ETV Bharat / bharat

Reservation for OBC and EWS : মেডিক্য়াল ও ডেন্টালে 27 শতাংশ সংরক্ষণ ওবিসিদের - ওবিসিদের জন্য সংরক্ষণ

চলতি শিক্ষাবর্ষ (2021-22) থেকেই মেডিক্যাল এবং ডেন্টালের পড়ুয়াদের জন্য নতুন সংরক্ষণ নীতি চালু করল কেন্দ্র ৷ এবার থেকে মেডিক্য়াল ও ডেন্টালের স্নাতক ও স্নাতকোত্তর বিভাগে পড়াশোনার ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য 27 শতাংশ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য 10 শতাংশ আসন সংরক্ষিত থাকবে ৷

Govt announces 27 pc reservation for OBCs, 10-pc quota for EWS in medical, dental courses
Reservation for OBC and EWS : মেডিক্য়াল ও ডেন্টালে 27 শতাংশ সংরক্ষণ ওবিসি-দের, আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য থাকছে 10 শতাংশ আসন
author img

By

Published : Jul 29, 2021, 6:47 PM IST

নয়াদিল্লি, 29 জুলাই : চলতি শিক্ষাবর্ষ (2021-22) থেকেই মেডিক্যাল এবং ডেন্টালের পড়ুয়াদের জন্য নতুন সংরক্ষণ নীতি চালু করল কেন্দ্রীয় সরকার ৷ বৃহস্পতিবারই এই বিষয়ে একটি ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে ৷ তাতে বলা হয়েছে, এবার থেকে মেডিক্য়াল ও ডেন্টালের স্নাতক ও স্নাতকোত্তর বিভাগে পড়াশোনার ক্ষেত্রে 27 শতাংশ সংরক্ষণ পাবেন অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) পড়ুয়ারা ৷ আর আর্থিকভাবে পিছিয়ে পড়া (Economically Weaker Section) পড়ুয়াদের জন্য সংরক্ষিত থাকবে মোট আসনের 10 শতাংশ ৷

আরও পড়ুন : অলিম্পিকসে অংশগ্রহণকারী অ্যাথলিটদের শুভেচ্ছা, কার্গিল যুদ্ধে শহিদদের স্মরণ প্রধানমন্ত্রীর

তাঁর সরকারের এই পদক্ষেপকে ‘যুগান্তকারী সিদ্ধান্ত’ (landmark decision) বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ কেন্দ্রের ঘোষণার পর এই বিষয়ে একটি টুইটও করেন তিনি ৷ মোদির দাবি, ‘‘এই পদক্ষেপের ফলে প্রতি বছর আমাদের হাজার হাজার তরুণ উপকৃত হবেন ৷ তাঁরা আরও ভালোভাবে নিজেদের তৈরি করার সুযোগ পাবেন ৷ এই ঘটনা আমাদের দেশে সামাজিক ন্যায়ের এক নয়া দৃষ্টান্ত স্থাপন করবে ৷’’

  • Our Government has taken a landmark decision for providing 27% reservation for OBCs and 10% reservation for Economically Weaker Section in the All India Quota Scheme for undergraduate and postgraduate medical/dental courses from the current academic year. https://t.co/gv2EygCZ7N

    — Narendra Modi (@narendramodi) July 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়েছেন কেন্দ্রের নয়া স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও (Union Health Minister Mansukh Mandaviya) ৷ তিনি মোদি সরকারের এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন ৷ টুইটারে এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী লেখেন, ‘‘দেশে মেডিক্য়াল শিক্ষার অঙ্গনে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ সর্বভারতীয় সংরক্ষণ নীতির আওতায় মেডিক্যাল ও ডেন্টালের পঠনপাঠনের জন্য অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য 27 শতাংশ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের (EWS) জন্য 10 শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে ৷’’

আরও পড়ুন : মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, গত সোমবারই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি এই বিষয়টি দ্রুত মিটিয়ে ফেলার নির্দেশ দেন ৷ প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সরকারের কাছে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য মেডিক্যালে সংরক্ষণের দাবি জানানো হচ্ছিল নানা মহলের তরফে ৷ স্বাস্থ্য মন্ত্রকের দাবি, সরকারের এই পদক্ষেপের ফলে প্রতি বছর মেডিক্য়াল এবং ডেন্টালের স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে সাড়ে পাঁচ হাজারেরও বেশি পড়ুয়া উপকৃত হবেন ৷

