ETV Bharat / bharat

বিশ্বকে যা করতে বলছেন, আগে নিজের দেশে তা করুন; মোদিকে কটাক্ষ চিদম্বরমের - PM Narendra Modi news

বিশ্বকে যা করতে বলছেন, আগে নিজের দেশে তা করা উচিত ৷ জি 7 (G7) বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) যে বক্তব্য রেখেছেন, তাকে তীব্র কটাক্ষ করে টুইটে এ কথা লিখলেন পি চিদম্বরম (P Chidambaram) ৷

Govt should practise in India what it preaches to world: p Chidambaram on PM Narendra Modi's G7 speech
বিশ্বকে যা করতে বলছেন, আগে নিজের দেশে তা করুন; মোদিকে কটাক্ষ চিদম্বরমের
author img

By

Published : Jun 14, 2021, 5:24 PM IST

নয়াদিল্লি, 14 জুন : কেন্দ্রীয় সরকার বিশ্বের দরবারে যে বিষয়ে সওয়াল করছে, তা দেশেও কার্যকরী করা উচিত ৷ জি 7-এ (G7) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) যে বক্তব্য রেখেছেন, তাকে কটাক্ষ করে এ কথা বললেন শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram) ৷

প্রধানমন্ত্রী মোদি জি 7 শীর্ষ সম্মেলনে বলেছিলেন যে, ভারত স্বাভাবিকভাবেই জি 7 ও তার অংশীদারদের শরিক ৷ গণতন্ত্র, ভাবনার স্বাধীনতা রক্ষা করা ও সন্ত্রাসবাদ, হিংসা এবং আর্থিক জবরদস্তি থেকে সুরক্ষিত রাখাই ভারতের কাজ ৷ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে টুইট করেছেন পি চিদম্বরম ৷ তিনি টুইটে লেখেন, "জি 7 আউটরিচ বৈঠকে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য অনুপ্রেরণা দেয়, আবার এই মন্তব্য হাস্যকরও ৷ বিশ্বের দরবারে যা নিয়ে সওয়াল করছে, ভারতেও তার বাস্তবায়ন করা উচিত মোদি সরকারের ৷"

  • PM Modi’s speech at the G7 Outreach meeting is inspiring as well as ironic

    The Modi government should practise in India what it preaches to the world

    It is sad that PM Modi was the only Guest not physically present at the Outreach meeting. Ask yourself why?

    — P. Chidambaram (@PChidambaram_IN) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জি 7 বৈঠকে মোদির অনুপস্থিতি নিয়েও সরব হয়ে চিদম্বরম লিখেছেন, "প্রধানমন্ত্রী মোদিই একমাত্র অতিথি যিনি আউটরিচ বৈঠকে সশরীরে হাজির হননি ৷ নিজেকেই জিজ্ঞেস করুন কেন ? কারণ কোভিড 19-এর সঙ্গে লড়াইয়ে ভারতই একটি বাহক ৷ আমরাই সবচেয়ে বেশি সংক্রামক এবং সবচেয়ে কম টিকাকরণ হওয়া দেশ ৷"

আরও পড়ুন:লোকসভায় চিরাগের সঙ্গ ছাড়তে চেয়ে অধ্যক্ষকে চিঠি পাঁচ এলজেপি সাংসদের

ব্রিটেনের কর্নওয়ালে ধনী 7টি দেশের জি 7 শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকতে না পেরে ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী ৷

নয়াদিল্লি, 14 জুন : কেন্দ্রীয় সরকার বিশ্বের দরবারে যে বিষয়ে সওয়াল করছে, তা দেশেও কার্যকরী করা উচিত ৷ জি 7-এ (G7) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) যে বক্তব্য রেখেছেন, তাকে কটাক্ষ করে এ কথা বললেন শীর্ষ কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram) ৷

প্রধানমন্ত্রী মোদি জি 7 শীর্ষ সম্মেলনে বলেছিলেন যে, ভারত স্বাভাবিকভাবেই জি 7 ও তার অংশীদারদের শরিক ৷ গণতন্ত্র, ভাবনার স্বাধীনতা রক্ষা করা ও সন্ত্রাসবাদ, হিংসা এবং আর্থিক জবরদস্তি থেকে সুরক্ষিত রাখাই ভারতের কাজ ৷ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে টুইট করেছেন পি চিদম্বরম ৷ তিনি টুইটে লেখেন, "জি 7 আউটরিচ বৈঠকে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য অনুপ্রেরণা দেয়, আবার এই মন্তব্য হাস্যকরও ৷ বিশ্বের দরবারে যা নিয়ে সওয়াল করছে, ভারতেও তার বাস্তবায়ন করা উচিত মোদি সরকারের ৷"

  • PM Modi’s speech at the G7 Outreach meeting is inspiring as well as ironic

    The Modi government should practise in India what it preaches to the world

    It is sad that PM Modi was the only Guest not physically present at the Outreach meeting. Ask yourself why?

    — P. Chidambaram (@PChidambaram_IN) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জি 7 বৈঠকে মোদির অনুপস্থিতি নিয়েও সরব হয়ে চিদম্বরম লিখেছেন, "প্রধানমন্ত্রী মোদিই একমাত্র অতিথি যিনি আউটরিচ বৈঠকে সশরীরে হাজির হননি ৷ নিজেকেই জিজ্ঞেস করুন কেন ? কারণ কোভিড 19-এর সঙ্গে লড়াইয়ে ভারতই একটি বাহক ৷ আমরাই সবচেয়ে বেশি সংক্রামক এবং সবচেয়ে কম টিকাকরণ হওয়া দেশ ৷"

আরও পড়ুন:লোকসভায় চিরাগের সঙ্গ ছাড়তে চেয়ে অধ্যক্ষকে চিঠি পাঁচ এলজেপি সাংসদের

ব্রিটেনের কর্নওয়ালে ধনী 7টি দেশের জি 7 শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকতে না পেরে ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.