ETV Bharat / bharat

Rakhi Bandhan 2023: মধ্যপ্রদেশে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম রাখি, নাম উঠবে গিনেস বুকে

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 6:14 PM IST

সবচেয়ে বড় রাখি বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-সহ বিভিন্ন রেকর্ডসে নাম তোলা কেবল সময়ের অপেক্ষা ৷ মধ্যপ্রদেশের ভিন্ড জেলার মেহগাঁও গ্রাম এখন সেই রাখি তৈরিতেই ব্যস্ত ৷

ETV Bharat
সবচেয়ে বড় রাখি

ভিন্ড (মধ্যপ্রদেশ), 29 অগস্ট: ভাইবোনের বন্ধন অটুট রাখতে রাখি বাঁধার প্রচলন রয়েছে দেশের বিভিন্ন জায়গায় ৷ রাখিপূর্ণিমার পবিত্র এই উৎসবকে আরও স্মরণীয় করে তুলতে মধ্যপ্রদেশের ভিন্ড জেলার মেহগাঁও গ্রামের বাসিন্দা অশোক ভরদ্বাজ নামে এক সমাজকর্মী বিশ্বের সবচেয়ে বড় রাখি তৈরি করছেন ৷ যিনি আবার বিজেপি নেতাও বটে ৷ এই রাখির মাধ্যমে তিনি 31 অগস্ট গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং ওএমজি বুক অফ রেকর্ডস-সহ অনেক রেকর্ড তালিকায় নিজের নাম তুলবেন ৷

এই বিষয়ে ইটিভি ভারতকে অশোক ভরদ্বাজ বলেন,"একদিন আমাদের রাজ্যের বোনেদের জন্য মুখ্যমন্ত্রীর চালু করা 'লাডলি বেহান যোজনা' প্রকল্প নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করছিলাম ৷ আলোচনা চলাকালীন আমরা সবাই প্রথমে রাজ্যের মহিলারা, যারা বোনের মতো তাদের থেকে রাখি বাঁধার কথা ভেবেছিলাম ৷ তারপর আমরা বিশ্বের সবচেয়ে বড় রাখি তৈরির পরিকল্পনা করি ৷"

ভরদ্বাজ আরও বলেন, "আলোচনার পরে, আমরা বিশ্বের সবচেয়ে বড় রাখি তৈরি করতে রাজস্থান থেকে শিল্পীদের সঙ্গে যোগাযোগ করি ৷ দিল্লির একটি এজেন্সিকে চুক্তি দেওয়া হয়েছিল ৷ 10 জনেরও বেশি কর্মী এই রাখি তৈরির জন্য অবিরাম কাজ করছেন যা 31 আগস্ট গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, ওএমজি বুক অফ রেকর্ডস, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করবে ৷ এরপর সংগঠনগুলো আমাদের সবার হাতে বিশ্বের সবচেয়ে বড় রাখির সার্টিফিকেট তুলে দেবে ৷

তিনি বলেন, "রাখিবন্ধনের দিন উপরোক্ত পাঁচটি বুক অফ রেকর্ডসের আধিকারিকরা আমার বাসভবনে আসবে এবং এই রাখিটিকে বিশ্বের বৃহত্তম রাখি হিসেবে ঘোষণা করবে ৷ এই ঘোষণার পরে, রাখিটি একটি প্রদর্শনীর জন্য রাখা হবে। এই প্রদর্শনী চলবে রাখিবন্ধন থেকে জন্মাষ্টমী পর্যন্ত ৷

রাখিটি তৈরি করা হয়েছে ফোম, কাঠের বোর্ড, কাপড় ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে ৷ রাখিটির বাইরের বৃত্তের ব্যাস হবে 25 ফুট ৷ তারপরের বৃত্তের ব্যাস হবে 15 ফুট ও পরেরটি 10 ফুট ৷ অশোক ভরদ্বাজ বলেন, "এটি শুধু আমার জন্য নয়, সমগ্র এলাকার জন্য একটি বিশাল কৃতিত্ব হবে ৷ কারণ যখনই কেউ এই রেকর্ড ভাঙার চেষ্টা করবে, ততবার আমাদের গ্রাম মেহগাঁওয়ের নাম মনে রাখবে ৷ এটা আমাদের কাছে খুব গর্বের ৷"

