ETV Bharat / bharat

Interest Rates on Small Saving: স্বল্প সঞ্চয়ে সুদের হার বৃদ্ধি, শনিবার থেকে কার্যকরী

পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ বাড়ানো হয়নি ।

author img

By

Published : Jun 30, 2023, 8:36 PM IST

Updated : Jun 30, 2023, 9:42 PM IST

interest rates on small saving
স্বল্প সঞ্চয়ে বাড়ল সুদের হার

নয়াদিল্লি, 30 জুন: স্বল্প সঞ্চয়ে বাড়ল সুদের হার । কেন্দ্রীয় সরকার শুক্রবার স্মল সেভিংস স্কিমের লগ্নিকারীদের জন্য বেশ বড় উপহার দিল। সরকার জুলাই থেকে সেপ্টেম্বরে 2023-এর ত্রৈমাসিকের জন্য ছোট জমাকারীদের বিভিন্ন যোজনায় অর্থাৎ স্মল সেভিংস স্কিমে 30 বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে । আগামিকাল অর্থাৎ শনিবার থেকে তা কার্যকর হবে বলেও জানিয়েছে কেন্দ্র । তবে পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ বাড়ানো হয়নি ।

কেন্দ্রীয় সরকার শুক্রবার ব্যাঙ্কিং ব্যবস্থায় উচ্চ-সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য নির্বাচিত কিছু সঞ্চয় প্রকল্পে সুদের হার 0.3 শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। সর্বোচ্চ 0.3 শতাংশ সুদ বৃদ্ধি হয়েছে পাঁচ বছর সময়ের জন্য জমা রাখা আমানতের জন্য। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে রেকারিং ডিপোজিটে (আরডি) আমানতকারীরা বর্তমান 6.2 শতাংশের পরিবর্তে 6.5 শতাংশ হারে সুদ পাবেন । একই সঙ্গে, পোস্ট অফিসে এক বছর মেয়াদের আমানতের ক্ষেত্রে এখন অতিরিক্ত 0.1 শতাংশ সুদ মিলবে এবং দু'বছর মেয়াদের ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার 6.9 শতাংশ থেকে বাড়িয়ে 7 শতাংশ করা হয়েছে ।

Interest Rates on Small Saving
স্বল্প সঞ্চয়ে সুদের হার বৃদ্ধি

তবে তিন বছর এবং পাঁচ বছরের মেয়াদি আমানতের সুদের হার 7 শতাংশ এবং 7.5 শতাংশেই বহাল রাখা হয়েছে। পিপিএফ এবং সেভিংস ডিপোজিটের সুদের হার যথাক্রমে 7.1 শতাংশ এবং 4 শতাংশই অপরিবর্তিত রাখা হয়েছে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)-এর সুদের হার 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর 2023 সময়ের জন্য 7.7 শতাংশেই অপরিবর্তিত আছে । সুকন্যা সমৃদ্ধির জন্য নতুন হারও 8 শতাংশের স্তরেই রাখা হয়েছে।

আরও পড়ুন: রাহুল প্রধানমন্ত্রী হলে ভারত দুর্নীতির আখড়া হয়ে উঠবে, দাবি অমিত শাহের

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং কিষাণ বিকাশ পত্র-এর সুদের হার যথাক্রমে 8.2 শতাংশ এবং 7.5 শতাংশই রাখা হয়েছে ৷ উল্লেখ্য, গত (জানুয়ারি-মার্চ) মাসের পাশাপাশি এপ্রিল-জুন ত্রৈমাসিকেও স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়ানো হয়েছিল। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে অবহিত করা হয়। আরবিআই গত পরপর দুইটি মুদ্রা নীতি কমিটির বৈঠকে নীতিগত হারের উপর স্থিতাবস্থা বজায় রেখেছে।

নয়াদিল্লি, 30 জুন: স্বল্প সঞ্চয়ে বাড়ল সুদের হার । কেন্দ্রীয় সরকার শুক্রবার স্মল সেভিংস স্কিমের লগ্নিকারীদের জন্য বেশ বড় উপহার দিল। সরকার জুলাই থেকে সেপ্টেম্বরে 2023-এর ত্রৈমাসিকের জন্য ছোট জমাকারীদের বিভিন্ন যোজনায় অর্থাৎ স্মল সেভিংস স্কিমে 30 বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে । আগামিকাল অর্থাৎ শনিবার থেকে তা কার্যকর হবে বলেও জানিয়েছে কেন্দ্র । তবে পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ বাড়ানো হয়নি ।

কেন্দ্রীয় সরকার শুক্রবার ব্যাঙ্কিং ব্যবস্থায় উচ্চ-সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য নির্বাচিত কিছু সঞ্চয় প্রকল্পে সুদের হার 0.3 শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। সর্বোচ্চ 0.3 শতাংশ সুদ বৃদ্ধি হয়েছে পাঁচ বছর সময়ের জন্য জমা রাখা আমানতের জন্য। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে রেকারিং ডিপোজিটে (আরডি) আমানতকারীরা বর্তমান 6.2 শতাংশের পরিবর্তে 6.5 শতাংশ হারে সুদ পাবেন । একই সঙ্গে, পোস্ট অফিসে এক বছর মেয়াদের আমানতের ক্ষেত্রে এখন অতিরিক্ত 0.1 শতাংশ সুদ মিলবে এবং দু'বছর মেয়াদের ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার 6.9 শতাংশ থেকে বাড়িয়ে 7 শতাংশ করা হয়েছে ।

Interest Rates on Small Saving
স্বল্প সঞ্চয়ে সুদের হার বৃদ্ধি

তবে তিন বছর এবং পাঁচ বছরের মেয়াদি আমানতের সুদের হার 7 শতাংশ এবং 7.5 শতাংশেই বহাল রাখা হয়েছে। পিপিএফ এবং সেভিংস ডিপোজিটের সুদের হার যথাক্রমে 7.1 শতাংশ এবং 4 শতাংশই অপরিবর্তিত রাখা হয়েছে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)-এর সুদের হার 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর 2023 সময়ের জন্য 7.7 শতাংশেই অপরিবর্তিত আছে । সুকন্যা সমৃদ্ধির জন্য নতুন হারও 8 শতাংশের স্তরেই রাখা হয়েছে।

আরও পড়ুন: রাহুল প্রধানমন্ত্রী হলে ভারত দুর্নীতির আখড়া হয়ে উঠবে, দাবি অমিত শাহের

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং কিষাণ বিকাশ পত্র-এর সুদের হার যথাক্রমে 8.2 শতাংশ এবং 7.5 শতাংশই রাখা হয়েছে ৷ উল্লেখ্য, গত (জানুয়ারি-মার্চ) মাসের পাশাপাশি এপ্রিল-জুন ত্রৈমাসিকেও স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়ানো হয়েছিল। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ত্রৈমাসিক ভিত্তিতে অবহিত করা হয়। আরবিআই গত পরপর দুইটি মুদ্রা নীতি কমিটির বৈঠকে নীতিগত হারের উপর স্থিতাবস্থা বজায় রেখেছে।

Last Updated : Jun 30, 2023, 9:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.