ETV Bharat / bharat

Blast near Sunny Leone's show venue: সানি লিওনের শো'য়ের আগে ভেন্যুতে গ্রেনেড হামলা, আতঙ্ক ইম্ফলে

সানি লিওনের উপস্থিতিতে ইম্ফলের একটি ভেন্যুতে আগামিকাল একটি ফ্যাশন-শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৷ কিন্তু ঘটনার আগেরদিন ভেন্যুর 100 মিটারের মধ্যে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটল (Grenade blast near Sunny Leone's fashion show venue in Imphal) ৷ ঘটনায় কোনও হতাহতের খবর না-থাকলেও অভিনেত্রীর শো কার্যত বাতিল হওয়ার পথে ৷

Etv Bharat
সানি লিওনের শোয়ের আগে ভেন্যুতে গ্রেনেড হামলা
author img

By

Published : Feb 4, 2023, 3:30 PM IST

Updated : Feb 4, 2023, 5:38 PM IST

সানি লিওনের শো ভেন্যুতে গ্রেনেড হামলা

ইম্ফল, 4 ফেব্রুয়ারি: রবিবার আসছেন সানি লিওন ৷ তাঁর উপস্থিতিতেই আগামিকাল একটি ফ্যাশন শো'য়ের জন্য সেজে উঠছিল ভেন্যু ৷ কিন্তু ইভেন্টের আগেরদিন বড়সড় বিপত্তি ৷ শনিবার গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল ইম্ফলের হাপতা কাংজেইবাং এলাকা ৷ পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর উপস্থিতিতে যে ভেন্যুতে আগামিকাল শো অনুষ্ঠিত হওয়ার কথা, তার ঠিক 100 মিটারের মধ্যেই এদিন গ্রেনেড বিস্ফোরণ ঘটে (Grenade blast near Sunny Leone's fashion show venue in Imphal) ৷ ঘটনায় কোনও হতাহতের খবর না-থাকলেও বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসবাদী কার্যকলাপ বলেই প্রাথমিক অনুমান পুলিশ আধিকারিকদের ৷

এদিন সকাল 6টা নাগাদ হাপতা কাংজেইবাং এলাকায় সানির ইভেন্ট ভেন্যুতে বিস্ফোরণ ঘটে বলে জানান পূর্ব ইম্ফলের পুলিশ সুপার মহারাবম প্রদীপ সিং (East Imphal SP said the blast occured around 6 am) ৷ তিনি বলেন, "হতাহতের কোনও খবর নেই ৷ আমাদের ধারণা চিনা গ্রেনেডের মত বিস্ফোরক কোনও ডিভাইস মাঠের মাঝখানে রাখা ছিল ৷ সেটাই বিস্ফোরণ ঘটেছে ৷" কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি ৷ এলাকা ঘিরে রেখে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই ৷

আরও পড়ুন: কর্তব্যরত অবস্থায় সরকারি বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা সিআরপিএফ জওয়ানের

মণিপুরে পর্যটক টানতে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে সে রাজ্যের হ্যান্ডলুম, খাদি পণ্যের প্রচারে আগামিকাল হাপতা কাংজেইবাং এলাকায় একটি ফ্যাশন ইভেন্টে যোগদানের কথা ছিল অভিনেত্রী সানি লিওনের ৷ শনিবারের ঘটনার পর অনুষ্ঠানের ভবিষ্যৎ বিশ বাঁও জলে ৷ এমনিতেই দিনকয়েক ধরেই বিভিন্ন সাম্প্রদায়িক হিংসার ঘটনায় অশান্ত দেশের উত্তর-পূর্বের এই রাজ্য ৷ তবে সাম্প্রদায়িক হিংসা যাতে রাজ্যে ছড়িয়ে না-পড়ে, সেজন্য উদ্যোগী হয়েছে পুলিশ ৷ এরইমধ্যে শুক্রবার রাতে ইম্ফলের গোবিন্দজি মন্দির সংলগ্ন একটি পূজা-অর্চনার স্থানে বিগ্রহের মূর্তি ভাঙচুর করে একদল দুষ্কৃতী ৷

সানি লিওনের শো ভেন্যুতে গ্রেনেড হামলা

ইম্ফল, 4 ফেব্রুয়ারি: রবিবার আসছেন সানি লিওন ৷ তাঁর উপস্থিতিতেই আগামিকাল একটি ফ্যাশন শো'য়ের জন্য সেজে উঠছিল ভেন্যু ৷ কিন্তু ইভেন্টের আগেরদিন বড়সড় বিপত্তি ৷ শনিবার গ্রেনেড বিস্ফোরণে কেঁপে উঠল ইম্ফলের হাপতা কাংজেইবাং এলাকা ৷ পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর উপস্থিতিতে যে ভেন্যুতে আগামিকাল শো অনুষ্ঠিত হওয়ার কথা, তার ঠিক 100 মিটারের মধ্যেই এদিন গ্রেনেড বিস্ফোরণ ঘটে (Grenade blast near Sunny Leone's fashion show venue in Imphal) ৷ ঘটনায় কোনও হতাহতের খবর না-থাকলেও বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসবাদী কার্যকলাপ বলেই প্রাথমিক অনুমান পুলিশ আধিকারিকদের ৷

এদিন সকাল 6টা নাগাদ হাপতা কাংজেইবাং এলাকায় সানির ইভেন্ট ভেন্যুতে বিস্ফোরণ ঘটে বলে জানান পূর্ব ইম্ফলের পুলিশ সুপার মহারাবম প্রদীপ সিং (East Imphal SP said the blast occured around 6 am) ৷ তিনি বলেন, "হতাহতের কোনও খবর নেই ৷ আমাদের ধারণা চিনা গ্রেনেডের মত বিস্ফোরক কোনও ডিভাইস মাঠের মাঝখানে রাখা ছিল ৷ সেটাই বিস্ফোরণ ঘটেছে ৷" কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি ৷ এলাকা ঘিরে রেখে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই ৷

আরও পড়ুন: কর্তব্যরত অবস্থায় সরকারি বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা সিআরপিএফ জওয়ানের

মণিপুরে পর্যটক টানতে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে সে রাজ্যের হ্যান্ডলুম, খাদি পণ্যের প্রচারে আগামিকাল হাপতা কাংজেইবাং এলাকায় একটি ফ্যাশন ইভেন্টে যোগদানের কথা ছিল অভিনেত্রী সানি লিওনের ৷ শনিবারের ঘটনার পর অনুষ্ঠানের ভবিষ্যৎ বিশ বাঁও জলে ৷ এমনিতেই দিনকয়েক ধরেই বিভিন্ন সাম্প্রদায়িক হিংসার ঘটনায় অশান্ত দেশের উত্তর-পূর্বের এই রাজ্য ৷ তবে সাম্প্রদায়িক হিংসা যাতে রাজ্যে ছড়িয়ে না-পড়ে, সেজন্য উদ্যোগী হয়েছে পুলিশ ৷ এরইমধ্যে শুক্রবার রাতে ইম্ফলের গোবিন্দজি মন্দির সংলগ্ন একটি পূজা-অর্চনার স্থানে বিগ্রহের মূর্তি ভাঙচুর করে একদল দুষ্কৃতী ৷

Last Updated : Feb 4, 2023, 5:38 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.