ETV Bharat / bharat

Girl Dies by Suicide: পণ না পেয়ে বিয়ে ভাঙল বর, ভিডিয়ো পোস্ট করে আত্মঘাতী যুবতী - আত্মঘাতী যুবতী

UP Girl Dies by Suicide: উত্তরপ্রদেশের বাদাউনে বর বিয়ে ভেঙে দেওয়ায় আত্মহত্যা করলেন এক যুবতী । আত্মহত্যার আগে তিনি দুটি ভিডিয়ো পোস্ট করেন ৷ অভিযোগ, বিয়ের ঠিক আগে মোটা টাকা পণ চেয়ে না পাওয়ায় বিয়ে ভেঙে দেয় বরপক্ষ ৷

Girl Dies by Suicide
আত্মঘাতী যুবতী
author img

By

Published : Aug 14, 2023, 8:00 PM IST

বাদাউন, 14 অগস্ট: বিয়ের ঠিক আগে শেষ মুহূর্তে মোটা অংকের পণ দাবি করেছিল বরপক্ষ ৷ তা মেটাতে না পারায় বিয়ে বাতিল করে দেন পাত্র ৷ এতেই মনের দুঃখে আত্মঘাতী হলেন কনে ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বাদাউনে ৷ আত্মহত্যার আগে তিনি সোশাল মিডিয়ায় দুটি ভিডিয়ো আপলোড করেন ৷ সেখানেই গোটা পরিস্থিতি জানিয়ে এই কঠোর পদক্ষেপ করার জন্য বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন ওই যুবতী । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

রবিবার ঘটনাটি ঘটেছে উঘাইটি থানার অন্তর্গত করিয়ামাই গ্রামে । উজিরগঞ্জ থানা এলাকার বাঘোল গ্রামের বাসিন্দা বিকাশকে গত 22 এপ্রিল বিয়ে করার কথা ছিল স্বপ্নার । কিন্তু সরকারি কর্মচারী বর বিয়ে পিছিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ । অবশেষে, বিয়ের 20 দিন আগে বর বিয়ে বাতিল করে দেন বলে জানিয়েছে পুলিশ ।

প্রথম ভিডিয়োতে ওই যুবতী জানিয়েছেন যে, আমন্ত্রণপত্র বিলি করা হয়ে গিয়েছিল ৷ বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল পুরোদমে । কিন্তু বরের পরিবার পণের দাবি বাড়াতে থাকে । হঠাৎ করে 2 এপ্রিল বিকাশ ফোন করে অতিরিক্ত যৌতুক দাবি করেন, যা কনের পরিবারের সাধ্যের বাইরে । ওই যুবতী ভিডিয়োতে জানিয়েছেন যে, তিনি বিকাশকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছিলেন ৷ কিন্তু বিকাশ তাঁর দাবিতে অনড় ছিলেন এবং যৌতুকের জন্য তিনি ফোনে মানসিকভাবে হয়রানি করতেন স্বপ্নাকে ।

আরও পড়ুন: ছিনতাইয়ের উদ্দেশে যুবতীকে অটো থেকে ফেলে দেওয়ার অভিযোগ দিল্লিতে

আত্মহত্যা করার ঠিক আগে ওই যুবতী আরও একটি ভিডিয়ো শ্যুট করেন, যেখানে তিনি তাঁর মানসিক অবস্থার কথা জানিয়ে বলেন যে, বিনা দোষে বরপক্ষ বিয়ে বাতিল করে দেয় ৷

ওই যুবতী বলেন, "আমায় প্রত্যাখ্যান করার পর সমাজ আমাকে অপমান করছে এবং আমি এটি আর সহ্য করতে পারছি না । আমি গত চার মাস ধরে পরিস্থিতি কাটিয়ে উঠতে চেষ্টা করেছি কিন্তু আর সহ্য করতে পারছি না । আমি এই কলঙ্ক নিয়ে সারা জীবন বাঁচতে পারব না । অনুগ্রহ করে আমাকে মাফ করে দিও মা, পাপা । আমি দুঃখিত । বিকাশ আমার জন্য আর কোনও বিকল্প রাখেনি ৷" দুটি ভিডিয়োই সোশাল মিডিয়ায় আপলোড করে আত্মঘাতী হন ওই যুবতী ৷

