পটনা, 2 এপ্রিল: বিহারে হিন্দুরা আর সুরক্ষিত নন ৷ রামনবমী উপলক্ষে বিহারের একাধিক স্থানে সাম্প্রতিক হিংসার ঘটনা প্রসঙ্গে এমনই দাবি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর ৷ রবিবার নীতীশ কুমারকে 'মুসলমানদের মুখ্যমন্ত্রী' হিসেবে তোপ দেগে তাঁর পদত্যাগ দাবি করেছেন তিনি ৷
রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গিরিরাজ বলেন, "মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নিজের জেলা নালন্দার পাশাপাশি সাসারামেও এত বড় ঘটনা ঘটেছে, এবং তিনি সেই ঘটনা সম্পর্কে অবগতও নন । যদি তিনি এর মতো গুরুতর বিষয় সম্পর্কে অবগত না হন, তবে তাঁর স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত । হিন্দুরা তাঁদের নিজেদের দেশেই অত্যাচারিত হচ্ছেন । তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ নীতীশ কুমার নিজেকে শুধুমাত্র মুসলমানদের মুখ্যমন্ত্রী বলতে পারেন ৷"
বিহারের হামলাকে বিজেপির ষড়যন্ত্র বলে যাঁরা দাবি করছেন, তাঁদেরও একহাত নিয়েছেন গিরিরাজ সিং ৷ তাঁর কটাক্ষ, নীতীশ কুমার একসময় 'পল্টুরাম' (যে ব্যক্তি নিজের কথা রাখতে পারেন না) হিসেবে জনপ্রিয় ছিলেন । কিন্তু এখন তাঁর দলের অন্য সদস্যরাও পল্টুরাম হয়ে গিয়েছেন । এমনকী তাঁর সরকারের হয়ে কাজ করা সরকারি কর্মকর্তারাও এখন মিথ্যা বলছেন । কিন্তু সংবাদমাধ্যম তাদের সম্পূর্ণরূপে উন্মোচিত করেছে বলে দাবি করে গিরিরাজ অভিযোগ করেন যে, নীতীশ জনসাধারণকে নিরাপত্তা দিতে অক্ষম ৷
তাঁর আরও অভিযোগ, এখনও পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ হিন্দু উৎসবে এই ধরনের হিংসার ঘটনায় উচ্চ-পর্যায়ের তদন্ত দাবি করেছেন গিরিরাজ ।
আরও পড়ুন: অশান্ত নীতীশ-রাজ্য ! শেষ মুহূর্তে এসএসবি'র অনুষ্ঠান বাতিল অমিত শাহের
একই সুর শোনা গিয়েছে বিজেপি নেতা কপিল মিশ্রর কথায় ৷ জয়পুরে একটি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগামী সময়ে রামনবমীতে তিন দিনের ছুটি থাকবে । তাঁর কটাক্ষ, "উৎসব উদযাপনের জন্য আমাদের এক দিন এবং হিংসা প্রকাশ ও চিকিত্সার জন্য দুই দিন লাগবে ।"
শনিবার রাতে বিহারশরিফের বিভিন্ন স্থানে হিংসার ঘটনায় একজন নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন । সেখানকার কর্মকর্তারা উপদ্রুত এলাকায় 144 ধারা জারি করেছেন ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় 45 জনকে গ্রেফতার করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় রামনবমীর মিছিল চলাকালীন বিহারের সাসারামে দুটি গোষ্ঠীর সংঘর্ষে 5 জন আহত হওয়ার পর ধারাবাহিক ভাবে হিংসার ঘটনা শুরু হয় ৷