ETV Bharat / bharat

Union Budget 2023: বাজেটে বরাদ্দ কমে অর্ধেক! কী বলছেন আইআইএমগুলির পরিচালকরা ? - নির্মলা সীতারমন

এবারের বাজেটে বরাদ্দ কমেছে আইআইএমগুলির (Grant for IIMs Reduced by Half) ৷ তাতে কতটা সমস্যা হবে ?

Grant for IIMs Reduced by Half in Union Budget 2023
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 3, 2023, 1:59 AM IST

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: ভারতের সেরা বিজনেস স্কুলগুলির মধ্যে অন্যতম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্য়ানেজমেন্ট (Indian Institutes of Management) বা আইআইএমগুলির বরাদ্দ কমেছে এবারের বাজেটে ৷ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) যে পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2023) পেশ করেছেন, তাতে আইআইএমগুলির জন্য বরাদ্দ কমে অর্ধেক হয়ে গিয়েছে (Grant for IIMs Reduced by Half) ! ওয়াকিবহাল মহলের একাংশ বলছেন, এই পদক্ষেপের ফলে নবনির্মিত আইআইএমগুলি ক্ষতিগ্রস্ত হলেও পুরনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলির খুব বেশি সমস্য়া হবে না ৷ প্রসঙ্গত, আমাদের দেশে সবমিলিয়ে মোট 20টি আইআইএম রয়েছে ৷

বুধবার তাঁর বাজেট বক্তৃতায় নির্মলা ঘোষণা করেন, আগামী অর্থবর্ষে (2023-24) দেশের আইআইএমগুলির জন্য মোট 300 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ৷ অথচ, গতবছর এই পরিমাণটিই ছিল 608.23 কোটি টাকা ৷ অর্থাৎ, এই নির্দিষ্ট খাতে বাজেট বরাদ্দের পরিমাণ কমছে 50.67 শতাংশ ৷ অথচ আগামী 2023-2024 অর্থবর্ষে উচ্চশিক্ষাক্ষেত্রে সামগ্রিকভাবে বাজেট বরাদ্দ বেড়েছে 8 (আট) শতাংশ ৷ এবারের বাজেটে উচ্চশিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে 44 হাজার 94 কোটি টাকা ৷

আরও পড়ুন: অমৃতকালের বাজেট দিশাহীন ! কটাক্ষ রাহুলের

এই বিষয়ে প্রশ্নে করা হলে আইআইএম উদয়পুরের ডিরেক্টর অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, সরকার হয়তো আমাদের বার্তা দেওয়ার চেষ্টা করছে ৷ বোঝাতে চাইছে, বাজেটে বেশি বরাদ্দ পেতে গেলে আমাদের আরও বেশি উদ্ভাবক হতে হবে ৷ সংবাদ সংস্থা পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে অশোক বলেন, "বাজেট বরাদ্দে এভাবে বিপুল কাটছাঁট করায় নতুন আইআইএমগুলি সমস্যায় পড়বে ৷ আমাদের এখানে সবথেকে নতুন যে আইআইএমটি রয়েছে, তার বয়স মাত্র 7 বছর ৷" অশোক মনে করছেন, আগামিদিনে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সচল রাখতে সরকার হয়তো পিপিপি মডেল অনুসরণ করবে ৷ কিংবা খরচের জোগান অব্যাহত রাখতে এক বা একাধিক নতুন পন্থা অবলম্বন করা হবে ৷

অন্য়দিকে, আইআইএম রোহতকের ডিরেক্টর ধীরজ শর্মা এই প্রসঙ্গে বলেন, "আমাদের প্রতিষ্ঠান কোনও দিনই সরকারি অনুদানের অপেক্ষায় বসে থাকেনি ৷ আমরা নিজেরাই নানাভাবে অর্থ উপার্জন করি ৷ যেমন, ক্য়াম্পাসের মধ্যে এবং দূর নিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে একাধিক প্রশিক্ষণের আয়োজন করা হয় ৷ তা থেকে ভালো আয় হয় আমাদের ৷ এছাড়াও ছাত্র, ছাত্রীদের পড়িয়ে যে টিউশন ফি ওঠে, তাতেও আমাদের ভালো রোজগার হয় ৷ যদিও আইআইএম হিসাবে আমরা একেবারে পুরনো নই ৷ তাই সরকার কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ কমালেও তাতে আমাদের খুব একটা অসুবিধা হবে না ৷"

