ETV Bharat / bharat

Girl Mahatma Gandhi মাথা কামানো, গায়ে সাদা চাদর, মীরাটে তেরঙা যাত্রায় গান্ধি, সুভাষ আর ঝাঁসির রানি

আগামিকাল স্বাধীনতা দিবস ৷ চলছে আজাদি কা অমৃত মহোৎসব ৷ মীরাটে একটি তিরঙ্গা যাত্রায় স্কুলের ছাত্রীরা স্বাধীনতা সংগ্রামী মতো সেজেছে ৷ তাদের মধ্যে নজর কেড়েছে (Girl Shaves Head) ৷

Girl shaved as Mahatma Gandhi
মহাত্মা গান্ধি সেজেছে স্কুল ছাত্রী
author img

By

Published : Aug 14, 2022, 1:13 PM IST

Updated : Aug 14, 2022, 2:21 PM IST

মীরাট, 14 অগস্ট: মাথা কামানো ৷ চোখে চশমা ৷ গায়ে সাদা চাদর ৷ নাকের সঙ্গেও মিল রয়েছে ৷ দূর থেকে যেন ঠিক মহাত্মা গান্ধি ৷ ছোট্ট মেয়েটার উপর মহাত্মার প্রভাব এতটাই যে নিজের মাথা কামিয়ে ফেলতে একটুও দ্বিধা করেনি ছাত্রী ৷ তেরঙা পতাকা নিয়ে শোভাযাত্রার মধ্যেও আলাদা করে চোখে পড়ছে তার চশমা, চুল না-থাকা মাথা, লম্বা নাক ৷ এছাড়া তিরঙ্গা যাত্রায় বাচ্চা মেয়েরা নেতাজি সুভাষচন্দ্র বসু, ঝাঁসির রানি লক্ষ্মীবাই সেজেছেন আরও দুই ছাত্রী ৷ এমনই দৃশ্য নজর কাড়ল উত্তর প্রদেশের মীরাটে (Girl Shaves Head to resemble Mahatma Gandhi in Meerut Tiranga rally) ৷

Netaji Subhas Chandra Bose
নেতাজি সুভাষ চন্দ্র বসু

আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরে বিপ্লবীদের নামাঙ্কিত ফলক স্থাপন করে শ্রদ্ধাজ্ঞাপন

মহাত্মা গান্ধির মতো সেজেছে স্থানীয় স্কুলছাত্রী রামশা ৷ স্বাধীনতার 75 বছরে এমন সেজে খুব উত্তেজিত সে ৷ রামশার কথায়, "গান্ধিজি দেশের জন্য জীবন দিয়েছেন ৷ আমি শুধুমাত্র আমার মাথাটা কামিয়েছি ৷" তার বাবা চন্দ মহম্মদ পেশায় নাপিত ৷ তিনিও মেয়েকে উৎসাহিত করে নিজেই কাজটি করেন ৷ রামশা ছাড়াও আসিয়া লক্ষ্মীবাই হয়েছে, উর্মিশ নেতাজি সুভাষ চন্দ্র বসু হয়েছে ৷

Jhansi Rani
ঝাঁসির রানি

তিরঙ্গা ব়্যালিতে স্বাধীনতা সংগ্রামীদের মতো সাজতে পেরে ছাত্রীরা খুবই আনন্দিত ৷ জেলাশাসক দীপিকা মীনা এবং বিধায়ক অমিত আগরওয়ালও তাঁদের প্রশংসা করেন ৷ স্বাধীনতার 75 বছরে আজাদি কা অমৃত মহোৎসবের (Azadi ka Amrit Mahotsav) অংশ হিসেবে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল ৷

মীরাট, 14 অগস্ট: মাথা কামানো ৷ চোখে চশমা ৷ গায়ে সাদা চাদর ৷ নাকের সঙ্গেও মিল রয়েছে ৷ দূর থেকে যেন ঠিক মহাত্মা গান্ধি ৷ ছোট্ট মেয়েটার উপর মহাত্মার প্রভাব এতটাই যে নিজের মাথা কামিয়ে ফেলতে একটুও দ্বিধা করেনি ছাত্রী ৷ তেরঙা পতাকা নিয়ে শোভাযাত্রার মধ্যেও আলাদা করে চোখে পড়ছে তার চশমা, চুল না-থাকা মাথা, লম্বা নাক ৷ এছাড়া তিরঙ্গা যাত্রায় বাচ্চা মেয়েরা নেতাজি সুভাষচন্দ্র বসু, ঝাঁসির রানি লক্ষ্মীবাই সেজেছেন আরও দুই ছাত্রী ৷ এমনই দৃশ্য নজর কাড়ল উত্তর প্রদেশের মীরাটে (Girl Shaves Head to resemble Mahatma Gandhi in Meerut Tiranga rally) ৷

Netaji Subhas Chandra Bose
নেতাজি সুভাষ চন্দ্র বসু

আরও পড়ুন: স্বাধীনতার 75 বছরে বিপ্লবীদের নামাঙ্কিত ফলক স্থাপন করে শ্রদ্ধাজ্ঞাপন

মহাত্মা গান্ধির মতো সেজেছে স্থানীয় স্কুলছাত্রী রামশা ৷ স্বাধীনতার 75 বছরে এমন সেজে খুব উত্তেজিত সে ৷ রামশার কথায়, "গান্ধিজি দেশের জন্য জীবন দিয়েছেন ৷ আমি শুধুমাত্র আমার মাথাটা কামিয়েছি ৷" তার বাবা চন্দ মহম্মদ পেশায় নাপিত ৷ তিনিও মেয়েকে উৎসাহিত করে নিজেই কাজটি করেন ৷ রামশা ছাড়াও আসিয়া লক্ষ্মীবাই হয়েছে, উর্মিশ নেতাজি সুভাষ চন্দ্র বসু হয়েছে ৷

Jhansi Rani
ঝাঁসির রানি

তিরঙ্গা ব়্যালিতে স্বাধীনতা সংগ্রামীদের মতো সাজতে পেরে ছাত্রীরা খুবই আনন্দিত ৷ জেলাশাসক দীপিকা মীনা এবং বিধায়ক অমিত আগরওয়ালও তাঁদের প্রশংসা করেন ৷ স্বাধীনতার 75 বছরে আজাদি কা অমৃত মহোৎসবের (Azadi ka Amrit Mahotsav) অংশ হিসেবে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল ৷

Last Updated : Aug 14, 2022, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.