কাসারগোড়, 18 অগস্ট: নাবালিকা আত্মীয়াকে টানা আট বছর ধরে লাগাতার যৌন অত্যাচারের অভিযোগে এক ব্যক্তিকে 97 বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত ৷ পাশাপাশি তাকে 8.5 লাখ টাকা জরিমানাও করা হয়েছে ৷ কেরলের কাসারগোড়ের এই পস্কো মামলাকে একটি বিরল মামলা হিসেবে চিহ্নিত করেছেন বিচারক ৷
বৃহস্পতিবার 39 বছরের অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কাসারগোড়ের অতিরিক্ত জেলা দায়রা আদালত ৷ অভিযোগ, টানা আট বছর ধরে ওই ব্যক্তির লালসার শিকার হয়েছে তার নাবালিকা বোনঝি ৷ প্রথম শ্রেণিতে পড়ার সময় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সেই শিশুর উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ৷ 2008 থেকে 2017 সাল পর্যন্ত চলে অত্যাচার ৷ সরকার পক্ষের আইনজীবী প্রকাশ আম্মানাইয়া জানিয়েছেন, নিজের মামার কাছে বহু বার নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে সেই শিশু ৷
আরও পড়ুন: মহিলাকে ধর্ষণের অভিযোগে কনস্টেবলকে বেধড়ক মার স্থানীয়দের, পালাল পুলিশের সহযোগিতায় !
মঞ্জেশ্বরম পুলিশ মামলাটি নথিভুক্ত করেছিল এবং প্রথমে ইন্সপেক্টর এভি দীনেশ ও পরে পি রাজেশের নেতৃত্বে মামলার তদন্ত হয় । তদন্ত শেষ করে মঞ্জেশ্বরমের ইন্সপেক্টর ই অনুপ কুমার আদালতে চার্জশিট জমা দেন । কাসারগোড় অতিরিক্ত দায়রা আদালতের বিচারক এ মনোজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন ৷ তার বিরুদ্ধে 9 বার ওই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ছিল ৷ প্রতি অপরাধের জন্য আলাদা করে বছর গুনে তাকে হাজতবাস দেওয়া হয় ৷
সরকারি আইনজীবী আম্মানাইয়া জানিয়েছেন, "সবমিলিয়ে আদালত অভিযুক্তকে 97 বছরের সশ্রম কারাদণ্ড ও 8.5 লাখ টাকা জরিমানার সাজা দিয়েছে ৷ জরিমানা না দিলে আরও 8.5 বছর হাজতে থাকতে হবে অভিযুক্তকে ৷"
জানা গিয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ব্যবসা করত ৷ আর যখনই সে ছুটি নিয়ে দেশে ফিরত, তখনই সে তার বোনঝিকে যৌন নিগ্রহ করত ৷ ওই নাবালিকার বাবা তাদের ছেড়ে চলে যাওয়ায় শিশুটি ও তার মায়ের খরচ চালাত সাজাপ্রাপ্ত ব্যক্তি ৷ প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নিগ্রহের শিকার হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে ওই নাবালিকা ৷ সে যখন দশম শ্রেণিতে ওঠে তখন চিকিৎসকের সাহায্য নিলে বিষয়টি সামনে আসে ৷ চিকিৎসক পুলিশের দ্বারস্থ হলে কিশোরী তার যন্ত্রণার কথা খুলে বলে ৷ তখনই তার মামার বিরুদ্ধে পক্সো ধারায় মামলা করা হয় ৷