ETV Bharat / bharat

Girl Dies in Food Poisoning: সাওয়রমা খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু তরুণীর, জেলাজুড়ে নিষিদ্ধ হল এই খাবার! - খাদ্য সুরক্ষা দফতর

রেস্তরাঁয় চিকেন সাওয়ারমা খাবার পরই বিষক্রিয়ার জেরে তরুণীর মৃত্যুর অভিযোগ ৷ রেস্তরাঁটিকে সিল করে দিলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা ৷ গ্রেফতার করা হয়েছে রেস্তরাঁর মালিককে ৷ এখানেই শেষ নয়, আরও বড় সিদ্ধান্ত নিলেন ডিস্ট্রিক কালেক্টর।

Girl dies in Food Poisoning
রেস্তরাঁটিকে সিল করল খাদ্য সুরক্ষা দফতর
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2023, 6:43 PM IST

নমাক্কাল(তামিলনাড়ু), 19 সেপ্টেম্বর: রেস্তরাঁর একটি বিশেষ খাবার খেয়ে বিষক্রিয়ার জেরে তরুণীর মৃত্যুর অভিযোগ ৷ এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে তামিলনাড়ু নমাক্কাল এলাকায় । বিশেষ খাবরটি সাওয়ারমা। যে খাবার পরই অসুস্থ হয়েছেন অন্তত 19 ৷ মৃত্যু হয়েছে এক তরুণীর। ঘটনায় রেস্তরাঁ সিল করেই ক্ষান্ত থাকল না জেলা প্রশাসন। নমাক্কাল জেলাজুড়ে আপাতত নিষিদ্ধ করা হল সাওয়রমা। ঘটনা সামনে আসার পর নমাক্কল পারমাথি রোডে অবস্থিত ওই রেস্তরাঁকে প্রথমেই সিল করে দিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা ৷ গ্রেফতার করা হয়েছে রেস্তরাঁর মালিক ও দুই কর্মচারীকে ৷

সূত্রের খবর, গত শনিবার অর্থাৎ 16 সেপ্টেম্বর এই রেস্তরাঁয় খেতে যান নমাক্কল সরকারি মেডিক্যাল কলেজের 13 শিক্ষার্থী । তাঁরা সেখানে সাওয়ারমা এবং মুরগির ঝোল ভাত খান, এরপর রাতে কলেজ হোস্টেলে ফিরে আসেন । তারপরেই ওই 13 পড়ুয়ার সবাই হঠাৎ বমি করতে থাকে ও জ্বর আসে তাঁদের । ছাত্রাবাসের গার্ড অবিলম্বে পড়ুয়াদের নমাক্কাল জেলা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান । রেস্তরাঁয় খাওয়া খাবারের কারণে শিক্ষার্থীদের অ্যালার্জি হয়েছে বলে জানান চিকিৎসকরা । অসুস্থ সকলেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ।

একইভাবে পেটি পুটুর বাজার থেকে আসা কবিতা, তাঁর মেয়ে কালাইয়ারসি, ছেলে ভূপতি এবং মা সুজিতা ওই একই রেস্তরাঁ থেকে শাওয়ারমা আর বিরিয়ানি খান । বাড়ি ফেরার সময় তাঁদেরও বমি শুরু হয় ৷ পরে জ্বর আসে ৷ পড়ুয়াদের মতো একই উপসর্গ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন তাঁরা । এরপর সেখান থেকে নমাক্কাল সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের ৷ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কালাইয়ারসির ৷ মৃত ওই তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তাঁদের নিয়ে মোট 19 জন নমাক্কল সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । সকলেই ওই রেস্তরাঁয় খাবার খেয়েছিল ৷

আরও পড়ুন: জব্বলপুর হস্টেলে খাবারে বিষক্রিয়ায় অসুস্থ 300 পড়ুয়া, হাসপাতালে চিকিৎসাধীন

এমতাবস্থায় নমাক্কল জেলা কালেক্টর উমা ব্যক্তিগতভাবে অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন । পরে কালেক্টর উমা এবং খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা ওই রেস্তরাঁটি পরিদর্শন করেন এবং সেটিকে সিল করে দেন ৷ সূত্রের খবর, পরিদর্শনের সময় আধিকারিকরা দেখেন যে সাওয়ারমা প্রস্তুত করতে ব্যবহৃত মেশিনটি অস্বাস্থ্যকর অবস্থায় ছিল । খাদ্য নিরাপত্তা আধিকারিকরা রেস্তরাঁ থেকে চিকেন পরীক্ষার জন্য নিয়ে এসেছে ৷ এছাড়াও রেস্তরাঁর মালিক নবীন কুমারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং নমাক্কাল পুলিশ ঘটনার তদন্ত করছে ।

