ETV Bharat / bharat

করোনায় প্রভাবিত ক্ষেত্রগুলির জন্য 1.1 লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের - করোনা অতিমারী

করোনার জেরে দেশের যে ক্ষেত্রগুলির উপর প্রভাব পড়েছে, সেগুলির জন্য অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার ৷

govt-announces-rs-1-dot-1-lakh-crore-scheme-for-covid-affected-sectors
করোনায় প্রভাবিত ক্ষেত্রগুলির জন্য 1.1 লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা কেন্দ্রের
author img

By

Published : Jun 28, 2021, 3:51 PM IST

Updated : Jun 28, 2021, 5:17 PM IST

নয়াদিল্লি, 28 জুন : করোনায় ধাক্কা খেয়েছে যে ক্ষেত্রগুলি, তাদের জন্য বড় ঘোষণা করল মোদি সরকার ৷ সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই ঘোষণা করেন ৷ তিনি জানিয়েছেন যে করোনার জেরে যে যে ক্ষেত্রগুলিতে প্রভাব পড়েছে, সেগুলির জন্য 1.1 লক্ষ কোটি টাকার ত্রাণ যোজনা আনা হল ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই অর্থকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে ৷ একটি ভাগ যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে আর দ্বিতীয় ভাগ যাচ্ছে অন্য ক্ষেত্রগুলিতে ৷ স্বাস্থ্য়ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে 50 হাজার কোটি টাকা ৷ আর বাকি 60 হাজার কোটি টাকা খরচ হবে অন্য ক্ষেত্রগুলির জন্য ৷ এর মধ্য়ে রয়েছে পর্যটন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি বা এমএসএমই শিল্প ক্ষেত্রগুলি রয়েছে ৷

আরও পড়ুন : উন্নয়নের স্বার্থেই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল, মন্তব্য রাজনাথ সিংয়ের

এমারজেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ইসিএলজিএস) এর অধীনে দেড় লক্ষ কোটি টাকা ঘোষণা করা হয়েছে ৷ এর আগে এই যোজনায় 3 লক্ষ কোটি ও 2.69 লক্ষ কোটি খরচ করা হয়েছে ৷ এটা করা হয়েছে এমএসএমই ক্ষেত্রগুলির কথা মাথায় রেখে ৷ এই প্রকল্পে 12টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, 25টি বেসরকারি ব্যাঙ্ক এবং 31টি নন-ব্যাঙ্কিং সংস্থা সামিল হয়েছে ৷

পর্যটন ক্ষেত্রের জন্য নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে ৷ 100 শতাংশ নিশ্চিয়তার সঙ্গে 11 হাজার পর্যটক গাইডকে আর্থিক সাহায্য করা হবে ৷ সংস্থাগুলিকে 10 লক্ষ টাকা দেওয়া হবে ৷ আর পর্যটক গাইডরা ব্যক্তিগতভাবে 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন ৷ এই প্রকল্প ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেডের মাধ্যমে পর্যটনমন্ত্রক নিয়ন্ত্রণ করবে ৷ এছাড়া 5 লক্ষ পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেওয়া হবে ৷ 2022 সালের মার্চ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে ৷ পর্যটন শিল্পকে উৎসাহ দিতেই এই ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন : Covishield : ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃতি আদায়ে উদ্যোগী আদর পুনাওয়ালা

একই সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে ৷ তার মধ্যে অন্যতম হল আত্মনির্ভর ভারত যোজনা ৷ গত বছর ঘোষণা করা হয়েছে এই যোজনার ৷ এই প্রকল্প আরও বর্ধিত করা হল বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ এছাড়া কৃষি-সহ একাধিক ঘোষণা করা হয়েছে ৷

উল্লেখ্য, করোনা অতিমারির জেরে গত বছর মার্চ থেকে দফায় দফায় একাধিক আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল মোদি সরকার ৷ যা নিয়ে বিতর্ক হয়েছিল ব্যাপক ৷ বিজেপি বারবার দাবি করেছে যে এই প্যাকেজের জন্য অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়া দেশবাসী ও বিভিন্ন সংস্থার লাভ হয়েছে ৷ অন্যদিকে বিরোধীদের অভিযোগ, কেন্দ্র কোনও সাহায্য করেনি ৷ উল্টে আরও বেশি করে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে ৷

