ETV Bharat / bharat

Womens Reservation Bill: রাষ্ট্রপতি মুর্মুর অনুমতিতে আইনে পরিণত 'মহিলা সংরক্ষণ বিল' - মহিলা সংরক্ষণ আইন

আইনে পরিণত হল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল ৷ লোকসভা এবং রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বিল পাঠায় কেন্দ্রীয় সরকার ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 5:31 PM IST

Updated : Sep 29, 2023, 6:31 PM IST

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: আইনে পরিণত হল ঐতিহাসিক 'মহিলা সংরক্ষণ বিল' ৷ লোকসভা এবং রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বিল পাঠায় কেন্দ্রীয় সরকার ৷ এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলে সম্মতি দেওয়ার পরই তা আইনে পরিণত হয়েছে ৷ শুক্রবার কেন্দ্রের তরফে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে মহিলা সংরক্ষণ আইন সর্বসমক্ষে আনা হয় ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলা সংরক্ষণ বিলে সম্মতি দেওয়ার পর 'নারী শক্তি বন্ধন অধিনিয়ম' ভারতে আইনসিদ্ধ হয়েছে ৷ এখন এই বিল আইনে পরিণত হওয়ায়, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির 33 শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। তবে নতুন আদমশুমারি ও সীমানা নির্ধারণের পরই সংরক্ষণ কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়ছে। সংসদে পাঁচদিনের বিশেষ অধিবেশনে, মহিলা সংরক্ষণ বিলটি চলতি মাসে লোকসভা এবং রাজ্যসভা পাশ হয় ৷ যা ভারতীয় সংসদের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিজেপি বর্ণনা করেছে ৷ গত 19 সেপ্টেম্বর নতুন সংসদ ভবনে অধিবেশ এবং সংসদীয় কার্যক্রম স্থানান্তরিত হওয়ার পর সেখানেই এই বিল পাশ হয়।

সবকটি বিরোধী দল এই বিলকে সমর্থন করতেও শুধুমাত্র এআইএমআইএম মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে জানায় যে, এটি কেবলমাত্র হিন্দু মহিলাদের ক্ষেত্রে উন্নতির কারণ হবে ৷ কারণ মুসলিম মহিলা প্রতিনিধিদের জন্য কোনও সংরক্ষণ নেই ৷ কংগ্রেসও অবশ্য এই বিলে ওবিসি সংরক্ষণ চেয়েছিল ৷ যদিও শেষ পর্যন্ত সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনও মিলেছে এই বিলে ৷ তবে এখনই এই আইন দেশে লাগু হচ্ছে না বলেই খবর ৷ এটি কার্যকর হতে দীর্ঘ সময় লাগবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

আরও পড়ুন: মানেকা গান্ধির বিরুদ্ধে 100 কোটির মামলা ইসকনের

কেন্দ্রের তরফে এদিন জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "জনগণের হাউস, একটি রাজ্যের বিধানসভা এবং দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ সম্পর্কিত সংবিধানের বিধানগুলি সীমাবদ্ধতার অনুশীলনের পরে কার্যকর হবে ৷ সংবিধান আইন, 2023 শুরু হওয়ার পরে গৃহীত প্রথম আদমশুমারির প্রাসঙ্গিক পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই আইন কার্যকর হবে ৷ এই আইন শুরু হওয়ার 15 বছরের মেয়াদ শেষ হওয়ার পরে এটি আর কার্যকর হবে না ৷"

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: আইনে পরিণত হল ঐতিহাসিক 'মহিলা সংরক্ষণ বিল' ৷ লোকসভা এবং রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের জন্য বিল পাঠায় কেন্দ্রীয় সরকার ৷ এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলে সম্মতি দেওয়ার পরই তা আইনে পরিণত হয়েছে ৷ শুক্রবার কেন্দ্রের তরফে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে মহিলা সংরক্ষণ আইন সর্বসমক্ষে আনা হয় ৷

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলা সংরক্ষণ বিলে সম্মতি দেওয়ার পর 'নারী শক্তি বন্ধন অধিনিয়ম' ভারতে আইনসিদ্ধ হয়েছে ৷ এখন এই বিল আইনে পরিণত হওয়ায়, লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির 33 শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। তবে নতুন আদমশুমারি ও সীমানা নির্ধারণের পরই সংরক্ষণ কার্যকর করা হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়ছে। সংসদে পাঁচদিনের বিশেষ অধিবেশনে, মহিলা সংরক্ষণ বিলটি চলতি মাসে লোকসভা এবং রাজ্যসভা পাশ হয় ৷ যা ভারতীয় সংসদের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিজেপি বর্ণনা করেছে ৷ গত 19 সেপ্টেম্বর নতুন সংসদ ভবনে অধিবেশ এবং সংসদীয় কার্যক্রম স্থানান্তরিত হওয়ার পর সেখানেই এই বিল পাশ হয়।

সবকটি বিরোধী দল এই বিলকে সমর্থন করতেও শুধুমাত্র এআইএমআইএম মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করে জানায় যে, এটি কেবলমাত্র হিন্দু মহিলাদের ক্ষেত্রে উন্নতির কারণ হবে ৷ কারণ মুসলিম মহিলা প্রতিনিধিদের জন্য কোনও সংরক্ষণ নেই ৷ কংগ্রেসও অবশ্য এই বিলে ওবিসি সংরক্ষণ চেয়েছিল ৷ যদিও শেষ পর্যন্ত সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনও মিলেছে এই বিলে ৷ তবে এখনই এই আইন দেশে লাগু হচ্ছে না বলেই খবর ৷ এটি কার্যকর হতে দীর্ঘ সময় লাগবে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

আরও পড়ুন: মানেকা গান্ধির বিরুদ্ধে 100 কোটির মামলা ইসকনের

কেন্দ্রের তরফে এদিন জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "জনগণের হাউস, একটি রাজ্যের বিধানসভা এবং দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের বিধানসভায় মহিলাদের জন্য আসন সংরক্ষণ সম্পর্কিত সংবিধানের বিধানগুলি সীমাবদ্ধতার অনুশীলনের পরে কার্যকর হবে ৷ সংবিধান আইন, 2023 শুরু হওয়ার পরে গৃহীত প্রথম আদমশুমারির প্রাসঙ্গিক পরিসংখ্যান প্রকাশিত হওয়ার পরেই আইন কার্যকর হবে ৷ এই আইন শুরু হওয়ার 15 বছরের মেয়াদ শেষ হওয়ার পরে এটি আর কার্যকর হবে না ৷"

Last Updated : Sep 29, 2023, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.