নয়া দিল্লি, 6 জুলাই: দ্বিতীয় ঢেউ সামলে উঠেছে দেশ ৷ অধিকাংশ রাজ্যেই চোখে পড়ার মতো কম সংক্রমণ ৷ ক্রমশ স্বাভাবিক হচ্ছে জনজীবন ৷ এই অবস্থায় বিমান সংস্থাগুলিকে 65 শতাংশ যাত্রী নিয়ে পরিষেবায় অনুমতি দিল কেন্দ্র ৷
সোমবারের নির্দেশিকায় জানানো হয়েছে, অন্তর্দেশীয় বিমান যাত্রার বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়নের পর 50 শতাংশ থেকে বাড়িয়ে 65 শতাংশ যাত্রী নিয়ে পরিষেবায় অনুমতি দেওয়া হচ্ছে ৷ সরকারি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোমবার 5 জুলাইয়ে জারি হওয়া এই নির্দেশিকা লাগু থাকবে আগামী 31 জুলাই অবধি ৷ পরবর্তী সিদ্ধান্ত সময় মতো জানানো হবে ৷
সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্তর্দেশীয় বিমান পরিষেবার বাড়তি চাহিদার দিকটি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়াও গত সপ্তাহে যাত্রী সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বিমান সংস্থাগুলি ৷ যাত্রী সংখ্যা কমায় তারা যে বিপুল ক্ষতির মুখে পড়ছে, সেই বিষয়ে কেন্দ্রকে জানিয়েছিল তারা ৷ এর পরই যাত্রী সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ৷
আরও পড়ুন: বছর-শেষে ডানা মেলবে জেট এয়ারওয়েজ়ের উড়ান
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 3 জুলাই 1 হাজার 436টি অন্তর্দেশীয় উড়ানে পরিষেবা নিয়েছে 1 লাখ 58 হাজার 623 জন যাত্রী ৷