নাগপুর, 4 সেপ্টেম্বর: সাংবাদিকের সহায়তায় বিচারকের কাছে 15 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ জিএসটি ইন্সপেক্টরের বিরুদ্ধে ৷ ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরে ৷ এই ঘটনায় নাগপুর সদর থানায় অভিযোগ করেছেন ওই বিচারক । তাঁর অভিযোগের ভিত্তিতে জিএসটি ইন্সপেক্টর রাজকুমার দিভতে এবং অভিযুক্ত ইউটিউব চ্যানেলের সাংবাদিক প্রকাশ গায়কওয়াড়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ।
পুলিশ ইন্সপেক্টর সঞ্জয় মেন্ডে জানিয়েছেন, তোলাবাজির অপরাধে দুই বছরের সাজা রয়েছে আইনে ৷ পুলিশ এই নোটিশ দিয়ে দুই অভিযুক্তকে ছেড়ে দিয়েছে । সঞ্জয় মেন্ডে বলেন, "পুলিশ সেলস ট্যাক্স বিভাগের ইন্সপেক্টর রাজকুমার দিভতে এবং তাঁর সহযোগী প্রকাশ গায়কওয়াড়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 385 ধারা (তোলাবাজি) ও সম্পর্কিত অন্যান্য ধারার অধীনে একটি মামলা দায়ের করেছে ।"
অভিযোগ, জিএসটি ইন্সপেক্টর রাজকুমার দিভতে গত চার বছর ধরে নাগপুরে কাজ করছেন । তবে তিনি গত বছরের নভেম্বরে অমরাবতীতে বদলি হয়েছিলেন । সেসময় ট্রান্সফার বাতিলের জন্য অনেক চেষ্টা করেছিলেন তিনি । তবে শেষ পর্যন্ত সফল হননি । এরপর তিনি বিচারক রমেশ জায়েদকে বদলি বাতিলের অনুরোধ করেন । তবে তিনি সাহায্য না করায় ক্ষুব্ধ রাজকুমার বিচারকের মোবাইল ফোনে মেসেজ পাঠান । তাতে তিনি লেখেন, আপনার কারণে আমার 15 লক্ষ টাকা ক্ষতি হয়েছে এবং আপনাকে এর জন্য আমাকে ক্ষতিপূরণ দিতে হবে । অন্যথায় পরিণতি খারাপ হবে ।
আরও পড়ুন: 2 টাকা তোলা নেওয়ার অভিযোগ 5 পুলিশকর্মীর বিরুদ্ধে, 37 বছর পর বেকসুর খালাস
রমেশ জায়েদ তাঁর কথায় কান না দেওয়ায় রাজকুমার ওই সাংবাদিকের সাহায্য নিয়ে বিচারককে হুমকি দেওয়ার চেষ্টা করেন । এরপরেই তিনি রাজকুমার দিভতে ও সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান । জিজ্ঞাসাবাদের পর পুলিশ দুই অভিযুক্তকে নোটিশ দিয়ে ছেড়ে দেয় । বিচারকদের কাছে তোলাবাজি চাওয়া হলে সাধারণ নাগরিকের কী হবে? এমন প্রশ্ন উঠছে জেলাজুড়ে ।