ETV Bharat / bharat

Odisha Train Accident: দুর্ঘটনার 51 ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত ট্র্যাকে চলল মালগাড়ি, সফলভাবে ট্রেন যেতেই প্রণাম রেলমন্ত্রীর - ক্ষতিগ্রস্ত ট্র্যাকে চলল মালগাড়ি

শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার পর রবিবার রাত 10টা 40 নাগাদ ট্রেন চলল ক্ষতিগ্রস্ত ট্র্যাকে ৷ উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রেলের উচ্চপদস্থ আধিকারিক ও সংবাদকর্মীরা ৷

Etv Bharat
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
author img

By

Published : Jun 5, 2023, 8:04 AM IST

Updated : Jun 5, 2023, 8:55 AM IST

ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামতির পর প্রথম ট্রেন চলাচল শুরুর মুহূর্ত

নয়াদিল্লি, 5 জুন: ভয়াবহ দুর্ঘটনার 51 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর বালাসোরের সেই বিভাগে লাইন মেরামতি করে প্রথম ট্রেন চলল রবিবার রাত 10টা 40 মিনিটে ৷ ক্ষতিগ্রস্ত ওই লাইন মেরামতির পর প্রথমে মালবাহী ট্রেন চালানো হয় ৷ সেই সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব থেকে শুরু করে রেলের উচ্চপদস্থ আধিকারিক ও সংবাদকর্মীরা ৷

আপ ও ডাউন লাইনের ট্র্যাকে ট্রেন চলাচলের শুরুর মুহূর্তের ভিডিয়ো নিজের টুইটারে পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ ট্রেনদুটি ভালোভাবে চলে যেতেই তাঁকে হাত জোড় করে প্রণাম করতে দেখা গিয়েছে ৷ আবার তিনি রেলের হ্যান্ড মাইক হাতে ভারত মাতা কি জয় ও বন্দেমাতরম ধ্বনিও দিয়েছেন ৷ পাশাপাশি রেলকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন দ্রুত লাইন মেরামতির কাজ করার জন্য ৷

রবিবার রাতে পরিষেবা শুরু হওয়ার মুহূর্তে টুইটে অশ্বিনী বৈষ্ণব লেখেন,"ডাউন লাইন পুনরুদ্ধার সম্পূর্ণ হয়েছে ৷ এই বিভাগে প্রথম ট্রেন চলাচল করল ৷" ডাউনলাইন পুনরুদ্ধারের দুই ঘণ্টা পর আপলাইনও পুনরুদ্ধার করা হয় ৷ দুর্ঘটনাকবলিত অংশের আপ লাইনে চলা প্রথম ট্রেন ছিল একটি খালি মালগাড়ি ৷

পরিষেবা শুরুর কয়লা বহনকারী এই ট্রেনটি ভাইজ্যাগ বন্দর থেকে রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের দিকে যাচ্ছে ৷ একই ট্র্যাকে চলেছে এই মালগাড়িটি যে ট্র্যাকে শুক্রবার সন্ধ্যা নাগাদ ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় শালিমার-চেন্নাই আপ করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেস ও একটি মালগাড়ি ৷ যার জেরে মৃত্যু হয় প্রায় 300 জনের ৷ যার মধ্যে 150 দেহ সনাক্ত করা যায়নি ৷

এটি সেই একই ট্র্যাক যেখানে করমণ্ডল এক্সপ্রেসটির লুপ লাইনে প্রবেশ করার আগে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷ একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়ার পর করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলি লাইনচ্যুত হয়ে যায় ৷ সেই মুহূর্তে যশবন্তপুর থেকে হাওড়া যাওয়ার সময় হামসফর এক্সপ্রেস ধাক্কা খায় করমণ্ডল এক্সপ্রেসের উলটে যাওয়া বগিগুলির সঙ্গে ৷ যার জেরে হামসফর এক্সপ্রেসেরও কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয় ৷

আরও পড়ুন : স্টেশন বিভ্রাটে প্রাণরক্ষা ! একরাতে বদলে গেল পাথরপ্রতিমার বাপন দাসের জীবন

ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামতির পর প্রথম ট্রেন চলাচল শুরুর মুহূর্ত

নয়াদিল্লি, 5 জুন: ভয়াবহ দুর্ঘটনার 51 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর বালাসোরের সেই বিভাগে লাইন মেরামতি করে প্রথম ট্রেন চলল রবিবার রাত 10টা 40 মিনিটে ৷ ক্ষতিগ্রস্ত ওই লাইন মেরামতির পর প্রথমে মালবাহী ট্রেন চালানো হয় ৷ সেই সময় উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব থেকে শুরু করে রেলের উচ্চপদস্থ আধিকারিক ও সংবাদকর্মীরা ৷

আপ ও ডাউন লাইনের ট্র্যাকে ট্রেন চলাচলের শুরুর মুহূর্তের ভিডিয়ো নিজের টুইটারে পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ ট্রেনদুটি ভালোভাবে চলে যেতেই তাঁকে হাত জোড় করে প্রণাম করতে দেখা গিয়েছে ৷ আবার তিনি রেলের হ্যান্ড মাইক হাতে ভারত মাতা কি জয় ও বন্দেমাতরম ধ্বনিও দিয়েছেন ৷ পাশাপাশি রেলকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন দ্রুত লাইন মেরামতির কাজ করার জন্য ৷

রবিবার রাতে পরিষেবা শুরু হওয়ার মুহূর্তে টুইটে অশ্বিনী বৈষ্ণব লেখেন,"ডাউন লাইন পুনরুদ্ধার সম্পূর্ণ হয়েছে ৷ এই বিভাগে প্রথম ট্রেন চলাচল করল ৷" ডাউনলাইন পুনরুদ্ধারের দুই ঘণ্টা পর আপলাইনও পুনরুদ্ধার করা হয় ৷ দুর্ঘটনাকবলিত অংশের আপ লাইনে চলা প্রথম ট্রেন ছিল একটি খালি মালগাড়ি ৷

পরিষেবা শুরুর কয়লা বহনকারী এই ট্রেনটি ভাইজ্যাগ বন্দর থেকে রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের দিকে যাচ্ছে ৷ একই ট্র্যাকে চলেছে এই মালগাড়িটি যে ট্র্যাকে শুক্রবার সন্ধ্যা নাগাদ ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় শালিমার-চেন্নাই আপ করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেস ও একটি মালগাড়ি ৷ যার জেরে মৃত্যু হয় প্রায় 300 জনের ৷ যার মধ্যে 150 দেহ সনাক্ত করা যায়নি ৷

এটি সেই একই ট্র্যাক যেখানে করমণ্ডল এক্সপ্রেসটির লুপ লাইনে প্রবেশ করার আগে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ৷ একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়ার পর করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলি লাইনচ্যুত হয়ে যায় ৷ সেই মুহূর্তে যশবন্তপুর থেকে হাওড়া যাওয়ার সময় হামসফর এক্সপ্রেস ধাক্কা খায় করমণ্ডল এক্সপ্রেসের উলটে যাওয়া বগিগুলির সঙ্গে ৷ যার জেরে হামসফর এক্সপ্রেসেরও কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয় ৷

আরও পড়ুন : স্টেশন বিভ্রাটে প্রাণরক্ষা ! একরাতে বদলে গেল পাথরপ্রতিমার বাপন দাসের জীবন

Last Updated : Jun 5, 2023, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.