ETV Bharat / bharat

Girl Killed in Hyderabad: বিয়ের চাপ দেওয়ায় ট্যাংকারের সামনে ধাক্কা, নিজামের শহরে প্রেমিকের হাতে খুন ?যুবতী !

author img

By

Published : Aug 6, 2023, 7:37 PM IST

Updated : Aug 6, 2023, 10:17 PM IST

Man Allegedly Pushed Girlfriend in front of Tanker in Hyderabad: প্রেমিকাকে জলের ট্যাংকারের সামনে ধাক্কা দিয়ে মেরে ফেলার অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷

Girl Killed in Hyderabad ETV BHARAT
Girl Killed in Hyderabad

হায়দরাবাদ, 6 অগস্ট: বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে ট্যাংকারের সামনে ধাক্কা দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বাচুপল্লিতে ৷ এই ঘটনায় প্রমীলা নামে ওই যুবতীর মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত তিরুপতি গত 5 মাস ধরে প্রমীলার সঙ্গে প্রেম করছিলেন ৷ কিন্তু, সম্প্রতি তিরুপতির অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায় ৷ বিষয়টি জানতে পেরেই প্রমীলা তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন ৷ সম্প্রতি তাঁকে কথার বলার জন্য ডাকেন তিরুপতি ৷ আর তখনই রাস্তা দিয়ে আসা জলের ট্যাংকের সামনে প্রমীলাকে ধাক্কা দেয় যুবক ৷ ঘটনার পর থেকে তিরুপতি পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় প্রথমে পুরো বিষয়টি সাধারণ পথ দুর্ঘটনা বলে মনে করেছিলেন তদন্তকারীরা ৷ কিন্তু, স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ঘটনার সময় প্রমীলার সঙ্গে এক যুবক ছিল ৷ আর তার সঙ্গে প্রমীলার তর্কাতর্কি চলছিল ৷ সেই সময় অভিযুক্ত যুবক তাঁকে জলের ট্যাংকারের সামনে ধাক্কা মেরে দেয় ৷ এর পরেই ওই যুবকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ ৷ জানা গিয়েছে তিরুপতি পেশায় একজন অ্যাপক্যাব চালক ৷ প্রমীলা একটি সংস্থার সেলস গার্লের কাজ করতেন ৷

প্রমীলা কামারেড্ডি জেলার নেমালিগুট্টার বাসিন্দা ৷ তিনি হায়দরাবাদের বাচুপল্লিতে কর্মসূত্রে একটি ডরমেটরিতে থাকতেন ৷ তিরুপতিও ওই একই জেলার বাসিন্দা ৷ তাঁরা গত 5 মাস ধরে একে অপরকে চেনেন এবং প্রেম করছিলেন ৷ কিন্তু, তিরুপতির অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায় ৷ বিষয়টি প্রমীলা জানতে পেরে তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকে ৷ পুলিশ প্রমীলার ডরমেটরিতে গিয়ে অন্যান্যদের থেকে বিষয়টি জানতে পারে ৷ আর ঘটনার দিন তিরুপতি প্রমীলাকে কথা বলার জন্য ডেকেছিলেন ৷

আরও পড়ুন: কামরূপে দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণের অভিযোগ স্থানীয়দের

রাস্তায় দু’জনের মধ্যে এ নিয়ে ব্যাপক তর্কাতর্কি হচ্ছিল বলে স্থানীয়দের থেকে জানতে পেরেছে পুলিশ ৷ অভিযোগ তখনই তিরুপতি প্রমীলাকে ট্যাংকারের সামনে ধাক্কা মেরে ফেলে দেন ৷ ঘটনাস্থলেই প্রমীলার মৃত্যু হয়েছে ৷ পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পলাতক তিরুপতির খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা ৷

হায়দরাবাদ, 6 অগস্ট: বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে ট্যাংকারের সামনে ধাক্কা দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের বাচুপল্লিতে ৷ এই ঘটনায় প্রমীলা নামে ওই যুবতীর মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, অভিযুক্ত তিরুপতি গত 5 মাস ধরে প্রমীলার সঙ্গে প্রেম করছিলেন ৷ কিন্তু, সম্প্রতি তিরুপতির অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায় ৷ বিষয়টি জানতে পেরেই প্রমীলা তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন ৷ সম্প্রতি তাঁকে কথার বলার জন্য ডাকেন তিরুপতি ৷ আর তখনই রাস্তা দিয়ে আসা জলের ট্যাংকের সামনে প্রমীলাকে ধাক্কা দেয় যুবক ৷ ঘটনার পর থেকে তিরুপতি পলাতক বলে জানিয়েছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় প্রথমে পুরো বিষয়টি সাধারণ পথ দুর্ঘটনা বলে মনে করেছিলেন তদন্তকারীরা ৷ কিন্তু, স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ঘটনার সময় প্রমীলার সঙ্গে এক যুবক ছিল ৷ আর তার সঙ্গে প্রমীলার তর্কাতর্কি চলছিল ৷ সেই সময় অভিযুক্ত যুবক তাঁকে জলের ট্যাংকারের সামনে ধাক্কা মেরে দেয় ৷ এর পরেই ওই যুবকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ ৷ জানা গিয়েছে তিরুপতি পেশায় একজন অ্যাপক্যাব চালক ৷ প্রমীলা একটি সংস্থার সেলস গার্লের কাজ করতেন ৷

প্রমীলা কামারেড্ডি জেলার নেমালিগুট্টার বাসিন্দা ৷ তিনি হায়দরাবাদের বাচুপল্লিতে কর্মসূত্রে একটি ডরমেটরিতে থাকতেন ৷ তিরুপতিও ওই একই জেলার বাসিন্দা ৷ তাঁরা গত 5 মাস ধরে একে অপরকে চেনেন এবং প্রেম করছিলেন ৷ কিন্তু, তিরুপতির অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যায় ৷ বিষয়টি প্রমীলা জানতে পেরে তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকে ৷ পুলিশ প্রমীলার ডরমেটরিতে গিয়ে অন্যান্যদের থেকে বিষয়টি জানতে পারে ৷ আর ঘটনার দিন তিরুপতি প্রমীলাকে কথা বলার জন্য ডেকেছিলেন ৷

আরও পড়ুন: কামরূপে দুই বোনের ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণের অভিযোগ স্থানীয়দের

রাস্তায় দু’জনের মধ্যে এ নিয়ে ব্যাপক তর্কাতর্কি হচ্ছিল বলে স্থানীয়দের থেকে জানতে পেরেছে পুলিশ ৷ অভিযোগ তখনই তিরুপতি প্রমীলাকে ট্যাংকারের সামনে ধাক্কা মেরে ফেলে দেন ৷ ঘটনাস্থলেই প্রমীলার মৃত্যু হয়েছে ৷ পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ পলাতক তিরুপতির খোঁজে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা ৷

Last Updated : Aug 6, 2023, 10:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.