কালিম্পং, 10 নভেম্বর : রূপশ্রী প্রকল্পের টাকা পেতে হলে ঘুষ দিতে হবে । এমনটাই অভিযোগ উঠল কালিম্পং জেলার গরুবাথান ব্লকের বিডিও কার্যালয়ের এক আধিকারিকের বিরুদ্ধে । ঘটনায় রীতিমতো শোরগোল পরে গিয়েছে জেলা জুড়ে । ঘটনায় অভিযুক্ত ওই সরকারি আধিকারিকের বিরুদ্ধে অন্তর্বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে । অভিযোগ, রূপশ্রী প্রকল্পের টাকা পেতে দেড় হাজার টাকা ঘুষ চেয়েছিল ওই আধিকারিক । ফোনের কল রেকর্ডিং-সহ অন্যান্য তথ্য ও প্রমাণ জেলা প্রশাসনের কাছে জমা করেছে ওই অভিযোগকারী ।
আরও পড়ুন : অভিযোগের পাহাড়, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ আপাতত বন্ধের নির্দেশ হাইকোর্টের
রাজ্যের দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়ের জন্য রাজ্য সরকারের তরফে রূপশ্রী প্রকল্প চালু করা হয়েছিল । ওই প্রকল্পে আবেদন করলে পরিবার বিয়ের জন্য এককালীন 25 হাজার টাকা সরকারি সাহায্য পায় । জানা গিয়েছে, কালিম্পং জেলার গরুবাথান ব্লকের ভুট্টাবস্তি এলাকার বাসিন্দা বিনীতা তামাং কিছু দিন আগে রূপসী প্রকল্পে টাকা পাওয়ার জন্য গরুবাথান ব্লক বিডিও কার্যালয়ে আবেদন করেছিলেন । তাঁর অভিযোগ, এরপরই ওই কার্যালয়ের এক কর্মী তাঁকে ফোন করে ওই টাকা পাইয়ে দেবে বলে আশ্বাস দেন । কিন্তু তার জন্য তাঁর কাছে দেড় হাজার টাকা ঘুষ চায় সে । ওই কর্মীর বিরুদ্ধে 9 নভেম্বর গরুবাথান ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন বিনীতা । পাশাপাশি তিনি অভিযোগের প্রতিলিপি পাঠিয়েছেন কালিম্পংয়ের জেলাশাসক ও রাজ্য ভিজিলেন্স কমিশনের দফতরেও ।
বিনীতা তামাং জানিয়েছেন, এর আগে ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে দু'বার তিনি ওই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন । কিন্তু তাতে তাঁকে খালি হাতে ফিরতে হয়েছিল । অবশেষে ফের জুলাই মাসে তৃতীয়বার তিনি এই প্রকল্পের জন্য আবেদন করেন । এরপরই তাঁর কাছে টাকা চেয়ে ফোন আসে । বলা হয়, টাকা দিলেই তাঁর আবেদন পাস করিয়ে দেওয়া হবে ।
কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা বলেন, "ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিডিওর কাছে অভিযোগ জমা পড়েছে । অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ।" গরুবাথান ব্লকের বিডিও সৌভিক বসু বলেন, "অভিযোগকারীর সঙ্গে আমি নিজেই কথা বলেছি । যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গেও কথা বলব । গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।"