ETV Bharat / bharat

#রিজাইনমোদি পোস্ট মুছতে নির্দেশ দেয়নি মোদি সরকার - ভুয়ো খবর

#রিজাইনমোদি পোস্ট মুছে ফেলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিশ্বজুড়ে ৷ যদিও দীর্ঘক্ষণ পোস্টটি ব্লক করে রাখার পর ফের পোস্টগুলি ফিরিয়ে দেয় ফেসবুক ৷ নেটিজেনদের তারা জানায় যে, ভুল করে মোছা হয়েছে ৷ এবার কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কড়া বার্তা দিল ৷

বিতর্ক এই পোস্ট মুছে ফেলা নিয়ে
বিতর্ক এই পোস্ট মুছে ফেলা নিয়ে
author img

By

Published : Apr 29, 2021, 5:29 PM IST

নিউ দিল্লি, 29 এপ্রিল: ফেসবুককে #রিজাইনমোদি পোস্ট সরাতে বলেনি কেন্দ্রীয় সরকার ৷ ভারত সরকার সাধারণ মানুষের ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা দেয় না, তাই ওই পোস্ট সাময়িক ব্লক করা হয়েছিল, এই অভিযোগের উপর ভিত্তি করে একটি খবর প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল ৷ সেই খবরকে "ভুল পথে চালিত" আর "ক্ষতিকর" বলে কড়া সমালোচনা করল দেশের কেন্দ্রীয় সরকার ৷ আর পাশাপাশি সরকার যে ফেসবুককে এই কাজ করতে নির্দেশ দেয়নি, এ বিষয়টিও স্পষ্ট করল ৷

"ফেসবুক ব্লকস, দেন রিস্টোরস, কনটেন্ট কলিং অন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি টু রিজাইন"-

এই রিপোর্টে সরকার জানিয়েছে, ফেসবুকে একটি নির্দিষ্ট হ্যাশট্যাগের পোস্ট সরানো নিয়ে ওয়ালস্ট্রিটের খবর ক্ষতিকর উদ্দেশ্যে নিয়ে করা ৷ খবরে প্রকাশিত তথ্য ভারত সরকার জনগণের ভিন্ন মত প্রকাশকে আটকাতে ফেসবুককে এই নির্দেশ দিয়েছে, তা সম্পূর্ণ ভুল ৷ এই হ্যাশট্যাগ মুছে ফেলা নিয়ে সরকার কোনো নির্দেশ দেয়নি ৷ ফেসবুকও এ বিষয়ে পরিষ্কার করে জানিয়েছে যে, তার ভুল করে এটা মুছে ফেলেছে ৷

2021-র 5মার্চ ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি খবরও ভুয়ো খবর ছাপা হয়েছিল ৷ তার হেডিং ছিল "ইন্ডিয়া থ্রেটেনস জেল ফর ফেসবুক, হোয়্যাটস্অ্যাপ অ্যান্ড টুইটার এমপ্লয়িজ ৷" ভারত সরকার তখনও এই মিথ্যে ও বানানো খবরকে প্রতিহত করে সরকারি ভাবে তাদের কাছে বার্তা পাঠিয়েছিল ৷

দেশের ফ্রন্ট-লাইন কর্মচারী আর চিকিৎসার সঙ্গে জড়িত পেশার মানুষদের প্রচেষ্টার প্রচারে সংবাদমাধ্যম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ এরকম একটা স্পর্শকাতর সময়ে আমরা সংবাদমাধ্যমের কাছে আবেদন জানাব, তারা যেন কোটি কোটি ভারতীয়দের সঙ্গে থাকে, কারণ আমরা সবাই একসঙ্গে প্যানডেমিকের বিরুদ্ধে লড়ছি ৷

সম্প্রতি ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদিকে দায়ী করে #রিজাইন মোদি পোস্টে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম ৷ দীর্ঘক্ষণ ব্লক থাকার পর ফের পোস্টটি ফিরিয়ে দিয়ে ফেসবুকও স্বীকার করে যে, তারা ভুল করে এই পোস্টটি মুছে ফেলেছিল ৷

কোভিড নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এই অভিযোগে সম্প্রতি কেন্দ্রীয় সরকার টুইটারকেও 50টি পোস্ট মুছে ফেলতে নির্দেশ দেয় ৷ কেন্দ্রীয় সরকার জোর খাটিয়ে তাদের নীতির বিরুদ্ধে করা পোস্টগুলি মুছে ফেলতে বাধ্য করছে সংস্থাকে, এই অভিযোগ উঠেছিল সেই সময় আর তীব্র সমালোচনা হয়েছিল কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে ৷

