হায়দরাবাদ, 6 নভেম্বর : করোনা ও মূল্যবৃদ্ধির এই বাজারে আপনার কপাল যতই মন্দ হোক, হায়দরাবাদের এক মোষের কপাল কিন্তু খুলে গিয়েছে ৷ বিশেষ উৎসবে মালিকের থেকে এক বিশেষ উপহার পাচ্ছে এই পুরুষ মোষ৷ মোষের এই বিশেষ উপহারের কথা জানলে চোখ কপালে উঠতে পারে আপনার, আবার হিংসাও হতে পারে ৷ হায়দরাবাদের বিশেষ 'সদর উৎসব' (Sadar Festival) উপলক্ষ্যে তিন কেজির সোনার হার উপহার পাচ্ছে এই প্রাণীটি ৷ যার মূল্য দেড় কোটি টাকা!
এই সদর উৎসবের বিশেষ আকর্ষণ হল 'বাহুবলি ডুন্না' ৷ যার অর্থ হল পুরুষ মোষের নানারকম কসরত ৷ নিজামের সময় থেকে এখানে এই উৎসব চলে আসছে ৷ মূলত কৃষক এবং গো-পালনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধন্যবাদ জানাতে এই উৎসবের প্রচলন হয় ৷ স্থানীয় ঐতিহ্য এবং যাদব সংস্কৃতির একটি অংশ এই উৎসব ৷
আরও পড়ুন : Corona in India : উৎসবের মরশুমেও দেশে দৈনিক সংক্রমণ 10 হাজারে
এই উৎসবে অংশ নেওয়ার জন্য হায়দরাবাদের চপ্পল বাজারের বাসিন্দা লাড্ডু যাদব হরিয়ানা থেকে একটি মোষ কেনেন ৷ উৎসব উপলক্ষ্যে এই মোষটিকেই একটি সোনার হার উপহার দিচ্ছেন লাড্ডু যাদব ৷ যেটির বাজারদর প্রায় দেড় কোটি টাকা ৷
এই উৎসবে মোষেদের নিয়ে একটি প্রতিযোগিতা আয়োজন করা হয় ৷ যে মোষ যত শক্তিশালী ও ভাল কসরত দেখাতে পারে তার পুরস্কার পাওয়ার সম্ভাবনা তত বেশি ৷ এই উৎসব উপলক্ষে মোষগুলিকে সুন্দর করে রঙবেরঙের ফুলের মালা দিয়ে সাজানো হয় ৷ পরানো হয় টিপ, গলায় ঘণ্টা ৷ সুন্দর মিছিল করে উৎসবের স্থানে নিয়ে আসা হয় মোষগুলিকে ৷ বাজানো হয় বাজনা, সঙ্গে চলে নাচ ৷ মালিকদের শেখানো নানা কসরত এই প্রতিযোগিতায় করে দেখায় মোষগুলি ৷ পিছনের দু'পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ায় মোষগুলি ৷ এই অংশটিই এই উৎসবের মূল আকর্ষণ ৷