ETV Bharat / bharat

Kanpur Horror: বান্ধবীর সঙ্গে সঙ্গমে জোর প্রেমিকার, আপত্তিতে কামড়ে রক্তাক্ত বিবাহিত যুবকের যৌনাঙ্গ - উত্তরপ্রদেশের কানপুর

Woman Bites off Partner's Private part: বিবাহিত এক যুবককে বাড়িতে ডেকে এনে প্রেমিকা তাঁর বান্ধবীর সঙ্গে সঙ্গমে জোরাজুরি করে বলে অভিযোগ ৷ তাতে আপত্তি জানানোয় ভয়ানক পরিণতি হয় যুবকের ৷ উত্তরপ্রদেশের কানপুরের সাংঘাতিক ঘটনাটি জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

Kanpur Horror
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 8:13 PM IST

কানপুর, 26 সেপ্টেম্বর: পরকীয়া সম্পর্কের মর্মান্তিক পরিণতির শিকার হলেন এক যুবক ৷ অভিযোগ, তাঁকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে প্রেমিকা তাঁর বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য জোরাজুরি করেন ৷ তাতে ওই যুবক রাজি না হওয়ায়, তাঁর যৌনাঙ্গ কামড়ে রক্তাক্ত করে দেন প্রেমিকার বান্ধবী ৷ সোমবার উত্তরপ্রদেশের কানপুরে ঘটেছে এই সাংঘাতিক ঘটনা ৷

ঠিক কী হয়েছিল: চৌবেপুর থানা এলাকার একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, ওই যুবক বিবাহিত ৷ তবে তিনি এক যুবতীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন এবং তাঁরা রাতে লুকিয়ে দেখা করতেন ৷ সোমবার রাতে ওই যুবককে নিজের বাড়িতে ডেকে পাঠান তাঁর প্রেমিকা ৷ যুবক সেখানে গিয়ে দেখেন যে, প্রেমিকার বাড়িতে উপস্থিত রয়েছেন তাঁর এক বান্ধবীও ৷

কিছু সময় পরই নিজের বান্ধবীর সঙ্গে ওই যুবককে যৌন সম্পর্ক স্থাপনের জন্য জোরাজুরি শুরু করেন তাঁর প্রেমিকা ৷ তবে তাতে রাজি হননি ওই যুবক ৷ তিনি এর তীব্র বিরোধিতা করলে তাঁর প্রেমিকার বান্ধবী বেজায় চটে যান এবং কামড়ে যুবকের যৌনাঙ্গকে ক্ষতবিক্ষত করে দেন বলে অভিযোগ ৷ যন্ত্রণায় যুবক চিৎকার করে উঠলে তাই শুনে গ্রামবাসীরা সেখানে জড়ো হন ৷ এই অবস্থায় সবার সামনে যাতে ধরা পড়ে না-যান, সে জন্য ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই যুবক ।

আরও পড়ুন: সিগারেট নিয়ে বন্ধুদের সঙ্গে ঝামেলা, বিশাখাপত্তনমে শ্বাসরোধ করে হত্যা কিশোরকে !

স্ত্রীকে সব কথা জানান যুবক: রক্তাক্ত অবস্থায় বাড়ি পৌঁছে স্ত্রীকে সব কথা খুলে বলতে বাধ্য হন যুবক ৷ সম্মানহানির আশংকায় তিনি স্ত্রীকে বলেন, এ বিষয়ে পুলিশকে কিছু না-জানাতে ৷ কিন্তু, স্বামীর অবস্থার অবনতি হতে দেখে স্ত্রী 112 নম্বরে ডায়াল করে পুলিশকে গোটা বিষয়টি জানান । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে প্রাথমিক চিকিৎসার জন্য চৌবেপুর কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করে । যুবকের অবস্থা আশংকাজনক দেখে তাঁকে কানপুর জেলা হাসপাতালে রেফার করা হয় ।