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের একটি রায়ের উপর ভিত্তি করেই 1986 সালে মেডিক্যালে কোটা বা সংরক্ষণ পদ্ধতি চালু করা হয় ৷ যাতে ভিনরাজ্যে গিয়েও মেধাবী পড়ুয়ারা ডাক্তারি পড়তে পারেন ৷

নয়াদিল্লি, 29 জুলাই : চলতি শিক্ষাবর্ষ (2021-22) থেকেই মেডিক্যাল এবং ডেন্টালের পড়ুয়াদের জন্য নতুন সংরক্ষণ নীতি চালু করল কেন্দ্রীয় সরকার ৷ বৃহস্পতিবারই এই বিষয়ে একটি ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে ৷ তাতে বলা হয়েছে, এবার থেকে মেডিক্য়াল ও ডেন্টালের স্নাতক ও স্নাতকোত্তর বিভাগে পড়াশোনার ক্ষেত্রে 27 শতাংশ সংরক্ষণ পাবেন অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) পড়ুয়ারা ৷ আর আর্থিকভাবে পিছিয়ে পড়া (Economically Weaker Section) পড়ুয়াদের জন্য সংরক্ষিত থাকবে মোট আসনের 10 শতাংশ ৷

আরও পড়ুন : অলিম্পিকসে অংশগ্রহণকারী অ্যাথলিটদের শুভেচ্ছা, কার্গিল যুদ্ধে শহিদদের স্মরণ প্রধানমন্ত্রীর

তাঁর সরকারের এই পদক্ষেপকে ‘যুগান্তকারী সিদ্ধান্ত’ (landmark decision) বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ কেন্দ্রের ঘোষণার পর এই বিষয়ে একটি টুইটও করেন তিনি ৷ মোদির দাবি, ‘‘এই পদক্ষেপের ফলে প্রতি বছর আমাদের হাজার হাজার তরুণ উপকৃত হবেন ৷ তাঁরা আরও ভালোভাবে নিজেদের তৈরি করার সুযোগ পাবেন ৷ এই ঘটনা আমাদের দেশে সামাজিক ন্যায়ের এক নয়া দৃষ্টান্ত স্থাপন করবে ৷’’

  • Our Government has taken a landmark decision for providing 27% reservation for OBCs and 10% reservation for Economically Weaker Section in the All India Quota Scheme for undergraduate and postgraduate medical/dental courses from the current academic year. https://t.co/gv2EygCZ7N

    — Narendra Modi (@narendramodi) July 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়েছেন কেন্দ্রের নয়া স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যও (Union Health Minister Mansukh Mandaviya) ৷ তিনি মোদি সরকারের এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন ৷ টুইটারে এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী লেখেন, ‘‘দেশে মেডিক্য়াল শিক্ষার অঙ্গনে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ সর্বভারতীয় সংরক্ষণ নীতির আওতায় মেডিক্যাল ও ডেন্টালের পঠনপাঠনের জন্য অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য 27 শতাংশ এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের (EWS) জন্য 10 শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে ৷’’

আরও পড়ুন : মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশ করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, গত সোমবারই কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তিনি এই বিষয়টি দ্রুত মিটিয়ে ফেলার নির্দেশ দেন ৷ প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সরকারের কাছে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য মেডিক্যালে সংরক্ষণের দাবি জানানো হচ্ছিল নানা মহলের তরফে ৷ স্বাস্থ্য মন্ত্রকের দাবি, সরকারের এই পদক্ষেপের ফলে প্রতি বছর মেডিক্য়াল এবং ডেন্টালের স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে সাড়ে পাঁচ হাজারেরও বেশি পড়ুয়া উপকৃত হবেন ৷

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের একটি রায়ের উপর ভিত্তি করেই 1986 সালে মেডিক্যালে কোটা বা সংরক্ষণ পদ্ধতি চালু করা হয় ৷ যাতে ভিনরাজ্যে গিয়েও মেধাবী পড়ুয়ারা ডাক্তারি পড়তে পারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.