আরও পড়ুন : পরিবেশবান্ধব রাখি বানিয়ে গাছ বাঁচানোর বার্তা প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের

ভিন্ড (মধ্যপ্রদেশ), 29 অগস্ট: ভাইবোনের বন্ধন অটুট রাখতে রাখি বাঁধার প্রচলন রয়েছে দেশের বিভিন্ন জায়গায় ৷ রাখিপূর্ণিমার পবিত্র এই উৎসবকে আরও স্মরণীয় করে তুলতে মধ্যপ্রদেশের ভিন্ড জেলার মেহগাঁও গ্রামের বাসিন্দা অশোক ভরদ্বাজ নামে এক সমাজকর্মী বিশ্বের সবচেয়ে বড় রাখি তৈরি করছেন ৷ যিনি আবার বিজেপি নেতাও বটে ৷ এই রাখির মাধ্যমে তিনি 31 অগস্ট গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং ওএমজি বুক অফ রেকর্ডস-সহ অনেক রেকর্ড তালিকায় নিজের নাম তুলবেন ৷

এই বিষয়ে ইটিভি ভারতকে অশোক ভরদ্বাজ বলেন,"একদিন আমাদের রাজ্যের বোনেদের জন্য মুখ্যমন্ত্রীর চালু করা 'লাডলি বেহান যোজনা' প্রকল্প নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করছিলাম ৷ আলোচনা চলাকালীন আমরা সবাই প্রথমে রাজ্যের মহিলারা, যারা বোনের মতো তাদের থেকে রাখি বাঁধার কথা ভেবেছিলাম ৷ তারপর আমরা বিশ্বের সবচেয়ে বড় রাখি তৈরির পরিকল্পনা করি ৷"

ভরদ্বাজ আরও বলেন, "আলোচনার পরে, আমরা বিশ্বের সবচেয়ে বড় রাখি তৈরি করতে রাজস্থান থেকে শিল্পীদের সঙ্গে যোগাযোগ করি ৷ দিল্লির একটি এজেন্সিকে চুক্তি দেওয়া হয়েছিল ৷ 10 জনেরও বেশি কর্মী এই রাখি তৈরির জন্য অবিরাম কাজ করছেন যা 31 আগস্ট গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, ওএমজি বুক অফ রেকর্ডস, ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করবে ৷ এরপর সংগঠনগুলো আমাদের সবার হাতে বিশ্বের সবচেয়ে বড় রাখির সার্টিফিকেট তুলে দেবে ৷

তিনি বলেন, "রাখিবন্ধনের দিন উপরোক্ত পাঁচটি বুক অফ রেকর্ডসের আধিকারিকরা আমার বাসভবনে আসবে এবং এই রাখিটিকে বিশ্বের বৃহত্তম রাখি হিসেবে ঘোষণা করবে ৷ এই ঘোষণার পরে, রাখিটি একটি প্রদর্শনীর জন্য রাখা হবে। এই প্রদর্শনী চলবে রাখিবন্ধন থেকে জন্মাষ্টমী পর্যন্ত ৷

রাখিটি তৈরি করা হয়েছে ফোম, কাঠের বোর্ড, কাপড় ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে ৷ রাখিটির বাইরের বৃত্তের ব্যাস হবে 25 ফুট ৷ তারপরের বৃত্তের ব্যাস হবে 15 ফুট ও পরেরটি 10 ফুট ৷ অশোক ভরদ্বাজ বলেন, "এটি শুধু আমার জন্য নয়, সমগ্র এলাকার জন্য একটি বিশাল কৃতিত্ব হবে ৷ কারণ যখনই কেউ এই রেকর্ড ভাঙার চেষ্টা করবে, ততবার আমাদের গ্রাম মেহগাঁওয়ের নাম মনে রাখবে ৷ এটা আমাদের কাছে খুব গর্বের ৷"

আরও পড়ুন : পরিবেশবান্ধব রাখি বানিয়ে গাছ বাঁচানোর বার্তা প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.