আরও পড়ুন : উন্নয়নের স্বার্থেই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল, মন্তব্য রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, 28 জুন : করোনায় ধাক্কা খেয়েছে যে ক্ষেত্রগুলি, তাদের জন্য বড় ঘোষণা করল মোদি সরকার ৷ সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই ঘোষণা করেন ৷ তিনি জানিয়েছেন যে করোনার জেরে যে যে ক্ষেত্রগুলিতে প্রভাব পড়েছে, সেগুলির জন্য 1.1 লক্ষ কোটি টাকার ত্রাণ যোজনা আনা হল ৷

একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই অর্থকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে ৷ একটি ভাগ যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে আর দ্বিতীয় ভাগ যাচ্ছে অন্য ক্ষেত্রগুলিতে ৷ স্বাস্থ্য়ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে 50 হাজার কোটি টাকা ৷ আর বাকি 60 হাজার কোটি টাকা খরচ হবে অন্য ক্ষেত্রগুলির জন্য ৷ এর মধ্য়ে রয়েছে পর্যটন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি বা এমএসএমই শিল্প ক্ষেত্রগুলি রয়েছে ৷

আরও পড়ুন : উন্নয়নের স্বার্থেই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল, মন্তব্য রাজনাথ সিংয়ের

এমারজেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিম (ইসিএলজিএস) এর অধীনে দেড় লক্ষ কোটি টাকা ঘোষণা করা হয়েছে ৷ এর আগে এই যোজনায় 3 লক্ষ কোটি ও 2.69 লক্ষ কোটি খরচ করা হয়েছে ৷ এটা করা হয়েছে এমএসএমই ক্ষেত্রগুলির কথা মাথায় রেখে ৷ এই প্রকল্পে 12টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, 25টি বেসরকারি ব্যাঙ্ক এবং 31টি নন-ব্যাঙ্কিং সংস্থা সামিল হয়েছে ৷

পর্যটন ক্ষেত্রের জন্য নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে ৷ 100 শতাংশ নিশ্চিয়তার সঙ্গে 11 হাজার পর্যটক গাইডকে আর্থিক সাহায্য করা হবে ৷ সংস্থাগুলিকে 10 লক্ষ টাকা দেওয়া হবে ৷ আর পর্যটক গাইডরা ব্যক্তিগতভাবে 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন ৷ এই প্রকল্প ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেডের মাধ্যমে পর্যটনমন্ত্রক নিয়ন্ত্রণ করবে ৷ এছাড়া 5 লক্ষ পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেওয়া হবে ৷ 2022 সালের মার্চ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে ৷ পর্যটন শিল্পকে উৎসাহ দিতেই এই ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন : Covishield : ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃতি আদায়ে উদ্যোগী আদর পুনাওয়ালা

একই সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে ৷ তার মধ্যে অন্যতম হল আত্মনির্ভর ভারত যোজনা ৷ গত বছর ঘোষণা করা হয়েছে এই যোজনার ৷ এই প্রকল্প আরও বর্ধিত করা হল বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ এছাড়া কৃষি-সহ একাধিক ঘোষণা করা হয়েছে ৷

উল্লেখ্য, করোনা অতিমারির জেরে গত বছর মার্চ থেকে দফায় দফায় একাধিক আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিল মোদি সরকার ৷ যা নিয়ে বিতর্ক হয়েছিল ব্যাপক ৷ বিজেপি বারবার দাবি করেছে যে এই প্যাকেজের জন্য অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়া দেশবাসী ও বিভিন্ন সংস্থার লাভ হয়েছে ৷ অন্যদিকে বিরোধীদের অভিযোগ, কেন্দ্র কোনও সাহায্য করেনি ৷ উল্টে আরও বেশি করে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে ৷

আরও পড়ুন : উন্নয়নের স্বার্থেই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল, মন্তব্য রাজনাথ সিংয়ের

Last Updated : Jun 28, 2021, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.