ETV Bharat / bharat

CoWIN Data Breach: কোউইন থেকে তথ্য ফাঁসের দাবি ওড়াল কেন্দ্র, পর্যালোচনায় সিইআরটি-ইন - কোউইনে তথ্য ফাঁস

কোউইন অ্যাপে নাগরিকদের তথ্য ফাঁসের যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্র জানিয়েছে, এই পোর্টাল সম্পূর্ণ নিরাপদ ৷

CoWIN Data Breach
CoWIN Data Breach
author img

By

Published : Jun 12, 2023, 7:24 PM IST

নয়াদিল্লি, 12 জুন: কোউইন প্ল্যাটফর্মে নিবন্ধিত সুবিধাভোগীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের দাবি করে যে খবর ছড়িয়েছে, তা কোন ভিত্তি ছাড়াই দুষ্ট উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করল কেন্দ্রীয় সরকার ৷ বিষয়টি দেশের নোডাল সাইবার নিরাপত্তা সংস্থা সিইআরটি-ইন পর্যালোচনা করে দেখেছে বলেও জানিয়েছে কেন্দ্র ৷

কোউইন পোর্টালটি ডেটা গোপনীয়তার জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা-সহ সম্পূর্ণ নিরাপদ বলে বিবৃতি দিয়ে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ তাতে বলা হয়েছে, বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য একটি অভ্যন্তরীণ অনুশীলন শুরু করা হয়েছে । কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) অবিলম্বে প্রতিক্রিয়া জানিয়েছে এবং দেখা গিয়েছে যে, কোউইন অ্যাপের ডেটাবেস লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি ৷

স্বাস্থ্যমন্ত্রক বলেছে যে, কোউইন পোর্টাল থেকে ডেটা লঙ্ঘনের অভিযোগের রিপোর্ট ছড়িয়েছে ৷ এই পোর্টাল কোভিড-19-এর টিকা দেওয়া নাগরিকদের সমস্ত ডেটার সংগ্রহস্থল । মন্ত্রক বলেছে, "এটি স্পষ্ট করা হয়েছে যে, এই ধরনের সমস্ত রিপোর্ট কোনও ভিত্তি ছাড়াই ছড়িয়েছে এবং এগুলি দুষ্ট প্রকৃতির । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কোউইন পোর্টালে ডেটা গোপনীয়তার জন্য পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা রয়েছে ৷ এটি সম্পূর্ণ নিরাপদ ৷"

আরও পড়ুন: হাম-রুবেলার টিকাকরণে রাজ্যে শেষ স্থানে কলকাতার 15 নম্বর বরো !

ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, নিয়মিত দুর্বলতা মূল্যায়ন এবং আইডেন্টিটি ও অ্যাক্সেস ম্যানেজমেন্ট-সহ কোউইন পোর্টালে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ বলা হয়েছে, কেবলমাত্র ওটিপি প্রমাণীকরণ-ভিত্তিক ডেটার অ্যাক্সেস প্রদান করা হয় । কোউইন পোর্টালে ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত পদক্ষেপ করা হয়েছে এবং সেই মতো কাজ করা হয়েছে বলে দাবি করেছে মন্ত্রক ৷

কোউইন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দ্বারা গঠিত ও পরিচালিত এবং মন্ত্রকেরই মালিকানাধীন ৷ কোউইনের উন্নয়ন পরিচালনার জন্য এবং নীতি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এমপাওয়ার্ড গ্রুপ অফ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন (EGVAC) গঠিত হয়েছিল ।

নয়াদিল্লি, 12 জুন: কোউইন প্ল্যাটফর্মে নিবন্ধিত সুবিধাভোগীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের দাবি করে যে খবর ছড়িয়েছে, তা কোন ভিত্তি ছাড়াই দুষ্ট উদ্দেশ্যে করা হয়েছে বলে দাবি করল কেন্দ্রীয় সরকার ৷ বিষয়টি দেশের নোডাল সাইবার নিরাপত্তা সংস্থা সিইআরটি-ইন পর্যালোচনা করে দেখেছে বলেও জানিয়েছে কেন্দ্র ৷

কোউইন পোর্টালটি ডেটা গোপনীয়তার জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা-সহ সম্পূর্ণ নিরাপদ বলে বিবৃতি দিয়ে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ তাতে বলা হয়েছে, বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য একটি অভ্যন্তরীণ অনুশীলন শুরু করা হয়েছে । কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) অবিলম্বে প্রতিক্রিয়া জানিয়েছে এবং দেখা গিয়েছে যে, কোউইন অ্যাপের ডেটাবেস লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি ৷

স্বাস্থ্যমন্ত্রক বলেছে যে, কোউইন পোর্টাল থেকে ডেটা লঙ্ঘনের অভিযোগের রিপোর্ট ছড়িয়েছে ৷ এই পোর্টাল কোভিড-19-এর টিকা দেওয়া নাগরিকদের সমস্ত ডেটার সংগ্রহস্থল । মন্ত্রক বলেছে, "এটি স্পষ্ট করা হয়েছে যে, এই ধরনের সমস্ত রিপোর্ট কোনও ভিত্তি ছাড়াই ছড়িয়েছে এবং এগুলি দুষ্ট প্রকৃতির । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কোউইন পোর্টালে ডেটা গোপনীয়তার জন্য পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা রয়েছে ৷ এটি সম্পূর্ণ নিরাপদ ৷"

আরও পড়ুন: হাম-রুবেলার টিকাকরণে রাজ্যে শেষ স্থানে কলকাতার 15 নম্বর বরো !

ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, নিয়মিত দুর্বলতা মূল্যায়ন এবং আইডেন্টিটি ও অ্যাক্সেস ম্যানেজমেন্ট-সহ কোউইন পোর্টালে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ বলা হয়েছে, কেবলমাত্র ওটিপি প্রমাণীকরণ-ভিত্তিক ডেটার অ্যাক্সেস প্রদান করা হয় । কোউইন পোর্টালে ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত পদক্ষেপ করা হয়েছে এবং সেই মতো কাজ করা হয়েছে বলে দাবি করেছে মন্ত্রক ৷

কোউইন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দ্বারা গঠিত ও পরিচালিত এবং মন্ত্রকেরই মালিকানাধীন ৷ কোউইনের উন্নয়ন পরিচালনার জন্য এবং নীতি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এমপাওয়ার্ড গ্রুপ অফ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন (EGVAC) গঠিত হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.