ETV Bharat / bharat

টিকার আকালের জন্য কেন্দ্রকেই দুষলেন সেরাম কর্তা - কোভিশিল্ড

ভারতে টিকার আকালের জন্য কেন্দ্রকেই দুষলেন সেরাম কর্তা ৷ শুক্রবার সংস্থার কার্যনির্বাহী নির্দেশক সুরেশ যাদব দাবি করেন, ভাঁড়ারে কত টিকা মজুত রয়েছে, সেই সম্পর্কে খোঁজখবর না নিয়েই একের পর এক বয়সসীমার মানুষকে টিকাকরণের আওতাভুক্ত করেছে কেন্দ্র ৷ মানা হয়নি হু-এর গাইডলাইন ৷

Govt widened vaccination drive without considering stock, WHO guidelines: SII Executive Director
টিকার আকালের জন্য কেন্দ্রকেই দুষলেন সেরাম কর্তা
author img

By

Published : May 22, 2021, 4:25 PM IST

নয়াদিল্লি, 22 মে : টিকার আকালের জন্য এবার কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলল কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) ৷ শুক্রবার সংস্থার কার্যনির্বাহী নির্দেশক সুরেশ যাদব দাবি করেন, ভাঁড়ারে কত টিকা মজুত রয়েছে, সেই সম্পর্কে খোঁজখবর না নিয়েই একের পর এক বয়সসীমার মানুষকে টিকাকরণের আওতাভুক্ত করেছে কেন্দ্র ৷ এমনকী, এই কাজ করার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) গাইডলাইনও মানা হয়নি বলে অভিযোগ সুরেশের ৷

হিল হেল্থ নামে একটি সংস্থার আয়োজিত ভার্চুয়াল বৈঠকে বক্তব্য পেশ করার সময় এভাবেই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন সেরামের কার্যনির্বাহী নির্দেশক ৷ সুরেশের মতে, টিকাকরণের সময় অবশ্যই হু-এর গাইডলাইন মেনে চলা উচিত ৷ এবং সেই মতোই টিকাকরণের ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেওয়া হবে, তা স্থির করা উচিত ৷

সুরেশের দাবি, প্রাথমিকভাবে স্থির হয়েছিল দেশের 30 কোটি মানুষকে টিকা দেওয়া হবে ৷ তাঁদের যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই দু’টো করে ডোজ দেওয়া যায়, তার জন্য 60 কোটি ডোজ প্রস্তুত রাখা হয়েছিল ৷ কিন্তু সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর আগেই সরকার প্রথম 45 বছর ও তার বেশি বয়সী এবং পরে 18 থেকে 44 বছর বয়সীদের জন্যও টিকাকরণ শুরু করে দেয় ৷ অথচ ভাঁড়ারে যে এত বিপুল পরিমাণে টিকা মজুত নেই, সেটা ভেবে দেখল না কেন্দ্র ৷

এই ঘটনার প্রেক্ষিতে সুরেশ বলেন, ‘‘এটা আমাদের কাছে একটা বিরাট শিক্ষা ৷ আমাদের আগে পণ্য়ের জোগান খতিয়ে দেখতে হবে এবং তারপর সেই মতোই তা ব্য়বহার করতে হবে ৷’’ একইসঙ্গে সুরেশ স্বীকার করেছেন, টিকাকরণ জরুরি ঠিকই, তবে তারপরও মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন ৷ তাই সুরেশের দাওয়াই, টিকা নিলেও কোভিডবিধি মেনে চলাই হল করোনা থেকে বাঁচার সবথেকে বড় উপায় ৷ তাছাড়া, যেভাবে করোনার নতুন স্ট্রেন যেভাবে শক্তিশালী হচ্ছে, তাতে টিকাকরণ প্রক্রিয়া ব্য়াহত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷

