ETV Bharat / bharat

Good Governance Day: অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি-উপ রাষ্ট্রপতির

আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 98তম জন্মদিবস ৷ দেশে তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে আজ দেশজুড়ে 'গুড গভর্নেন্স ডে' পালিত হচ্ছে (Good governance day Tributes to former PM Atal Bihari Vajpayee 98th Birthday) ৷

author img

By

Published : Dec 25, 2022, 10:44 AM IST

Atal Bihari Vajpayee
ETV Bharat

নয়াদিল্লি, 25 ডিসেম্বর: আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 98তম জন্মবার্ষিকী ৷ তাঁকে শ্রদ্ধা জানাতে রবিবার সকালে 'সদৈব অটল'-এ (Sadaiv Atal) পৌঁছলে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্য কেন্দ্রীয় মন্ত্রী, নেতারা (President Droupadi Murmu, PM Narendra Modi and others pay tribute to Atal Bihari Vajpayee at 'Sadaiv Atal' in New Delhi) ৷

  • Tributes to Atal Ji on his Jayanti. His contribution to India is indelible. His leadership and vision motivate millions of people. pic.twitter.com/tDYNKiGXxj

    — Narendra Modi (@narendramodi) December 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অটল বিহারি বাজপেয়ীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ৷ সেই ছবি পোস্ট করে টুইট করেন তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করেন, "অটলজিকে তাঁর জয়ন্তীতে শুভেচ্ছা ৷ ভারতে তাঁর অবদান অবিস্মরণীয় ৷ তিনি নেতৃত্ব এবং দূরদর্শিতা লক্ষ লক্ষ মানুষে অনুপ্রেরণা ৷" টুইটে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিভিন্ন মুহূর্তে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷

  • President Droupadi Murmu paid floral tributes to Shri Atal Bihari Vajpayee, former Prime Minister of India on his birth anniversary at the samadhi of Atal Ji, 'Sadaiv Atal' in New Delhi. pic.twitter.com/C8v8gWWCQm

    — President of India (@rashtrapatibhvn) December 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মধ্যরাতে ক্যাথিড্রালে প্রার্থনায় মমতা-অভিষেক, হাজির আজানিয়াও

1998-2004 সময়কাল দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) ৷ তাঁকে স্মরণ করে দেশে এই দিনটি 'গুড গভর্নেন্স ডে' (Good Governance Day) হিসেবে পালিত হয় ৷ 1924 সালের 25 ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন তিনি ৷ 2018 সালের 16 অগস্ট প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী ৷

নয়াদিল্লি, 25 ডিসেম্বর: আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 98তম জন্মবার্ষিকী ৷ তাঁকে শ্রদ্ধা জানাতে রবিবার সকালে 'সদৈব অটল'-এ (Sadaiv Atal) পৌঁছলে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্য কেন্দ্রীয় মন্ত্রী, নেতারা (President Droupadi Murmu, PM Narendra Modi and others pay tribute to Atal Bihari Vajpayee at 'Sadaiv Atal' in New Delhi) ৷

  • Tributes to Atal Ji on his Jayanti. His contribution to India is indelible. His leadership and vision motivate millions of people. pic.twitter.com/tDYNKiGXxj

    — Narendra Modi (@narendramodi) December 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অটল বিহারি বাজপেয়ীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ৷ সেই ছবি পোস্ট করে টুইট করেন তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইট করেন, "অটলজিকে তাঁর জয়ন্তীতে শুভেচ্ছা ৷ ভারতে তাঁর অবদান অবিস্মরণীয় ৷ তিনি নেতৃত্ব এবং দূরদর্শিতা লক্ষ লক্ষ মানুষে অনুপ্রেরণা ৷" টুইটে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিভিন্ন মুহূর্তে একটি ভিডিয়ো পোস্ট করেন ৷

  • President Droupadi Murmu paid floral tributes to Shri Atal Bihari Vajpayee, former Prime Minister of India on his birth anniversary at the samadhi of Atal Ji, 'Sadaiv Atal' in New Delhi. pic.twitter.com/C8v8gWWCQm

    — President of India (@rashtrapatibhvn) December 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মধ্যরাতে ক্যাথিড্রালে প্রার্থনায় মমতা-অভিষেক, হাজির আজানিয়াও

1998-2004 সময়কাল দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) ৷ তাঁকে স্মরণ করে দেশে এই দিনটি 'গুড গভর্নেন্স ডে' (Good Governance Day) হিসেবে পালিত হয় ৷ 1924 সালের 25 ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন তিনি ৷ 2018 সালের 16 অগস্ট প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.