছেন ৷ (1) দারিয়াপুরে ডা. সুবহান সৈয়দ (আঞ্চলিক মুখপাত্র যুব কংগ্রেস), (2) জামালপুরে শাহ নওয়াজ শেখ (AICC), (3) ধুন্ধুকায় হরপাল সিং চুড়াসামা (যুব সভাপতি) এবং কোডিনারে নরেন্দ্র সোলাঙ্কি (সভাপতি) টিকিট চেয়েছেন ।

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক প্রদীপসিংহ বাঘেলা বলেছেন যে, "বিজেপি একটি ক্যাডার ভিত্তিক দল । আমাদের কর্মী আমাদের ঈশ্বর । কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালোবাসেন । কয়েকজন বিক্ষুব্ধ কর্মী বিজেপির আঞ্চলিক কার্যালয়ে এসেছিলেন । আমরা তাঁদের কথা শুনেছি । আমরা তাঁদের দাবি উচ্চ নেতৃত্বের কাছে জানাব । আমরা একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করার চেষ্টা করব ।"

গুজরাতে প্রাক-নির্বাচনী চিত্র একনজরে

  • টিকিট নিয়ে বিজেপিতে প্রতিবাদের ঘূর্ণি
  • বিজেপির ক্ষুব্ধ নেতারা নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছেন
  • জুনাগড় জেলার প্রাক্তন বিধায়ক অরবিন্দ লাদনি ক্ষুব্ধ
  • খেঙ্গার সোলাঙ্কি স্বাধীন এপিএমসি সভাপতি হিসেবে সনদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত
  • ওয়াঘোড়িয়ার বিধায়ক মধুশ্রীবাস্তব নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছেন
  • কেশরী সিং বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন এবং নির্দল হিসেবে মনোনয়ন পেশ করবেন
  • বিজাপুরে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী রমন প্যাটেলের পথ ধরে পিপি প্যাটেল নির্দল হিসেবে লড়বেন
  • পাদ্রার মেহসানা আসনে মিতেশ প্যাটেলকে টিকিট দেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে
  • কারজান আসন থেকে চৈতন্য সিং ঝালাকে টিকিট দেওয়ায় কর্মীরা বিরক্ত
  • বোতাদেতে নতুন মুখ নিয়ে আন্দোলন করছেন নেতাকর্মীরা

আহমেদাবাদ, 13 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচন 2022-এর (Gujarat Assembly Election 2022) প্রথম ধাপ এবং দ্বিতীয় দফার জন্য প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে । বিজেপি 166টি আসনে এবং কংগ্রেস 96টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে । তার জেরেই শুরু হয়েছে বিদ্রোহ ৷ কংগ্রেসের চেয়ে বিজেপিতে আপাতত অসন্তোষ বেশি । নেতা-কর্মীদের বিরোধিতা একেবারে প্রকাশ্যে এসে গিয়েছে ৷

বিজেপি ও কংগ্রেসের যে কর্মীরা টিকিট পাওয়ার আশা করলেও তা পাননি, তাঁরা দলীয় দফতরে ক্ষোভ উগড়ে দিয়েছেন ৷ বিজেপি ও কংগ্রেস উভয়েই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে ৷ বিজেপি গতকাল এবং আজ সারাদিন ধরে ক্ষোভ প্রশমনে ব্যক্তিগত বৈঠক করে চলেছেন বলে খবর রয়েছে । তবে অসন্তোষ এখনও চলছেই । বিজেপি ও কংগ্রেসের বিদ্রোহ আগামী নির্বাচনে ক্ষতিকারক প্রমাণিত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

ক্ষুব্ধ নেতারা ভাদোদরার ভাঘোদিয়া, কার্জান এবং পাদ্রা আসনে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷ এ বিষয়ে দাবি পূরণের জন্য তাঁরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভিকে দায়িত্ব অর্পণ করেছিলেন এবং ব্যক্তিগত বৈঠক করে সমস্যা মেটানোর চেষ্টা করেছিলেন । কংগ্রেস থেকে বিজেপিতে আসা অক্ষয় প্যাটেল ভাদোদরার কার্জান আসনে, ভাদোদরার প্রাক্তন বিধায়ক সতীশ প্যাটেল নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন । পাদ্রা আসনে পৌরসভার সভাপতি চৈতন্য সিং ঝালাকে টিকিট দেওয়ার পরে প্রাক্তন বিধায়ক এবং বরোদা ডেয়ারির সভাপতি দীনেশ প্যাটেল (দিনু মা)ও নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন । দাবাং বিধায়ক মধু শ্রীবাস্তব প্রথমে তাঁর স্ত্রীর জন্য নির্দল প্রার্থী হিসেবে এবং পরে ওয়াঘোড়িয়া আসন থেকে নিজের জন্য নির্দল প্রার্থী হিসেবে লড়ার কথা ঘোষণা করেছেন । ফলে ভাদোদরায় তিনটি আসন নিয়ে চাপে রয়েছে গেরুয়া শিবির ৷