পুলিশ মামলা দায়ের করেছে: তবে চৌবেপুর থানার পুলিশ এখনই এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি ৷ চৌবেপুর থানার স্টেশন অফিসার বলেন, মারপিটের একটি ঘটনার খবর আসায় সেই ধারায় মামলা দায়ের হয়েছে । এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে । গোপনাঙ্গে হামলার মতো কোনও ঘটনার কোনও তথ্য নেই ।

কানপুর, 26 সেপ্টেম্বর: পরকীয়া সম্পর্কের মর্মান্তিক পরিণতির শিকার হলেন এক যুবক ৷ অভিযোগ, তাঁকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে প্রেমিকা তাঁর বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য জোরাজুরি করেন ৷ তাতে ওই যুবক রাজি না হওয়ায়, তাঁর যৌনাঙ্গ কামড়ে রক্তাক্ত করে দেন প্রেমিকার বান্ধবী ৷ সোমবার উত্তরপ্রদেশের কানপুরে ঘটেছে এই সাংঘাতিক ঘটনা ৷

ঠিক কী হয়েছিল: চৌবেপুর থানা এলাকার একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, ওই যুবক বিবাহিত ৷ তবে তিনি এক যুবতীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন এবং তাঁরা রাতে লুকিয়ে দেখা করতেন ৷ সোমবার রাতে ওই যুবককে নিজের বাড়িতে ডেকে পাঠান তাঁর প্রেমিকা ৷ যুবক সেখানে গিয়ে দেখেন যে, প্রেমিকার বাড়িতে উপস্থিত রয়েছেন তাঁর এক বান্ধবীও ৷

কিছু সময় পরই নিজের বান্ধবীর সঙ্গে ওই যুবককে যৌন সম্পর্ক স্থাপনের জন্য জোরাজুরি শুরু করেন তাঁর প্রেমিকা ৷ তবে তাতে রাজি হননি ওই যুবক ৷ তিনি এর তীব্র বিরোধিতা করলে তাঁর প্রেমিকার বান্ধবী বেজায় চটে যান এবং কামড়ে যুবকের যৌনাঙ্গকে ক্ষতবিক্ষত করে দেন বলে অভিযোগ ৷ যন্ত্রণায় যুবক চিৎকার করে উঠলে তাই শুনে গ্রামবাসীরা সেখানে জড়ো হন ৷ এই অবস্থায় সবার সামনে যাতে ধরা পড়ে না-যান, সে জন্য ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই যুবক ।

আরও পড়ুন: সিগারেট নিয়ে বন্ধুদের সঙ্গে ঝামেলা, বিশাখাপত্তনমে শ্বাসরোধ করে হত্যা কিশোরকে !

স্ত্রীকে সব কথা জানান যুবক: রক্তাক্ত অবস্থায় বাড়ি পৌঁছে স্ত্রীকে সব কথা খুলে বলতে বাধ্য হন যুবক ৷ সম্মানহানির আশংকায় তিনি স্ত্রীকে বলেন, এ বিষয়ে পুলিশকে কিছু না-জানাতে ৷ কিন্তু, স্বামীর অবস্থার অবনতি হতে দেখে স্ত্রী 112 নম্বরে ডায়াল করে পুলিশকে গোটা বিষয়টি জানান । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে প্রাথমিক চিকিৎসার জন্য চৌবেপুর কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করে । যুবকের অবস্থা আশংকাজনক দেখে তাঁকে কানপুর জেলা হাসপাতালে রেফার করা হয় ।

পুলিশ মামলা দায়ের করেছে: তবে চৌবেপুর থানার পুলিশ এখনই এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি ৷ চৌবেপুর থানার স্টেশন অফিসার বলেন, মারপিটের একটি ঘটনার খবর আসায় সেই ধারায় মামলা দায়ের হয়েছে । এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে ৷ ঘটনার তদন্ত করা হচ্ছে । গোপনাঙ্গে হামলার মতো কোনও ঘটনার কোনও তথ্য নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.