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি: ভারতের সেরা বিজনেস স্কুলগুলির মধ্যে অন্যতম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্য়ানেজমেন্ট (Indian Institutes of Management) বা আইআইএমগুলির বরাদ্দ কমেছে এবারের বাজেটে ৷ বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) যে পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2023) পেশ করেছেন, তাতে আইআইএমগুলির জন্য বরাদ্দ কমে অর্ধেক হয়ে গিয়েছে (Grant for IIMs Reduced by Half) ! ওয়াকিবহাল মহলের একাংশ বলছেন, এই পদক্ষেপের ফলে নবনির্মিত আইআইএমগুলি ক্ষতিগ্রস্ত হলেও পুরনো শিক্ষাপ্রতিষ্ঠানগুলির খুব বেশি সমস্য়া হবে না ৷ প্রসঙ্গত, আমাদের দেশে সবমিলিয়ে মোট 20টি আইআইএম রয়েছে ৷

বুধবার তাঁর বাজেট বক্তৃতায় নির্মলা ঘোষণা করেন, আগামী অর্থবর্ষে (2023-24) দেশের আইআইএমগুলির জন্য মোট 300 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ৷ অথচ, গতবছর এই পরিমাণটিই ছিল 608.23 কোটি টাকা ৷ অর্থাৎ, এই নির্দিষ্ট খাতে বাজেট বরাদ্দের পরিমাণ কমছে 50.67 শতাংশ ৷ অথচ আগামী 2023-2024 অর্থবর্ষে উচ্চশিক্ষাক্ষেত্রে সামগ্রিকভাবে বাজেট বরাদ্দ বেড়েছে 8 (আট) শতাংশ ৷ এবারের বাজেটে উচ্চশিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে 44 হাজার 94 কোটি টাকা ৷

আরও পড়ুন: অমৃতকালের বাজেট দিশাহীন ! কটাক্ষ রাহুলের

এই বিষয়ে প্রশ্নে করা হলে আইআইএম উদয়পুরের ডিরেক্টর অশোক বন্দ্যোপাধ্যায় বলেন, সরকার হয়তো আমাদের বার্তা দেওয়ার চেষ্টা করছে ৷ বোঝাতে চাইছে, বাজেটে বেশি বরাদ্দ পেতে গেলে আমাদের আরও বেশি উদ্ভাবক হতে হবে ৷ সংবাদ সংস্থা পিটিআই'কে দেওয়া সাক্ষাৎকারে অশোক বলেন, "বাজেট বরাদ্দে এভাবে বিপুল কাটছাঁট করায় নতুন আইআইএমগুলি সমস্যায় পড়বে ৷ আমাদের এখানে সবথেকে নতুন যে আইআইএমটি রয়েছে, তার বয়স মাত্র 7 বছর ৷" অশোক মনে করছেন, আগামিদিনে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সচল রাখতে সরকার হয়তো পিপিপি মডেল অনুসরণ করবে ৷ কিংবা খরচের জোগান অব্যাহত রাখতে এক বা একাধিক নতুন পন্থা অবলম্বন করা হবে ৷

অন্য়দিকে, আইআইএম রোহতকের ডিরেক্টর ধীরজ শর্মা এই প্রসঙ্গে বলেন, "আমাদের প্রতিষ্ঠান কোনও দিনই সরকারি অনুদানের অপেক্ষায় বসে থাকেনি ৷ আমরা নিজেরাই নানাভাবে অর্থ উপার্জন করি ৷ যেমন, ক্য়াম্পাসের মধ্যে এবং দূর নিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে একাধিক প্রশিক্ষণের আয়োজন করা হয় ৷ তা থেকে ভালো আয় হয় আমাদের ৷ এছাড়াও ছাত্র, ছাত্রীদের পড়িয়ে যে টিউশন ফি ওঠে, তাতেও আমাদের ভালো রোজগার হয় ৷ যদিও আইআইএম হিসাবে আমরা একেবারে পুরনো নই ৷ তাই সরকার কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ কমালেও তাতে আমাদের খুব একটা অসুবিধা হবে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.