ETV Bharat / bharat

TMC-Goa: ত্রিপুরার পুনরাবৃত্তি গোয়ায়, তৃণমূলের কর্মসূচিতে বাধা পুলিশের - Mamata Banerjee

২৮ অক্টোবর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া যাচ্ছেন । তার আগে জমি তৈরির জন্য দলের একঝাঁক সাংসদকে সেখানে পাঠিয়ে দিয়েছেন তিনি । মমতা আসার আগে সেখানকার মানুষের কাছে তৃণমূলের অবস্থান এবং লক্ষ্য তুলে ধরাই কাজ ছিল ওই সাংসদদের ।

Goa Police prevents TMC to hold political programme days before mamata banerjees visit
গোয়ায় তৃণমূলের কর্মসূচিতে বাধা পুলিশের
author img

By

Published : Oct 25, 2021, 5:42 PM IST

পঞ্জিম, 25 অক্টোবর: ত্রিপুরার পর এ বার গোয়াতেও বিজেপির সঙ্গে সরাসরি সংঘাতে তৃণমূল। আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই সেখানে শিকড় বিস্তার করতে উদ্যোগী হয়েছে জোড়াফুল শিবির । কিন্তু শুরুতেই সেখানে ধাক্কা খেতে হল তাদের । তৃণমূলকে সেখানে রাজনৈতিক সমাবেশ করায় অনুমোদন দিল না গোয়া পুলিশ ।

ত্রিপুরার পর গোয়াতেও বিজেপিকে টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল নেতৃত্ব । ২৮ অক্টোবর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া যাচ্ছেন । তার আগে জমি তৈরির জন্য দলের একঝাঁক সাংসদকে সেখানে পাঠিয়ে দিয়েছেন তিনি । মমতা আসার আগে সেখানকার মানুষের কাছে তৃণমূলের অবস্থান এবং লক্ষ্য তুলে ধরাই কাজ ছিল ওই সাংসদদের ।

তাই যে যে বিষয়গুলি নিয়ে গোয়ায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে তৃণমূল, ইস্তেহারের আদলে লিখিত তালিকা তৈরি করা হয়েছিল । সোমবার বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেটি প্রকাশ করার কথা ছিল তৃণমূল নেতৃত্বের । কিন্তু শেষ মুহূর্তে তাতে বাদ সাধল গোয়া পুলিশ । জানিয়ে দেওয়া হয়, সেখানে রাজনৈতিক অনুষ্ঠান করার অনুমতি নেই তৃণমূলের ।

পুলিশকে দিয়ে আসল বিজেপিই তাঁদের সভা করতে দিচ্ছে না বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের ।

পঞ্জিম, 25 অক্টোবর: ত্রিপুরার পর এ বার গোয়াতেও বিজেপির সঙ্গে সরাসরি সংঘাতে তৃণমূল। আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই সেখানে শিকড় বিস্তার করতে উদ্যোগী হয়েছে জোড়াফুল শিবির । কিন্তু শুরুতেই সেখানে ধাক্কা খেতে হল তাদের । তৃণমূলকে সেখানে রাজনৈতিক সমাবেশ করায় অনুমোদন দিল না গোয়া পুলিশ ।

ত্রিপুরার পর গোয়াতেও বিজেপিকে টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল নেতৃত্ব । ২৮ অক্টোবর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া যাচ্ছেন । তার আগে জমি তৈরির জন্য দলের একঝাঁক সাংসদকে সেখানে পাঠিয়ে দিয়েছেন তিনি । মমতা আসার আগে সেখানকার মানুষের কাছে তৃণমূলের অবস্থান এবং লক্ষ্য তুলে ধরাই কাজ ছিল ওই সাংসদদের ।

তাই যে যে বিষয়গুলি নিয়ে গোয়ায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে তৃণমূল, ইস্তেহারের আদলে লিখিত তালিকা তৈরি করা হয়েছিল । সোমবার বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেটি প্রকাশ করার কথা ছিল তৃণমূল নেতৃত্বের । কিন্তু শেষ মুহূর্তে তাতে বাদ সাধল গোয়া পুলিশ । জানিয়ে দেওয়া হয়, সেখানে রাজনৈতিক অনুষ্ঠান করার অনুমতি নেই তৃণমূলের ।

পুলিশকে দিয়ে আসল বিজেপিই তাঁদের সভা করতে দিচ্ছে না বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.