কংগ্রেসেও রয়েছে প্রতিবাদী সুর ৷ গুজরাত বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি ৷ গুজরাত কংগ্রেস তিনটি প্রার্থী তালিকা ঘোষণা করেছে ৷ কিন্তু এখনও কংগ্রেসের অন্দরে তা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে ৷ অনেক জায়গা থেকে স্থানীয় নেতাদের টিকিট দেওয়ার দাবি করছেন কংগ্রেস কর্মীরা । কংগ্রেসের রাজীব গান্ধি ভবনের সামনে ঠক্করবাপা নগরের এক স্থানীয় কর্মী টিকিট দাবি করেছেন ৷ আবার মদনলাল জয়সওয়ালও টিকিট দাবি করেছেন । ভিরামগামে, ঠাকুর সম্প্রদায়ের লোকেরা বিধানসভা থেকে টিকিট দাবি করেছেন । ওয়াঘোদিয়া বিধানসভা আসন থেকে টিকিট দাবি করেছেন যোগপাল সিং গোহিল ।

আরও পড়ুন: স্ত্রীকে প্রার্থী করায় মোদি-শাহকে ধন্যবাদ জাদেজার

এ ছাড়াও আহমেদাবাদের জামালপুর বিধানসভা আসন থেকে শাহনওয়াজ শেখকে টিকিট দেওয়ার দাবি জানানো হয়েছে । যুব কংগ্রেস এবং এনএসইউআইও চারটি করে টিকিট চেয়েছেন । যুব কংগ্রেসের চার প্রতিযোগী প্রার্থী হতে চেয়ে দাবি জানিয়েছেন ৷ (1) দারিয়াপুরে ডা. সুবহান সৈয়দ (আঞ্চলিক মুখপাত্র যুব কংগ্রেস), (2) জামালপুরে শাহ নওয়াজ শেখ (AICC), (3) ধুন্ধুকায় হরপাল সিং চুড়াসামা (যুব সভাপতি) এবং কোডিনারে নরেন্দ্র সোলাঙ্কি (সভাপতি) টিকিট চেয়েছেন ।

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক প্রদীপসিংহ বাঘেলা বলেছেন যে, "বিজেপি একটি ক্যাডার ভিত্তিক দল । আমাদের কর্মী আমাদের ঈশ্বর । কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালোবাসেন । কয়েকজন বিক্ষুব্ধ কর্মী বিজেপির আঞ্চলিক কার্যালয়ে এসেছিলেন । আমরা তাঁদের কথা শুনেছি । আমরা তাঁদের দাবি উচ্চ নেতৃত্বের কাছে জানাব । আমরা একটি উপযুক্ত সমাধান খুঁজে বের করার চেষ্টা করব ।"

গুজরাতে প্রাক-নির্বাচনী চিত্র একনজরে

  • টিকিট নিয়ে বিজেপিতে প্রতিবাদের ঘূর্ণি
  • বিজেপির ক্ষুব্ধ নেতারা নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছেন
  • জুনাগড় জেলার প্রাক্তন বিধায়ক অরবিন্দ লাদনি ক্ষুব্ধ
  • খেঙ্গার সোলাঙ্কি স্বাধীন এপিএমসি সভাপতি হিসেবে সনদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত
  • ওয়াঘোড়িয়ার বিধায়ক মধুশ্রীবাস্তব নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছেন
  • কেশরী সিং বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন এবং নির্দল হিসেবে মনোনয়ন পেশ করবেন
  • বিজাপুরে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী রমন প্যাটেলের পথ ধরে পিপি প্যাটেল নির্দল হিসেবে লড়বেন
  • পাদ্রার মেহসানা আসনে মিতেশ প্যাটেলকে টিকিট দেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে
  • কারজান আসন থেকে চৈতন্য সিং ঝালাকে টিকিট দেওয়ায় কর্মীরা বিরক্ত
  • বোতাদেতে নতুন মুখ নিয়ে আন্দোলন করছেন নেতাকর্মীরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.