ETV Bharat / bharat

UP Girl Dies: শ্লীলতাহানির প্রতিরোধ করায় জোর করে খাওয়ানো হল স্যানিটাইজার ! মৃত কিশোরী - স্যানিটাইজার

Girl Dies after Resisting Molestation Bid: শ্লীলতাহানির প্রতিরোধ করায় উত্তরপ্রদেশের এক কিশোরীকে জোর করে স্যানিটাইজার খাওয়ানোর অভিযোগ উঠল ৷ ওই কিশোরীর মৃত্যু হয়েছে ৷

UP Girl Dies
UP Girl Dies
author img

By

Published : Aug 2, 2023, 12:36 PM IST

বরেলি, 2 অগস্ট: একদল লোক 16 বছরের এক কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করলে তাদের বাধা দেয় ওই কিশোরী ! তাতেই ক্ষেপে দিয়ে তাকে জোর করে স্যানিটাইজার খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ মঙ্গলবার ওই কিশোরীর মৃত্যু হয়েছে ৷ পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে ৷ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ওই তরুণীর পরিবারের সদস্য ও আত্মীয়-পরিজনেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । অবরোধে দুই ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বিঘ্নিত হয় ।

বাধ্য করা স্যানিটাইজার খেতে: গত 27 জুলাই দ্বাদশ শ্রেণির ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল ৷ পুলিশ জানিয়েছে, তখনই অভিযুক্তদের মধ্যে একজন তার পথ আটকায় ও যৌন হয়রানির চেষ্টা করে বলে অভিযোগ ৷ ওই অভিযুক্তের নাম উদেশ রাঠোর (21 বছর) ৷ সে মঠ লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ৷ উদেশের সঙ্গে যোগ দেয় তাঁর আরও তিনজন বন্ধু ৷ শ্লীলতাহানি থেকে বাঁচতে ওই কিশোরী যখন প্রতিরোধ গড়ে তোলে, তখন তাকে চারজন মিলে জোর করে স্যানিটাইজার খেতে বাধ্য করে বলে জানিয়েছেন পুলিশ সুপার (শহর) রাহুল ভাটি ৷

আরও পড়ুন: আনন্দপুরে চার লক্ষ টাকার বিনিময়ে 21 দিনের কন্যাসন্তানকে বিক্রি মায়ের ! গ্রেফতার 6

মৃত্যু কিশোরীর: কিশোরীর ভাই বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও অভিযুক্তরা মারধর করে বলে অভিযোগ ৷ এসপি বলেন, অভিযুক্তরা গোটা ঘটনার একটি ভিডিয়ো রেকর্ড করে সোশাল মিডিয়ায় আপলোডও করেছে । জোর করে স্যানিটাইজার খাওয়ানোর পর মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাঁকে জেলা হাসপাতালে রেফার করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ ।

শাস্তির দাবিতে পথ অবরোধ: রাহুল ভাটি আরও বলেন, "ময়নাতদন্তে যা কিছু তথ্য উঠে আসে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷" সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা রাস্তার উপর দেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাসের পর প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয় । অভিযুক্তদের ধরতে পুলিশের চারটি দল গঠন করা হয়েছে বলে জানান পুলিশকর্তারা।

বরেলি, 2 অগস্ট: একদল লোক 16 বছরের এক কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করলে তাদের বাধা দেয় ওই কিশোরী ! তাতেই ক্ষেপে দিয়ে তাকে জোর করে স্যানিটাইজার খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ মঙ্গলবার ওই কিশোরীর মৃত্যু হয়েছে ৷ পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে ৷ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ওই তরুণীর পরিবারের সদস্য ও আত্মীয়-পরিজনেরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । অবরোধে দুই ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বিঘ্নিত হয় ।

বাধ্য করা স্যানিটাইজার খেতে: গত 27 জুলাই দ্বাদশ শ্রেণির ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরছিল ৷ পুলিশ জানিয়েছে, তখনই অভিযুক্তদের মধ্যে একজন তার পথ আটকায় ও যৌন হয়রানির চেষ্টা করে বলে অভিযোগ ৷ ওই অভিযুক্তের নাম উদেশ রাঠোর (21 বছর) ৷ সে মঠ লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ৷ উদেশের সঙ্গে যোগ দেয় তাঁর আরও তিনজন বন্ধু ৷ শ্লীলতাহানি থেকে বাঁচতে ওই কিশোরী যখন প্রতিরোধ গড়ে তোলে, তখন তাকে চারজন মিলে জোর করে স্যানিটাইজার খেতে বাধ্য করে বলে জানিয়েছেন পুলিশ সুপার (শহর) রাহুল ভাটি ৷

আরও পড়ুন: আনন্দপুরে চার লক্ষ টাকার বিনিময়ে 21 দিনের কন্যাসন্তানকে বিক্রি মায়ের ! গ্রেফতার 6

মৃত্যু কিশোরীর: কিশোরীর ভাই বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও অভিযুক্তরা মারধর করে বলে অভিযোগ ৷ এসপি বলেন, অভিযুক্তরা গোটা ঘটনার একটি ভিডিয়ো রেকর্ড করে সোশাল মিডিয়ায় আপলোডও করেছে । জোর করে স্যানিটাইজার খাওয়ানোর পর মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাঁকে জেলা হাসপাতালে রেফার করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ ।

শাস্তির দাবিতে পথ অবরোধ: রাহুল ভাটি আরও বলেন, "ময়নাতদন্তে যা কিছু তথ্য উঠে আসে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷" সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা রাস্তার উপর দেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের আশ্বাসের পর প্রায় আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয় । অভিযুক্তদের ধরতে পুলিশের চারটি দল গঠন করা হয়েছে বলে জানান পুলিশকর্তারা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.