মৃতার বাবা জগবীর সিং জানিয়েছেন, বিয়ের ঠিক আগে বর 30 লাখ টাকা ও একটি গাড়ি দাবি করেছিলেন । তিনি বলেন, "আমরা আমাদের অপারগতা প্রকাশ করলে তিনি বিয়ে বাতিল করেন ৷ আমার মেয়ের ন্যায়বিচার পাওয়া উচিত । এখনও পর্যন্ত পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।"

বাদাউন, 14 অগস্ট: বিয়ের ঠিক আগে শেষ মুহূর্তে মোটা অংকের পণ দাবি করেছিল বরপক্ষ ৷ তা মেটাতে না পারায় বিয়ে বাতিল করে দেন পাত্র ৷ এতেই মনের দুঃখে আত্মঘাতী হলেন কনে ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বাদাউনে ৷ আত্মহত্যার আগে তিনি সোশাল মিডিয়ায় দুটি ভিডিয়ো আপলোড করেন ৷ সেখানেই গোটা পরিস্থিতি জানিয়ে এই কঠোর পদক্ষেপ করার জন্য বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়ে নেন ওই যুবতী । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

রবিবার ঘটনাটি ঘটেছে উঘাইটি থানার অন্তর্গত করিয়ামাই গ্রামে । উজিরগঞ্জ থানা এলাকার বাঘোল গ্রামের বাসিন্দা বিকাশকে গত 22 এপ্রিল বিয়ে করার কথা ছিল স্বপ্নার । কিন্তু সরকারি কর্মচারী বর বিয়ে পিছিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ । অবশেষে, বিয়ের 20 দিন আগে বর বিয়ে বাতিল করে দেন বলে জানিয়েছে পুলিশ ।

প্রথম ভিডিয়োতে ওই যুবতী জানিয়েছেন যে, আমন্ত্রণপত্র বিলি করা হয়ে গিয়েছিল ৷ বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল পুরোদমে । কিন্তু বরের পরিবার পণের দাবি বাড়াতে থাকে । হঠাৎ করে 2 এপ্রিল বিকাশ ফোন করে অতিরিক্ত যৌতুক দাবি করেন, যা কনের পরিবারের সাধ্যের বাইরে । ওই যুবতী ভিডিয়োতে জানিয়েছেন যে, তিনি বিকাশকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছিলেন ৷ কিন্তু বিকাশ তাঁর দাবিতে অনড় ছিলেন এবং যৌতুকের জন্য তিনি ফোনে মানসিকভাবে হয়রানি করতেন স্বপ্নাকে ।

আরও পড়ুন: ছিনতাইয়ের উদ্দেশে যুবতীকে অটো থেকে ফেলে দেওয়ার অভিযোগ দিল্লিতে

আত্মহত্যা করার ঠিক আগে ওই যুবতী আরও একটি ভিডিয়ো শ্যুট করেন, যেখানে তিনি তাঁর মানসিক অবস্থার কথা জানিয়ে বলেন যে, বিনা দোষে বরপক্ষ বিয়ে বাতিল করে দেয় ৷

ওই যুবতী বলেন, "আমায় প্রত্যাখ্যান করার পর সমাজ আমাকে অপমান করছে এবং আমি এটি আর সহ্য করতে পারছি না । আমি গত চার মাস ধরে পরিস্থিতি কাটিয়ে উঠতে চেষ্টা করেছি কিন্তু আর সহ্য করতে পারছি না । আমি এই কলঙ্ক নিয়ে সারা জীবন বাঁচতে পারব না । অনুগ্রহ করে আমাকে মাফ করে দিও মা, পাপা । আমি দুঃখিত । বিকাশ আমার জন্য আর কোনও বিকল্প রাখেনি ৷" দুটি ভিডিয়োই সোশাল মিডিয়ায় আপলোড করে আত্মঘাতী হন ওই যুবতী ৷

মৃতার বাবা জগবীর সিং জানিয়েছেন, বিয়ের ঠিক আগে বর 30 লাখ টাকা ও একটি গাড়ি দাবি করেছিলেন । তিনি বলেন, "আমরা আমাদের অপারগতা প্রকাশ করলে তিনি বিয়ে বাতিল করেন ৷ আমার মেয়ের ন্যায়বিচার পাওয়া উচিত । এখনও পর্যন্ত পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.