ETV Bharat / bharat

Govt Hikes Interest Rates: নতুন বছরে উপহার, স্বল্প সঞ্চয়ে বাড়ল সুদের হার

পোস্ট অফিস বিভিন্ন স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়ল কেন্দ্র (Govt hikes interest rates of post office savings schemes) ৷ এই নয়া নিয়ম কার্যকর হবে 1 জানুয়ারি থেকে ৷ সিনিয়র সিটিজেন স্কিমে সুদের হার আগে ছিল 7.5 শতাংশ ৷ যা বেড়ে হচ্ছে 8 শতাংশ ৷

author img

By

Published : Dec 30, 2022, 9:40 PM IST

Updated : Dec 30, 2022, 10:38 PM IST

ETV Bharat
পোস্ট অফিস সেভিংসে বাড়ল সুদের হার

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: নতুন বছরের জন্য সুখবর ! পোস্ট অফিসে বিভিন্ন স্কিমে সুদের হার বাড়ল কেন্দ্র (Govt hikes interest rates of post office savings schemes) ৷ একইসঙ্গে কিষান বিকাশপত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), সিনিয়র সিটিজেন স্কিমেও বিভিন্ন মেয়াদি আমানতে সুদের হার বাড়ানো হয়েছে (post office savings schemes) ৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সুদের হার সর্বোচ্চ 1.1 শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছ (Govt Hikes Interest Rates) ৷

নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন সুদের হার ৷ কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, 1 থেকে 3 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদি আমানতে সুদের হার বেড়েছে 1.1 শতাংশ করে৷ 1 বছরের মেয়াদি আমানতে সুদের হার বর্তমানে 5.5 শতাংশ ৷ তা বেড়ে হবে 6.6 শতাংশ ৷ একই ভাবে 2 বছরের মেয়াদি আমানতের ক্ষেত্রে এই সুদের হার 5.7 শতাংশ থেকে বেড়ে হবে 6.8 শতাংশ ৷ 3 বছরের ক্ষেত্রে এই সুদের হার 5.8 শতাংশ থেকে বেড়ে হবে 6.9 শতাংশ ৷ তবে পোস্ট অফিসে 5 বছরের মেয়াদি আমাতের ক্ষেত্রে এই সুদের হার মাত্র 0.3 শতাংশ বেড়ে 6.7 থেকে 7 শতাংশ হচ্ছে (Govt hikes interest rates of post office savings schemes)৷

ETV Bharat
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন প্রকল্পে সুদের হার

এছাড়াও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) স্কিমে সুদের হার আগামী বছর 6.8শতাংশ থেকে বেড়ে হচ্ছে 7 শতাংশ ৷ মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে এই সুদের হার 6.7 শতাংশ বেড়ে হচ্ছে 7.1 শতাংশ ৷ সিনিয়র সিটিজেন স্কিমে সুদের হার 7.5 শতাংশ থেকে বেড়ে হচ্ছে 8 শতাংশ ৷ কিষান বিকাশপত্রের ক্ষেত্রে সুদের হার 7 শতাংশ থেকে বেড়ে হচ্ছে 7.2 শতাংশ ৷ তবে এক্ষেত্রে মেয়াদের সময় 123 মাস থেকে কমিয়ে 120 মাস করা হয়েছে ৷

আরও পড়ুন: একাধিক বিনিয়োগের মাধ্যমে শিশু কন্যার ভবিষ্যত সুরক্ষিত করুন

5 বছরের রেকারিং ডিপোসিট, সুকন্যা সমৃদ্ধি স্কিম ও পিপিএফ-এ সুদের হার অপরিবর্তিত থাকছে ৷ পোস্ট অফিসে 5 বছরের রেকারিং ডিপোসিটে 5.8 শতাংশ সুদ পাওয়া যায় ৷ সুকন্যা সমৃদ্ধি স্কিম ও পিপিএফ-এ সুদের হার যথাক্রমে 7.6 ও 7.1 শতাংশ ৷

নয়াদিল্লি, 30 ডিসেম্বর: নতুন বছরের জন্য সুখবর ! পোস্ট অফিসে বিভিন্ন স্কিমে সুদের হার বাড়ল কেন্দ্র (Govt hikes interest rates of post office savings schemes) ৷ একইসঙ্গে কিষান বিকাশপত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC), সিনিয়র সিটিজেন স্কিমেও বিভিন্ন মেয়াদি আমানতে সুদের হার বাড়ানো হয়েছে (post office savings schemes) ৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সুদের হার সর্বোচ্চ 1.1 শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছ (Govt Hikes Interest Rates) ৷

নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন সুদের হার ৷ কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী, 1 থেকে 3 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদি আমানতে সুদের হার বেড়েছে 1.1 শতাংশ করে৷ 1 বছরের মেয়াদি আমানতে সুদের হার বর্তমানে 5.5 শতাংশ ৷ তা বেড়ে হবে 6.6 শতাংশ ৷ একই ভাবে 2 বছরের মেয়াদি আমানতের ক্ষেত্রে এই সুদের হার 5.7 শতাংশ থেকে বেড়ে হবে 6.8 শতাংশ ৷ 3 বছরের ক্ষেত্রে এই সুদের হার 5.8 শতাংশ থেকে বেড়ে হবে 6.9 শতাংশ ৷ তবে পোস্ট অফিসে 5 বছরের মেয়াদি আমাতের ক্ষেত্রে এই সুদের হার মাত্র 0.3 শতাংশ বেড়ে 6.7 থেকে 7 শতাংশ হচ্ছে (Govt hikes interest rates of post office savings schemes)৷

ETV Bharat
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন প্রকল্পে সুদের হার

এছাড়াও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) স্কিমে সুদের হার আগামী বছর 6.8শতাংশ থেকে বেড়ে হচ্ছে 7 শতাংশ ৷ মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে এই সুদের হার 6.7 শতাংশ বেড়ে হচ্ছে 7.1 শতাংশ ৷ সিনিয়র সিটিজেন স্কিমে সুদের হার 7.5 শতাংশ থেকে বেড়ে হচ্ছে 8 শতাংশ ৷ কিষান বিকাশপত্রের ক্ষেত্রে সুদের হার 7 শতাংশ থেকে বেড়ে হচ্ছে 7.2 শতাংশ ৷ তবে এক্ষেত্রে মেয়াদের সময় 123 মাস থেকে কমিয়ে 120 মাস করা হয়েছে ৷

আরও পড়ুন: একাধিক বিনিয়োগের মাধ্যমে শিশু কন্যার ভবিষ্যত সুরক্ষিত করুন

5 বছরের রেকারিং ডিপোসিট, সুকন্যা সমৃদ্ধি স্কিম ও পিপিএফ-এ সুদের হার অপরিবর্তিত থাকছে ৷ পোস্ট অফিসে 5 বছরের রেকারিং ডিপোসিটে 5.8 শতাংশ সুদ পাওয়া যায় ৷ সুকন্যা সমৃদ্ধি স্কিম ও পিপিএফ-এ সুদের হার যথাক্রমে 7.6 ও 7.1 শতাংশ ৷

Last Updated : Dec 30, 2022, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.