সীতাপুর, 20 মার্চ : উচ্চ মাধ্যমিকে প্রাপ্তি 'মাত্র' 81 শতাংশ নম্বর । মনের মতো ফলাফল একেবারেই না হওয়ায় রীতিমতো ভেঙে পড়েছিল বছর সতেরোর গরিমা ভার্মা । শেষ পর্যন্ত অবসাদ সইতে না পেরে খালে ঝাঁপ দেয় উত্তর প্রদেশের ওই ছাত্রী । তার ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোটও । ডুবুরি নামিয়ে নিঁখোজ ছাত্রীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Girl jumped in Canal after getting 81 per cent in HS) ।
গরিমা সীতাপুরের মাহমুদাবাদ তহসিলের সীতা ইন্টার কলেজের ইন্টারমিডিয়েট ছাত্রী ৷ শনিবার সন্ধেয় উত্তর প্রদেশ বোর্ডের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয় ৷ তাতে দেখা যায়, গরিমা 81 শতাংশ নম্বর পেয়েছে । আরও 'কম' নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীরা যখন কলেজে ওঠার আনন্দে মেতেছেন, তখন ভাল ফল করেও অবসাদের অন্ধকারে তলিয়ে যায় গরিমা । বাবা গিরিশচন্দ্র ভার্মা জানিয়েছেন, গরিমা রাজ্যের মেধা তালিকার শীর্ষে নিজের নাম দেখতে চেয়েছিল । তা না হওয়াতেই রীতিমতো হতাশ হয়ে পড়ে সে ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে গরিমা মাহমুদাবাদে কোচিংয়ে যাওয়ার জন্য বের হয়েছিল । কিন্তু কোচিং সেন্টার পর্যন্ত পৌঁছনোর আগেই সারদা সহায়ক খালে ঝাঁপ দেয় সে । এমনটাই অনুমান পুলিশের । ওই খালের পাশ দিয়ে যাওয়ার সময় এক পথচারী রাস্তার ধারে সাইকেল ও ব্যাগ পড়ে থাকতে দেখেন । তারপরেই ব্যাগের ভিতর থেকে পাওয়া মোবাইল নম্বরের ফোন করে বিষয়টি গরিমার পরিবারের সদস্যদের জানান । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের লোকজন ৷
আরও পড়ুন : আন্দোলন করেও মেলেনি পাশ মার্কস, আত্মঘাতী উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ পরীক্ষার্থী
পুলিশ জানিয়েছে, ডুবুরিদের সাহায্য ওই ছাত্রীর খোঁজ চালানো হচ্ছে । প্রসঙ্গত, তার ব্যাগ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে । যাতে লেখা রয়েছে, 'সরি মাম্মি-সরি পাপা' । আমি নিজের ইচ্ছায় আত্মহত্যা করছি, আমি জানি এটা ভুল, কিন্তু আমি এই পদক্ষেপ নিতে যাচ্ছি ।"