নয়াদিল্লি, 23 অগস্ট: আফগানিস্তানের (Afghanistan) সঙ্কট নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক (All-Party Meeting) ডাকল কেন্দ্রীয় সরকার ৷ এ কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি (Pralhad Joshi) ৷ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যুদ্ধদীর্ণ দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য বিদেশমন্ত্রককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ৷ টুইট করে এ কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar )৷
জয়শংকর টুইটে লেখেন, "আফগানিস্তানের পরিস্থিতি দেখে প্রধানমন্ত্রী মোদি নির্দেশ দিয়েছেন যে, বিদেশমন্ত্রক রাজনৈতিক দলগুলির সাংসদদের এ বিষয়ে সবিস্তার জানাবে ৷"
আরও পড়ুন: Afghanistan: 20 বছর আগে কাবুল থেকে পালিয়ে আসার স্মৃতিচারণ অভিনেত্রী ওয়ারিনার
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশিও টুইট করে সর্বদলীয় বৈঠকের কথা জানান ৷ তিনি লেখেন, "আগামী 26 অগস্ট বেলা 11টায় নয়াদিল্লির সংসদ ভবনে মেইন কমিটি রুমে রাজনৈতিক দলগুলির সাংসদদের আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সবিস্তার জানাবেন বিদেশমন্ত্রী ৷ ই মেলের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ সংশ্লিষ্ট সবাইকে সেখানে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ৷"
-
Floor Leaders of Political Parties would be briefed by EAM @DrSJaishankar on the present situation in Afghanistan, on 26th August, 11am in Main Committee Room, PHA, New Delhi. Invites are being sent through email. All concerned are requested to attend. https://t.co/iBX9NRd0qq
— Pralhad Joshi (@JoshiPralhad) August 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Floor Leaders of Political Parties would be briefed by EAM @DrSJaishankar on the present situation in Afghanistan, on 26th August, 11am in Main Committee Room, PHA, New Delhi. Invites are being sent through email. All concerned are requested to attend. https://t.co/iBX9NRd0qq
— Pralhad Joshi (@JoshiPralhad) August 23, 2021Floor Leaders of Political Parties would be briefed by EAM @DrSJaishankar on the present situation in Afghanistan, on 26th August, 11am in Main Committee Room, PHA, New Delhi. Invites are being sent through email. All concerned are requested to attend. https://t.co/iBX9NRd0qq
— Pralhad Joshi (@JoshiPralhad) August 23, 2021
আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের কাজ চালাচ্ছে দিল্লি ৷ প্রতিদিন কাবুলে দু'টি করে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ৷ আফগানিস্তানে থাকা যে হিন্দু ও শিখরা সাহায্যপ্রার্থী, কেন্দ্র তাঁদেরও পাশে দাঁড়াবে বলে আশ্বস্ত করেছে ৷ 17 অগস্ট এই নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি ৷ দেশের সব আধিকারিকদের নিরাপদে উদ্ধার করা নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি ৷ বিদেশমন্ত্রকও আগেই জানিয়েছে যে, আফগানিস্তান থেকে প্রত্যেক ভারতীয় নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ৷
আরও পড়ুন : Panjshir Valley : পঞ্জশিরের দিকে এগোচ্ছে কয়েকশো তালিবান, তৈরি মাসুদরাও
এখনও পর্যন্ত তিনটি বিমানে প্রায় 400 জনকে আফগানিস্তান থেকে উদ্ধার করেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ৷ এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে আরও 87 জন ভারতীয় ও দু'জন নেপালের নাগরিককে আফগানিস্তান থেকে ফিরিয়ে আনা হয়েছে ৷ তাঁদের তাজিকিস্তানের রাজধানী থেকে উদ্ধার করেছে বায়ুসেনার বিমান ৷ এ ছাড়াও আমেরিকা গত কয়েকদিনে কাবুল থেকে 135 জন ভারতীয়কে উদ্ধার করে দোহায় নিয়ে গিয়েছে ৷ সেখান থেকে বিশেষ বিমানে দিল্লি ফিরেছেন তাঁরা ৷