আরও পড়ুন : মি. মোদি, গড়িমসি না-করে টিকাকরণ করুন ! টুইটে তোপ রাহুলের

এর পাশাপাশি, সুরেশের পরামর্শ, টিকা নিয়ে বাছবিচার করার সময় এটা নয় ৷ সংশ্লিষ্ট প্রশাসন অনুমোদিত যে টিকাই পাওয়া যাবে, তা নিয়ে নিতে হবে ৷ তবে কোন টিকা করোনা প্রতিরোধে সবথেকে বেশি কার্যকর, সেটা এখনই বলা সম্ভব নয় ৷ তার জন্য আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে ৷

নয়াদিল্লি, 22 মে : টিকার আকালের জন্য এবার কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলল কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) ৷ শুক্রবার সংস্থার কার্যনির্বাহী নির্দেশক সুরেশ যাদব দাবি করেন, ভাঁড়ারে কত টিকা মজুত রয়েছে, সেই সম্পর্কে খোঁজখবর না নিয়েই একের পর এক বয়সসীমার মানুষকে টিকাকরণের আওতাভুক্ত করেছে কেন্দ্র ৷ এমনকী, এই কাজ করার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) গাইডলাইনও মানা হয়নি বলে অভিযোগ সুরেশের ৷

হিল হেল্থ নামে একটি সংস্থার আয়োজিত ভার্চুয়াল বৈঠকে বক্তব্য পেশ করার সময় এভাবেই কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন সেরামের কার্যনির্বাহী নির্দেশক ৷ সুরেশের মতে, টিকাকরণের সময় অবশ্যই হু-এর গাইডলাইন মেনে চলা উচিত ৷ এবং সেই মতোই টিকাকরণের ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেওয়া হবে, তা স্থির করা উচিত ৷

সুরেশের দাবি, প্রাথমিকভাবে স্থির হয়েছিল দেশের 30 কোটি মানুষকে টিকা দেওয়া হবে ৷ তাঁদের যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই দু’টো করে ডোজ দেওয়া যায়, তার জন্য 60 কোটি ডোজ প্রস্তুত রাখা হয়েছিল ৷ কিন্তু সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর আগেই সরকার প্রথম 45 বছর ও তার বেশি বয়সী এবং পরে 18 থেকে 44 বছর বয়সীদের জন্যও টিকাকরণ শুরু করে দেয় ৷ অথচ ভাঁড়ারে যে এত বিপুল পরিমাণে টিকা মজুত নেই, সেটা ভেবে দেখল না কেন্দ্র ৷

এই ঘটনার প্রেক্ষিতে সুরেশ বলেন, ‘‘এটা আমাদের কাছে একটা বিরাট শিক্ষা ৷ আমাদের আগে পণ্য়ের জোগান খতিয়ে দেখতে হবে এবং তারপর সেই মতোই তা ব্য়বহার করতে হবে ৷’’ একইসঙ্গে সুরেশ স্বীকার করেছেন, টিকাকরণ জরুরি ঠিকই, তবে তারপরও মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন ৷ তাই সুরেশের দাওয়াই, টিকা নিলেও কোভিডবিধি মেনে চলাই হল করোনা থেকে বাঁচার সবথেকে বড় উপায় ৷ তাছাড়া, যেভাবে করোনার নতুন স্ট্রেন যেভাবে শক্তিশালী হচ্ছে, তাতে টিকাকরণ প্রক্রিয়া ব্য়াহত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷

আরও পড়ুন : মি. মোদি, গড়িমসি না-করে টিকাকরণ করুন ! টুইটে তোপ রাহুলের

এর পাশাপাশি, সুরেশের পরামর্শ, টিকা নিয়ে বাছবিচার করার সময় এটা নয় ৷ সংশ্লিষ্ট প্রশাসন অনুমোদিত যে টিকাই পাওয়া যাবে, তা নিয়ে নিতে হবে ৷ তবে কোন টিকা করোনা প্রতিরোধে সবথেকে বেশি কার্যকর, সেটা এখনই বলা সম্ভব নয় ৷ তার জন্য আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.