ETV Bharat / bharat

মাটি খুঁড়ে উদ্ধার প্রাচীন যুগের সোনার কলসী - তেলঙ্গনা

মাটি খুঁড়ে উদ্ধার প্রাচীন যুগের সোনার কলসী ৷ উদ্ধার হয়েছে সোনার তৈরি প্রচুর গয়না ৷ তেলঙ্গনার জনাগাও জেলার পেমবর্তি শহরের ঘটনা ৷ উদ্ধার হওয়া সোনার পরিমাণ প্রায় 5 কিলোগ্রাম ৷

GOLDEN POTS WITH 5KGS OF GOLD WAS FOUND
মাটি খুঁড়ে উদ্ধার প্রাচীন যুগের সোনার কলসী
author img

By

Published : Apr 8, 2021, 7:38 PM IST

হায়দরাবাদ, 8 এপ্রিল : চল্লিশ চোরের গুহায় ঢুকে ঘড়া ঘড়া মোহর পেয়েছিলেন আলিবাবা ৷ হায়দরাবাদের নরসিমাকে অবশ্য অত ঝক্কি পোহাতে হয়নি ৷ তেলঙ্গনার জনাগাও জেলার পেমবর্তি শহরে 11 একর জমি কিনেছিলেন নরসিমা ৷ তাতে নিজের একটি প্রকল্প তৈরির কাজ শুরু করিয়েছেন তিনি ৷ সেই প্রকল্পের জন্য মাটি কেটে জমি সমান করার কাজ করছিলেন শ্রমিকরা ৷ তখনই মাটির তলার থেকে উদ্ধার হয় সোনার কলসী ৷ উদ্ধার হয় সোনার তৈরি গয়নাও ৷ সব মিলিয়ে প্রায় 5 কিলোগ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন নরসিমা ৷

আরও পড়ুন : মাটি খুঁড়ে উদ্ধার দেবী মূর্তি, 20 বছর বন্ধ খনন কাজ

এই ঘটনার খবর পেয়েই নরসিমার জমিতে পৌঁছে যান সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা ৷ উদ্ধার হওয়া সোনার সামগ্রী বাজেয়াপ্ত করেন তাঁরা ৷ দ্রুত এই খবর চাউর হয়ে যায় আশপাশের গ্রামে ৷ দলে দলে সোনার কলসী দেখতে আসে মানুষ ৷

আধিকারিকদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সোনার সামগ্রী কাকাতীয় আমলের ৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান, ঠিক মতো অনুসন্ধান চালালে এমন আরও অনেক সম্পদ উদ্ধার হবে ওই জমি থেকে ৷ তবে প্রশাসনের তরফে এ নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি ৷

হায়দরাবাদ, 8 এপ্রিল : চল্লিশ চোরের গুহায় ঢুকে ঘড়া ঘড়া মোহর পেয়েছিলেন আলিবাবা ৷ হায়দরাবাদের নরসিমাকে অবশ্য অত ঝক্কি পোহাতে হয়নি ৷ তেলঙ্গনার জনাগাও জেলার পেমবর্তি শহরে 11 একর জমি কিনেছিলেন নরসিমা ৷ তাতে নিজের একটি প্রকল্প তৈরির কাজ শুরু করিয়েছেন তিনি ৷ সেই প্রকল্পের জন্য মাটি কেটে জমি সমান করার কাজ করছিলেন শ্রমিকরা ৷ তখনই মাটির তলার থেকে উদ্ধার হয় সোনার কলসী ৷ উদ্ধার হয় সোনার তৈরি গয়নাও ৷ সব মিলিয়ে প্রায় 5 কিলোগ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন নরসিমা ৷

আরও পড়ুন : মাটি খুঁড়ে উদ্ধার দেবী মূর্তি, 20 বছর বন্ধ খনন কাজ

এই ঘটনার খবর পেয়েই নরসিমার জমিতে পৌঁছে যান সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা ৷ উদ্ধার হওয়া সোনার সামগ্রী বাজেয়াপ্ত করেন তাঁরা ৷ দ্রুত এই খবর চাউর হয়ে যায় আশপাশের গ্রামে ৷ দলে দলে সোনার কলসী দেখতে আসে মানুষ ৷

আধিকারিকদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সোনার সামগ্রী কাকাতীয় আমলের ৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান, ঠিক মতো অনুসন্ধান চালালে এমন আরও অনেক সম্পদ উদ্ধার হবে ওই জমি থেকে ৷ তবে প্রশাসনের তরফে এ নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.