ETV Bharat / bharat

বিদেশের তৈরি সমস্ত ভ্য়কসিনকেই ছাড়পত্র দেবে ভারত সরকার - করোনা ভ্য়াকসিন

বিদেশের তৈরি সমস্ত করোনা টিকাকে ছাড়পত্র দেবে ভারত সরকার ৷ এবছর আরও 5টি করোনা টিকা ছাড়পত্র পাবে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যে রাশিয়ার স্পুটনিক ভি-কে ছাড়পত্র দেওয়া হয়েছে ৷

Vaccines
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 13, 2021, 4:06 PM IST

নয়াদিল্লি, 13 এপ্রিল : বিদেশে তৈরি হওয়া সমস্ত ভ্য়াকসিনকেই ছাড়পত্র দেবে ভারত সরকার ৷ মূলত যে সব ভ্য়াকসিনগুলি অন্য় দেশে তৈরি হয়েছে এবং কোনও না কোনও দেশে সেগুলি ব্য়বহার করা হচ্ছে, সেগুলিকে ছাড়পত্র দেওয়া হবে ৷ যাতে করোনা ভ্য়াকসিনের ঘাটতি না হয় সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আজ সকালেই রাশিয়ার তৈরি করোনা টিকা স্পুটনিক ভি-কে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ৷ চলতি বছরে আরও 5টি টিকাকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ সেগুলির মধ্য়ে রয়েছে জনসন অ্য়ান্ড জনসনের বায়ো ই, জাইডাস ক্য়াডিলা, সিরামের নোভাভক্স এবং ভারত বায়োটেকের একটি টিকা ৷

আরও পড়ুন- এপ্রিলের শেষেই ভারতে মিলবে স্পুটনিক ভি-এর সীমিত ডোজ়

ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে আজ একটি বিবৃতি জারি করে জরুরি ভিত্তিতে রাশিয়ান টিকা স্পুটনিক ভি-কে অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ৷ চলতি মাসের শেষ থেকে ওই টিকা পাওয়া যাবে ৷

গত সপ্তাহ থেকে করোনা টিকার ঘাটতি হচ্ছে বলে অনেক রাজ্য়ই অভিযোগ করেছিল ৷ এরাজ্য়ের একাধিক হাসপাতালেও করোনা টিকা পাওয়া যাচ্ছিল না বলে খবর ৷ বিশেষজ্ঞদের ধারণা, সেই সমস্য়া মেটাতেই বিদেশের সমস্ত করোনা টিকাকে ছাড়পত্র দেওয়া হবে ৷

নয়াদিল্লি, 13 এপ্রিল : বিদেশে তৈরি হওয়া সমস্ত ভ্য়াকসিনকেই ছাড়পত্র দেবে ভারত সরকার ৷ মূলত যে সব ভ্য়াকসিনগুলি অন্য় দেশে তৈরি হয়েছে এবং কোনও না কোনও দেশে সেগুলি ব্য়বহার করা হচ্ছে, সেগুলিকে ছাড়পত্র দেওয়া হবে ৷ যাতে করোনা ভ্য়াকসিনের ঘাটতি না হয় সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আজ সকালেই রাশিয়ার তৈরি করোনা টিকা স্পুটনিক ভি-কে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া ৷ চলতি বছরে আরও 5টি টিকাকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ সেগুলির মধ্য়ে রয়েছে জনসন অ্য়ান্ড জনসনের বায়ো ই, জাইডাস ক্য়াডিলা, সিরামের নোভাভক্স এবং ভারত বায়োটেকের একটি টিকা ৷

আরও পড়ুন- এপ্রিলের শেষেই ভারতে মিলবে স্পুটনিক ভি-এর সীমিত ডোজ়

ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে আজ একটি বিবৃতি জারি করে জরুরি ভিত্তিতে রাশিয়ান টিকা স্পুটনিক ভি-কে অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ৷ চলতি মাসের শেষ থেকে ওই টিকা পাওয়া যাবে ৷

গত সপ্তাহ থেকে করোনা টিকার ঘাটতি হচ্ছে বলে অনেক রাজ্য়ই অভিযোগ করেছিল ৷ এরাজ্য়ের একাধিক হাসপাতালেও করোনা টিকা পাওয়া যাচ্ছিল না বলে খবর ৷ বিশেষজ্ঞদের ধারণা, সেই সমস্য়া মেটাতেই বিদেশের সমস্ত করোনা টিকাকে ছাড়পত্র দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.