ETV Bharat / bharat

Sugar Exports Restriction : 1 জুন থেকে চিনি রফতানিতে নয়া নির্দেশিকা কেন্দ্রের - চিনি রফতানি

দেশের বাজারে যেন চিনির কোনও অভাব না হয় এবং দামও জনসাধারণের আওতার মধ্যে থাকে ৷ এই ভেবে বাইরে চিনি পাঠানোয় নতুন নির্দেশ জারি করল কেন্দ্রীয় সরকার ৷ যা 1 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত জারি থাকবে (Sugar Exports Restriction) ৷

India Sugar Export News
নিয়ন্ত্রিত চিনি রফতানি
author img

By

Published : May 25, 2022, 9:18 AM IST

নয়াদিল্লি, 25 মে : গমের পর চিনি রফতানিতে রাশ টানল কেন্দ্র ৷ 1 জুন থেকে এই নির্দেশ কার্যকরী হবে ৷ ঘরের বাজারে যাতে চিনি পাওয়া যায় এবং মূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তাই এই পদক্ষেপ (Govt imposes restrictions on sugar exports from June 1 says DGFT) ৷

ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) (Directorate General of Foreign Trade, DGFT) একটি নোটিসে জানিয়েছে, "চিনির রফতানি (অপরিশোধিত, পরিশোধিত এবং সাদা চিনি) 1 জুন, 2022 থেকে নিয়ন্ত্রিত বিভাগের আওতায় থাকবে ৷"

একটি বিবৃতিতে সরকার জানিয়েছে, "চিনির মরশুম 2021-22 (অক্টোবর-সেপ্টেম্বর) ৷ এর মধ্যে সরকার 100 এলএমটি (লক্ষ মেট্রিক টন) পরিমাণ পর্যন্ত চিনি রফতানিতে অনুমতি দেবে ৷ ডিজিএফটি-র এই নির্দেশিকা 1 জুন 2022 থেকে 31 অক্টোবর 2022 পর্যন্ত কার্যকরী থাকবে ৷ অথবা পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত ৷ খাদ্য দফতরের অধীনে ডিরেক্টরেট অফ সুগার-এর বিশেষ অনুমতি নিয়ে চিনি বাইরের দেশে রফতানি করা যাবে ৷" 2019-20-র চিনির মরশুমে ভারত 59.60 এলএমটি চিনি রফতানি করেছে, যা রেকর্ড গড়েছে ৷ তারপরে এবছর এই সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷

আরও পড়ুন : US over India Wheat Exports Ban: গম রফতানিতে নিষেধাজ্ঞা, ভারতকে আরেকবার ভেবে দেখতে অনুরোধ আমেরিকার

যদিও সিএক্সএল এবং টিআরকিউ-এর আওতায় আমেরিকা ও আরব আমির শাহীতে চিন রফতানিতে এই নির্দেশিকা প্রযোজ্য হবে না ৷ এই দেশগুলিতে একটি নির্দিষ্ট পরিমাণ চিনি পাঠানো হয় ৷

নয়াদিল্লি, 25 মে : গমের পর চিনি রফতানিতে রাশ টানল কেন্দ্র ৷ 1 জুন থেকে এই নির্দেশ কার্যকরী হবে ৷ ঘরের বাজারে যাতে চিনি পাওয়া যায় এবং মূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তাই এই পদক্ষেপ (Govt imposes restrictions on sugar exports from June 1 says DGFT) ৷

ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) (Directorate General of Foreign Trade, DGFT) একটি নোটিসে জানিয়েছে, "চিনির রফতানি (অপরিশোধিত, পরিশোধিত এবং সাদা চিনি) 1 জুন, 2022 থেকে নিয়ন্ত্রিত বিভাগের আওতায় থাকবে ৷"

একটি বিবৃতিতে সরকার জানিয়েছে, "চিনির মরশুম 2021-22 (অক্টোবর-সেপ্টেম্বর) ৷ এর মধ্যে সরকার 100 এলএমটি (লক্ষ মেট্রিক টন) পরিমাণ পর্যন্ত চিনি রফতানিতে অনুমতি দেবে ৷ ডিজিএফটি-র এই নির্দেশিকা 1 জুন 2022 থেকে 31 অক্টোবর 2022 পর্যন্ত কার্যকরী থাকবে ৷ অথবা পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত ৷ খাদ্য দফতরের অধীনে ডিরেক্টরেট অফ সুগার-এর বিশেষ অনুমতি নিয়ে চিনি বাইরের দেশে রফতানি করা যাবে ৷" 2019-20-র চিনির মরশুমে ভারত 59.60 এলএমটি চিনি রফতানি করেছে, যা রেকর্ড গড়েছে ৷ তারপরে এবছর এই সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷

আরও পড়ুন : US over India Wheat Exports Ban: গম রফতানিতে নিষেধাজ্ঞা, ভারতকে আরেকবার ভেবে দেখতে অনুরোধ আমেরিকার

যদিও সিএক্সএল এবং টিআরকিউ-এর আওতায় আমেরিকা ও আরব আমির শাহীতে চিন রফতানিতে এই নির্দেশিকা প্রযোজ্য হবে না ৷ এই দেশগুলিতে একটি নির্দিষ্ট পরিমাণ চিনি পাঠানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.