নমাক্কাল(তামিলনাড়ু), 19 সেপ্টেম্বর: রেস্তরাঁর একটি বিশেষ খাবার খেয়ে বিষক্রিয়ার জেরে তরুণীর মৃত্যুর অভিযোগ ৷ এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে তামিলনাড়ু নমাক্কাল এলাকায় । বিশেষ খাবরটি সাওয়ারমা। যে খাবার পরই অসুস্থ হয়েছেন অন্তত 19 ৷ মৃত্যু হয়েছে এক তরুণীর। ঘটনায় রেস্তরাঁ সিল করেই ক্ষান্ত থাকল না জেলা প্রশাসন। নমাক্কাল জেলাজুড়ে আপাতত নিষিদ্ধ করা হল সাওয়রমা। ঘটনা সামনে আসার পর নমাক্কল পারমাথি রোডে অবস্থিত ওই রেস্তরাঁকে প্রথমেই সিল করে দিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা ৷ গ্রেফতার করা হয়েছে রেস্তরাঁর মালিক ও দুই কর্মচারীকে ৷

সূত্রের খবর, গত শনিবার অর্থাৎ 16 সেপ্টেম্বর এই রেস্তরাঁয় খেতে যান নমাক্কল সরকারি মেডিক্যাল কলেজের 13 শিক্ষার্থী । তাঁরা সেখানে সাওয়ারমা এবং মুরগির ঝোল ভাত খান, এরপর রাতে কলেজ হোস্টেলে ফিরে আসেন । তারপরেই ওই 13 পড়ুয়ার সবাই হঠাৎ বমি করতে থাকে ও জ্বর আসে তাঁদের । ছাত্রাবাসের গার্ড অবিলম্বে পড়ুয়াদের নমাক্কাল জেলা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান । রেস্তরাঁয় খাওয়া খাবারের কারণে শিক্ষার্থীদের অ্যালার্জি হয়েছে বলে জানান চিকিৎসকরা । অসুস্থ সকলেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ।

একইভাবে পেটি পুটুর বাজার থেকে আসা কবিতা, তাঁর মেয়ে কালাইয়ারসি, ছেলে ভূপতি এবং মা সুজিতা ওই একই রেস্তরাঁ থেকে শাওয়ারমা আর বিরিয়ানি খান । বাড়ি ফেরার সময় তাঁদেরও বমি শুরু হয় ৷ পরে জ্বর আসে ৷ পড়ুয়াদের মতো একই উপসর্গ নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন তাঁরা । এরপর সেখান থেকে নমাক্কাল সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের ৷ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কালাইয়ারসির ৷ মৃত ওই তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তাঁদের নিয়ে মোট 19 জন নমাক্কল সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । সকলেই ওই রেস্তরাঁয় খাবার খেয়েছিল ৷

আরও পড়ুন: জব্বলপুর হস্টেলে খাবারে বিষক্রিয়ায় অসুস্থ 300 পড়ুয়া, হাসপাতালে চিকিৎসাধীন

এমতাবস্থায় নমাক্কল জেলা কালেক্টর উমা ব্যক্তিগতভাবে অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন । পরে কালেক্টর উমা এবং খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা ওই রেস্তরাঁটি পরিদর্শন করেন এবং সেটিকে সিল করে দেন ৷ সূত্রের খবর, পরিদর্শনের সময় আধিকারিকরা দেখেন যে সাওয়ারমা প্রস্তুত করতে ব্যবহৃত মেশিনটি অস্বাস্থ্যকর অবস্থায় ছিল । খাদ্য নিরাপত্তা আধিকারিকরা রেস্তরাঁ থেকে চিকেন পরীক্ষার জন্য নিয়ে এসেছে ৷ এছাড়াও রেস্তরাঁর মালিক নবীন কুমারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং নমাক্কাল পুলিশ ঘটনার তদন্ত করছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.