দিল্লি, 9 জানুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পশ্চিমবঙ্গের রাজ্যেপাল জগদীপ ধনকড়। শনিবার বেলায় তিনি হাজির হন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে। সেখানেই আপাতত দুজনের বৈঠক চলছে বলে জানা গিয়েছে।
গতকাল, শুক্রবার খবর পাওয়া যায় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেকে পাঠিয়েছেন বাংলার রাজ্যপালকে। সেইমতো শনিবার সকালেই অমিত শাহের বাসভবনে হাজির হন রাজ্যপাল। যদিও তখন তাঁর সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ হয়নি। পরে বেলার দিকে রাজ্যপাল আবার যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে। তখন থেকেই বৈঠক শুরু হয়েছে।
কিন্তু এই বৈঠকে কী নিয়ে আলোচনা চলছে, তা নিয়ে সরগরম রাজনৈতিক মহল। পর্যবেক্ষকদের ধারণা, পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই দুজনের মধ্যে আলোচনা চলছে। আর কয়েক মাস পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে কেন্দ্রীয়বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। ফলে তার আগে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজ্যপালের কাছ থেকে জানার জন্যই অমিত শাহ ধনকড়কে ডেকে থাকতে পারেন।
আরও পড়ুন: বিশ্বভারতীতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি, অবস্থানে ব্যবসায়ীরাও
তবে যতক্ষণ না আলোচনা শেষ হচ্ছে, ততক্ষণ এই নিয়ে জল্পনা চলতেই থাকবে। অমিত শাহের সঙ্গে বৈঠক করার পর রাজ্যপাল সাংবাদিক বৈঠক করবেন। তিনি সেখানে গোটা বিষয়টি স্পষ্ট করবেন বলেই আশা করা হচ্ছে।