এ বছরের শুরুতেও "ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতাকে" বিনষ্ট করার অভিযোগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু পোস্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ আর এই প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করতে দেশের সোশ্যাল মিডিয়ার উপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছিল কেন্দ্রীয় সরকার ৷

নিউ দিল্লি, 29 এপ্রিল: ফেসবুককে #রিজাইনমোদি পোস্ট সরাতে বলেনি কেন্দ্রীয় সরকার ৷ ভারত সরকার সাধারণ মানুষের ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা দেয় না, তাই ওই পোস্ট সাময়িক ব্লক করা হয়েছিল, এই অভিযোগের উপর ভিত্তি করে একটি খবর প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল ৷ সেই খবরকে "ভুল পথে চালিত" আর "ক্ষতিকর" বলে কড়া সমালোচনা করল দেশের কেন্দ্রীয় সরকার ৷ আর পাশাপাশি সরকার যে ফেসবুককে এই কাজ করতে নির্দেশ দেয়নি, এ বিষয়টিও স্পষ্ট করল ৷

"ফেসবুক ব্লকস, দেন রিস্টোরস, কনটেন্ট কলিং অন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি টু রিজাইন"-

এই রিপোর্টে সরকার জানিয়েছে, ফেসবুকে একটি নির্দিষ্ট হ্যাশট্যাগের পোস্ট সরানো নিয়ে ওয়ালস্ট্রিটের খবর ক্ষতিকর উদ্দেশ্যে নিয়ে করা ৷ খবরে প্রকাশিত তথ্য ভারত সরকার জনগণের ভিন্ন মত প্রকাশকে আটকাতে ফেসবুককে এই নির্দেশ দিয়েছে, তা সম্পূর্ণ ভুল ৷ এই হ্যাশট্যাগ মুছে ফেলা নিয়ে সরকার কোনো নির্দেশ দেয়নি ৷ ফেসবুকও এ বিষয়ে পরিষ্কার করে জানিয়েছে যে, তার ভুল করে এটা মুছে ফেলেছে ৷

2021-র 5মার্চ ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি খবরও ভুয়ো খবর ছাপা হয়েছিল ৷ তার হেডিং ছিল "ইন্ডিয়া থ্রেটেনস জেল ফর ফেসবুক, হোয়্যাটস্অ্যাপ অ্যান্ড টুইটার এমপ্লয়িজ ৷" ভারত সরকার তখনও এই মিথ্যে ও বানানো খবরকে প্রতিহত করে সরকারি ভাবে তাদের কাছে বার্তা পাঠিয়েছিল ৷

দেশের ফ্রন্ট-লাইন কর্মচারী আর চিকিৎসার সঙ্গে জড়িত পেশার মানুষদের প্রচেষ্টার প্রচারে সংবাদমাধ্যম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ এরকম একটা স্পর্শকাতর সময়ে আমরা সংবাদমাধ্যমের কাছে আবেদন জানাব, তারা যেন কোটি কোটি ভারতীয়দের সঙ্গে থাকে, কারণ আমরা সবাই একসঙ্গে প্যানডেমিকের বিরুদ্ধে লড়ছি ৷

সম্প্রতি ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদিকে দায়ী করে #রিজাইন মোদি পোস্টে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম ৷ দীর্ঘক্ষণ ব্লক থাকার পর ফের পোস্টটি ফিরিয়ে দিয়ে ফেসবুকও স্বীকার করে যে, তারা ভুল করে এই পোস্টটি মুছে ফেলেছিল ৷

কোভিড নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এই অভিযোগে সম্প্রতি কেন্দ্রীয় সরকার টুইটারকেও 50টি পোস্ট মুছে ফেলতে নির্দেশ দেয় ৷ কেন্দ্রীয় সরকার জোর খাটিয়ে তাদের নীতির বিরুদ্ধে করা পোস্টগুলি মুছে ফেলতে বাধ্য করছে সংস্থাকে, এই অভিযোগ উঠেছিল সেই সময় আর তীব্র সমালোচনা হয়েছিল কেন্দ্রের এই পদক্ষেপের বিরুদ্ধে ৷

এ বছরের শুরুতেও "ভারতের সার্বভৌমত্ব আর অখণ্ডতাকে" বিনষ্ট করার অভিযোগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু পোস্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ আর এই প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণ করতে দেশের সোশ্যাল মিডিয়ার উপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছিল কেন্দ্রীয় সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.