নয়াদিল্লি, 4 অক্টোবর: উৎসবের মরশুমে আমজনতার জন্য সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার ৷ উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য আরও 100 টাকা বেশি ভরতুকি দেবে কেন্দ্রীয় সরকার ৷ সুতরাং উজ্জ্বলা যোজনার লাভার্থীদের এবার থেকে 600 টাকায় রান্নার গ্যাস মিলবে ৷ এর আগে উজ্জ্বলা গ্যাসে 200 টাকা ভর্তুকি ঘোষণা করেছিল কেন্দ্র ৷ সবমিলিয়ে এবার আরও 300 টাকা ভরতুকি দেবে কেন্দ্র ৷
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের জন্য ভরতুকির পরিমাণ প্রতি এলপিজি সিলিন্ডারে 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করার অনুমোদন দিয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য ভর্তুকির পরিমাণ 100 টাকা বৃদ্ধি করা হয়েছে। অনুরাগ ঠাকুর বলেন, "গত নয় বছরে, অনেক উন্নয়ন কাজ হয়েছে নারী ও দরিদ্রদের কল্যাণে। গত মাসে, রাখী বন্ধনের প্রাক্কালে যখন রান্নার গ্যাসের দাম 200 টাকা কমানো হয়েছিল, তখন তা 900 টাকায় পৌঁছেছিল। তবে, উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য, এটি ছিল 700 টাকা।"
মন্ত্রী বলেল, "উজ্জ্বলা সুবিধাভোগীরা এখন সিলিন্ডার প্রতি 100 টাকা অতিরিক্ত ভরতুকি পাবেন।" কেন্দ্রীয় মন্ত্রিসভা অগস্টে সমস্ত গ্রাহকদের জন্য এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 200 টাকা কমিয়েছিল। যেমন, দিল্লিতে এই সিদ্ধান্ত 14.2 কেজি সিলিন্ডারের দাম বর্তমান সিলিন্ডার প্রতি এক হাজার 103 টাকা থেকে কমিয়ে 903 টাকা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত মাসে 2023-2024 থেকে 2025-2026 আর্থিক বছর পর্যন্ত তিন বছরের মধ্যে 75 লক্ষ এলপিজি সংযোগ প্রকাশের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা-এর বর্ধিতকরণের অনুমোদন দিয়েছে।
-
VIDEO | "On the occasion of Raksha Bandhan, reduction of Rs 200 (on LPG prices) was announced, which led to LPG rates coming down to Rs 900 from Rs 1100. Today, a new announcement is being made in which the beneficiaries of Ujjwala Yojana will now get Rs 300 subsidy instead of Rs… pic.twitter.com/Izffkuoq9a
— Press Trust of India (@PTI_News) October 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">VIDEO | "On the occasion of Raksha Bandhan, reduction of Rs 200 (on LPG prices) was announced, which led to LPG rates coming down to Rs 900 from Rs 1100. Today, a new announcement is being made in which the beneficiaries of Ujjwala Yojana will now get Rs 300 subsidy instead of Rs… pic.twitter.com/Izffkuoq9a
— Press Trust of India (@PTI_News) October 4, 2023VIDEO | "On the occasion of Raksha Bandhan, reduction of Rs 200 (on LPG prices) was announced, which led to LPG rates coming down to Rs 900 from Rs 1100. Today, a new announcement is being made in which the beneficiaries of Ujjwala Yojana will now get Rs 300 subsidy instead of Rs… pic.twitter.com/Izffkuoq9a
— Press Trust of India (@PTI_News) October 4, 2023
আরও পড়ুন: এশিয়াডের ভারতের রেকর্ড পদক জয়, 'তুলনাহীন অধ্যাবসায়ে'র ফল; অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর
75 লক্ষ অতিরিক্ত উজ্জ্বলা সংযোগ হয়েছে বলেও এদিন জানান অনুরাগ ঠাকুর ৷ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীর সংখ্যা এই মুহূর্তে দেশে 10.35 কোটি। উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য অতিরিক্ত ভরতুকি দেওয়ার সিদ্ধান্ত এমন সময়ে কেন্দ্র জানিয়েছে যখন পাঁচ রাজ্যের বিধানসভা ভোট এবং কয়েক মাস বাদেই দেশে লোকসভা নির্বাচন হবে ৷ রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, ছত্তিশগড় এবং তেলেঙ্গানায় নির্বাচন এই বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হবে।