নয়াদিল্লি, 1 অগস্ট : গোয়ার রেস্তরাঁর মালিক নন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Union Minister Smriti Irani) ও তাঁর কন্যা জয়ীশ ৷ সোমবার জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court) ৷ আদালত জানিয়েছে যে তাঁদের নামে কোনও লাইসেন্স কখনও দেওয়া হয়নি ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি অভিযোগ ওঠে যে গোয়ায় অবৈধভাবে বার চালাচ্ছেন স্মৃতির মেয়ে জয়ীশ ৷ এই ইস্যুতে সরব হয় কংগ্রেস (Congress) ৷ এই নিয়ে আদালতের দ্বারস্থ হন স্মৃতি ৷ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মানহানির মামলা (Defamation Case against Congress Leaders) করেন দিল্লি হাইকোর্টে ৷
সোমবার সেই মামলার শুনানিতেই এই কথা জানিয়েছে আদালত ৷ দিল্লি হাইকোর্ট জানিয়েছে, রেস্তরাঁ বা জমির মালিক স্মৃতি বা তাঁর মেয়ে নন ৷ তাঁরা কোনও লাইসেন্সের জন্যও আবেদন করেননি ৷
স্মৃতি ইরানি মামলা করেছিলেন মূলত কংগ্রেসের জয়রাম রমেশ, পবন খেরা ও নেট্টা ডি’সুজার বিরুদ্ধে ৷ তাঁদের বিরুদ্ধে 2 কোটি টাকার মানহানির মামলা করেছিলেন ‘ভিত্তিহীন’ অভিযোগ করার জন্য ৷ আদালতের তরফে এদিন ওই কংগ্রস নেতাদের নোটিশ দেওয়া হয়েছে ৷ স্মৃতির বিরুদ্ধে অভিযোগ করে তাঁরা যে টুইট বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, সেগুলি মুছে ফেলতে নির্দেশ দিয়েছে আদালত ৷
এদিকে স্মৃতির দাবি, তিনি গান্ধি পরিবারের (Gandhi Family) দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন বলেই তাঁকে ও তাঁর কন্যার ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা করা হল ৷ গান্ধি পরিবারের নির্দেশেই এই কাজ করা হয়েছে ৷
আরও পড়ুন : Silly Souls Goa Cafe Row: গোয়ায় পর্তুগিজ আইন ! স্মৃতি-সোলস-জইশের পাশে মৃত অ্যান্থনির স্ত্রী