ETV Bharat / bharat

Jagdeep Dhankhar : ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড় - জগদীপ ধনকড়

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ দিল্লিতে বঙ্গভবনে চিকিৎসাধীন রয়েছেন তিনি ৷

Jagdeep Dhankhar
Jagdeep Dhankhar
author img

By

Published : Oct 24, 2021, 3:17 PM IST

Updated : Oct 24, 2021, 3:38 PM IST

নয়াদিল্লি, 24 অক্টোবর : ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন ৷ সেখানেই বঙ্গভবনে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যপাল ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷

দুর্গাপুজোর সময় রাজ্যপাল ছিলেন উত্তরবঙ্গে ৷ মহালয়ার দিন সপরিবারে শিলিগুড়ি পৌঁছন ৷ সেখানে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে প্যানডেমিক চলাকালীন বাংলায় দুই হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগও আনেন ৷ গত শুক্রবার শিলিগুড়ি থেকে তিনি সোজা যান দিল্লি ৷ সেখানে গিয়েই তিনি ম্যালেরিয়া আক্রান্ত হন ৷

জানা গিয়েছে, শিলিগুড়িতে থাকাকালীন সুস্থই ছিলেন ৷ তবে দিল্লি পৌঁছনোর পর তিনি অসুস্থ বোধ করেন ৷ শুক্রবার তাঁর জ্বর আসে ৷ চিকিৎসক তাঁকে রক্ত পরীক্ষার পরামর্শ দেন ৷ তারপরই তাঁর ম্যালেরিয়া ধরা পড়ে ৷ আপাতত দিল্লিতে বঙ্গভবনে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যপাল ৷

আরও পড়ুন : Jagdeep Dhankar: আমলারা রাজনৈতিক ভৃত্যে পরিণত হয়েছেন, ক্ষোভপ্রকাশ রাজ্যপালের

নয়াদিল্লি, 24 অক্টোবর : ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন ৷ সেখানেই বঙ্গভবনে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যপাল ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷

দুর্গাপুজোর সময় রাজ্যপাল ছিলেন উত্তরবঙ্গে ৷ মহালয়ার দিন সপরিবারে শিলিগুড়ি পৌঁছন ৷ সেখানে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে প্যানডেমিক চলাকালীন বাংলায় দুই হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগও আনেন ৷ গত শুক্রবার শিলিগুড়ি থেকে তিনি সোজা যান দিল্লি ৷ সেখানে গিয়েই তিনি ম্যালেরিয়া আক্রান্ত হন ৷

জানা গিয়েছে, শিলিগুড়িতে থাকাকালীন সুস্থই ছিলেন ৷ তবে দিল্লি পৌঁছনোর পর তিনি অসুস্থ বোধ করেন ৷ শুক্রবার তাঁর জ্বর আসে ৷ চিকিৎসক তাঁকে রক্ত পরীক্ষার পরামর্শ দেন ৷ তারপরই তাঁর ম্যালেরিয়া ধরা পড়ে ৷ আপাতত দিল্লিতে বঙ্গভবনে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যপাল ৷

আরও পড়ুন : Jagdeep Dhankar: আমলারা রাজনৈতিক ভৃত্যে পরিণত হয়েছেন, ক্ষোভপ্রকাশ রাজ্যপালের

Last Updated : Oct 24, 2021, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.