নয়াদিল্লি, 23 ডিসেম্বর: আরও একবছর বিনামূল্যে রেশন দেবে কেন্দ্রীয় সরকার । প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় বিনামূল্যে রেশনের (Free Ration to Poor) মেয়াদ বাড়াল কেন্দ্র (Centre) ৷ এই সিদ্ধান্তে উপকৃত হবেন জাতীয় খাদ্য নিরাপত্তা আইন (NFSA) এর অধীনে থাকা 81.35 কোটি দরিদ্র মানুষ । এনএফএসএ'র অধীনে, সরকার বর্তমানে প্রতি কেজি 2-3 টাকায় প্রতি মাসে 5 কেজি খাদ্যশস্য সরবরাহ করে । অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY)-এর আওতায় থাকা পরিবারগুলি প্রতি মাসে 35 কেজি খাদ্যশস্য পায় ।
জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে দরিদ্র ব্যক্তিদের 3 টাকা কেজি দরে চাল এবং 2 টাকা কেজি'তে গম দেওয়া হয় । শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহের পুরো ভার কেন্দ্র বহন করবে ।
এই সিদ্ধান্তের ফলে রাজকোষে বার্ষিক ব্যয় অনুমান করা হয়েছে 2 লক্ষ কোটি টাকা । একই সঙ্গে সরকার বিনামূল্যে রেশন প্রকল্পের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) না-বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা 31 ডিসেম্বর শেষ হবে । প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় 81.35 কোটি সুবিধাভোগীকে প্রতি মাসে পাঁচ কিলোগ্রাম খাদ্যশস্য বিনামূল্যে প্রদান করা হয় ।
আরও পড়ুন: গরিবের জন্য বিনামূল্যে রেশনের মেয়াদ বাড়ল তিনমাস, ঘোষণা কেন্দ্রের
এটি জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে সবচেয়ে বেশি ভর্তুকিযুক্ত খাদ্যশস্যের মাসিক বন্টনের চেয়েও বেশি । সরকারী কর্মকর্তারা মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে 'দেশের দরিদ্রদের জন্য নতুন বছরের উপহার' হিসাবে বর্ণনা করেছেন ।