কলকাতা, 26 জানুয়ারি : গোয়ায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে ৷ ঘাসফুল শিবির ছেড়ে বেরিয়ে যাওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে ওই রাজ্যে ৷ বুধবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বেরিয়ে গেলেন আরও একজন ৷
তিনি যতীশ নায়েক৷ পেশায় আইনজীবী ৷ সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন ৷ তাঁকে ওই রাজ্যের সাধারণ সম্পাদকের পদও দেওয়া হয়েছিল ৷ তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে গোয়ায় মমতার হাত ধরে পরিবর্তনের পক্ষে সওয়াল করতে শোনা গিয়েছে তাঁকে ৷
সেই যতীশ সাধারণতন্ত্র দিবসে চিঠি লিখলেন দলের গোয়া শাখার সভাপতি ৷ সেই চিঠিতে তিনি জানিয়েছেন যে তিনি তৃণমূল ছাড়ছেন (Yatish Naik quits TMC) ৷ তাঁর দাবি, গোয়ার মানুষের জন্য কাজ করতেই তিনি রাজনীতি করেন ৷ কিন্তু তৃণমূলে সামিল হয়ে তাঁকে তাঁর নীতির সঙ্গে সমঝোতা করতে হচ্ছে ৷
তাঁর অভিযোগ, গোয়ায় তৃণমূল যেভাবে চলছে, তাতে তিনি ওই দলে থাকার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না ৷ তাছাড়া তাঁকে তৃণমূলে অপমানিত হতে হয়েছে ৷ তাই তিনি তৃণমূল থেকে পদত্যাগ করলেন ৷
-
I have resigned from the TMC. Please read the letter annexed hereto. pic.twitter.com/GightYaXXC
— yatish naik (@yatish_naik) January 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I have resigned from the TMC. Please read the letter annexed hereto. pic.twitter.com/GightYaXXC
— yatish naik (@yatish_naik) January 26, 2022I have resigned from the TMC. Please read the letter annexed hereto. pic.twitter.com/GightYaXXC
— yatish naik (@yatish_naik) January 26, 2022
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছরের অগস্ট-সেপ্টেম্বর থেকে তৃণমূল গোয়ায় সংগঠন বৃদ্ধি শুরু করে ৷ বেশ কয়েকজন প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ বহু রাজনৈতিক নেতা তৃণমূলে যোগদান করেন ৷ দু’বার গোয়া সফর করেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ৷ বেশ কয়েকবার গিয়েছেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC National General Secretary) ৷
তৃণমূল বরাবর দাবি করেছে, বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াই করার জন্যই গোয়া বা ত্রিপুরার মতো রাজ্যে ক্রমশ শক্তিবৃদ্ধি শুরু করেছে ৷ এবার গোয়ার বিধানসভা নির্বাচনে (Goa Assembly Election 2022) তৃণমূল বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বী ৷
কিন্তু সাম্প্রতিক কালে বেশ কয়েকজনের মোহভঙ্গ হয়েছে তৃণমূল সম্পর্কে ৷ তারা প্রকাশ্যে তৃণমূলের সমালোচনা করে দলও ছেড়েছেন ৷ ফলে ভোট যত এগিয়ে আসছে, ততই অস্বস্তি বাড়ছে ঘাসফুল শিবিরে ৷
আরও পড়ুন : TMC Star Campaigners for Goa : গোয়া বিধানসভা ভোটের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল
এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে তৃণমূল বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না বলে কার্যত বুঝিয়ে দিয়েছে ৷ কারণ, এদিনই গোয়া তৃণমূলের তরফে টুইট করে নতুন যোগদানের বিষয়ে জানানো হয় ৷ সেই তালিকায় রয়েছেন কুনকোলিম মিউনিসিপ্যাল কাউন্সিলের সচিন রোহিদাস নায়েক ও ওই এলাকার একজন ব্যবসায়ী লিন্ডন নোরোনহা ৷
-
We are delighted to welcome Shri Sachin Rohidas Naik, former Independent councillor candidate of Cuncolim Municipal Council and Shri Lyndon Noronha, businessman from Cuncolim, to our Goa Trinamool Congress family!#GoenchiNaviSakal pic.twitter.com/M8LxVVyGKo
— AITC Goa (@AITC4Goa) January 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">We are delighted to welcome Shri Sachin Rohidas Naik, former Independent councillor candidate of Cuncolim Municipal Council and Shri Lyndon Noronha, businessman from Cuncolim, to our Goa Trinamool Congress family!#GoenchiNaviSakal pic.twitter.com/M8LxVVyGKo
— AITC Goa (@AITC4Goa) January 26, 2022We are delighted to welcome Shri Sachin Rohidas Naik, former Independent councillor candidate of Cuncolim Municipal Council and Shri Lyndon Noronha, businessman from Cuncolim, to our Goa Trinamool Congress family!#GoenchiNaviSakal pic.twitter.com/M8LxVVyGKo
— AITC Goa (@AITC4Goa) January 26, 2022