ETV Bharat / bharat

Giridih Newborn Died: চারদিনের শিশুকে পায়ে পিষে মারার অভিযোগ গিরিডির পুলিশের বিরুদ্ধে - four day old baby

ঝাড়খণ্ডের গিরিডিতে এক নবজাতকের মৃত্যু হয়েছে (Giridih Newborn Died) । মৃত্যুর পেছনের কারণ বলা হচ্ছে, পায়ের তলায় পিষ্ট হওয়া । দেউড়ি থানার পুলিশের বিরুদ্ধে পায়ের তলায় পিষ্ট করে ওই সদ্যোজাতকে মেরে ফেলার অভিযোগ উঠেছে । এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে ।

Giridih Newborn Died
Giridih Newborn Died
author img

By

Published : Mar 22, 2023, 2:17 PM IST

গিরিডি (ঝাড়খণ্ড), 22 মার্চ: চারদিনের শিশুকে বুট দিয়ে পিষে মারার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে (Police Accused of Crushing Newborn to Death) ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) জামুয়াতে ৷ সেখানকার গিরিডি জেলার দেউড়ি থানার এক পুলিশ কর্মী এই ঘটনায় অভিযুক্ত ৷ বিষয়টি সামনে আসার পর হইচই পড়েছে সর্বত্র ৷ এই নিয়ে গিরিডির পুলিশ সুপার অমিত রেনুর নির্দেশে তদন্ত শুরু হয়েছে । পুলিশ পরিদর্শক সহদেব প্রসাদ তদন্ত করছেন । ডিএসপি সঞ্জয় রানা ও খোরিমহুয়ার এসডিপিও মুকেশ কুমার মাহাতো পুরো বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানা গিয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে দেউড়ি থানার ওসি সঙ্গম পাঠকের নেতৃত্বে পুলিশ যায় স্থানীয় কশোগন্দ দিঘি গ্রামে ৷ ভূষণ পাণ্ডে নামে এক ব্যক্তিকে ধরতে ওই গ্রামে পুলিশ যায় ৷ ভূষণের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল পুলিশের কাছে ৷ পুলিশ গিয়ে পৌঁছায় ভূষণের বাড়িতে ৷ সেখানে তখন পরিবারের অন্য সদস্যরা ছিলেন ৷ তাঁরা পুলিশ দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন ৷ বাড়ির মধ্যে চারদিনের সদ্যোজাতকে চৌকিতে ঘুমন্ত অবস্থায় রেখেই বেরিয়ে আসেন তাঁরা ৷

যে নবজাতক সেখানে ছিল তাঁর বাবার নাম রমেশ পাণ্ডে ৷ আর মায়ের নাম নেহা পাণ্ডে ৷ রমেশ ও নেহার দাবি, পুলিশ কর্মীরা প্রতিটি ঘরে তল্লাশি চালাচ্ছিলেন । তাঁদের সন্তান চৌকিতে ঘুমিয়ে ছিল । পুলিশ তল্লাশি করে বেরিয়ে যান ৷ তার পর তাঁরা বাড়িতে যান ৷ গিয়ে দেখেন শিশুটি একেবারে নিথর অবস্থায় পড়ে রয়েছে ৷ নেহা ও ওই বাড়ির অন্য সদস্যদের অভিযোগ, পুলিশকর্মীর পায়ে পিষ্ট হয়েই শিশুটির মৃত্যু হয়েছে ।

যাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হয়েছে, সেই ভূষণ পান্ডের অভিযোগ, রাতে পুলিশ এলে তিনি পালিয়ে যান । পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে । ঘরে তল্লাশি চালায় ৷ সেই কারণে বাড়ির মহিলারা ঘর থেকে বেরিয়ে উঠোনে চলে যান । যে ঘরে শিশুটি ঘুমোচ্ছিল, সেখানেও যায় পুলিশ ৷ তারা চৌকির উপর উঠেও বাড়ির উপরের অংশ দেখার চেষ্টা করছিল ৷ সেই সময় পুলিশ কর্মীর বুটের তলায় পিষ্ট হয়ে ওই শিশুর মৃত্যু হয় ৷

এই বিষয়ে পুলিশের সার্কেল ইন্সপেক্টর সহদেব প্রসাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল । তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন ৷ ডিএসপি সঞ্জয় রানা জানান, এই বিষয়ে তথ্য পাওয়া মাত্রই তদন্ত শুরু করা হয়েছে । তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন: পটনায় নাবালিকাকে 'গণধর্ষণ', গ্রেফতার তিন অভিযুক্ত

গিরিডি (ঝাড়খণ্ড), 22 মার্চ: চারদিনের শিশুকে বুট দিয়ে পিষে মারার অভিযোগ উঠল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে (Police Accused of Crushing Newborn to Death) ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) জামুয়াতে ৷ সেখানকার গিরিডি জেলার দেউড়ি থানার এক পুলিশ কর্মী এই ঘটনায় অভিযুক্ত ৷ বিষয়টি সামনে আসার পর হইচই পড়েছে সর্বত্র ৷ এই নিয়ে গিরিডির পুলিশ সুপার অমিত রেনুর নির্দেশে তদন্ত শুরু হয়েছে । পুলিশ পরিদর্শক সহদেব প্রসাদ তদন্ত করছেন । ডিএসপি সঞ্জয় রানা ও খোরিমহুয়ার এসডিপিও মুকেশ কুমার মাহাতো পুরো বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন বলে জানা গিয়েছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে দেউড়ি থানার ওসি সঙ্গম পাঠকের নেতৃত্বে পুলিশ যায় স্থানীয় কশোগন্দ দিঘি গ্রামে ৷ ভূষণ পাণ্ডে নামে এক ব্যক্তিকে ধরতে ওই গ্রামে পুলিশ যায় ৷ ভূষণের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল পুলিশের কাছে ৷ পুলিশ গিয়ে পৌঁছায় ভূষণের বাড়িতে ৷ সেখানে তখন পরিবারের অন্য সদস্যরা ছিলেন ৷ তাঁরা পুলিশ দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন ৷ বাড়ির মধ্যে চারদিনের সদ্যোজাতকে চৌকিতে ঘুমন্ত অবস্থায় রেখেই বেরিয়ে আসেন তাঁরা ৷

যে নবজাতক সেখানে ছিল তাঁর বাবার নাম রমেশ পাণ্ডে ৷ আর মায়ের নাম নেহা পাণ্ডে ৷ রমেশ ও নেহার দাবি, পুলিশ কর্মীরা প্রতিটি ঘরে তল্লাশি চালাচ্ছিলেন । তাঁদের সন্তান চৌকিতে ঘুমিয়ে ছিল । পুলিশ তল্লাশি করে বেরিয়ে যান ৷ তার পর তাঁরা বাড়িতে যান ৷ গিয়ে দেখেন শিশুটি একেবারে নিথর অবস্থায় পড়ে রয়েছে ৷ নেহা ও ওই বাড়ির অন্য সদস্যদের অভিযোগ, পুলিশকর্মীর পায়ে পিষ্ট হয়েই শিশুটির মৃত্যু হয়েছে ।

যাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant) জারি হয়েছে, সেই ভূষণ পান্ডের অভিযোগ, রাতে পুলিশ এলে তিনি পালিয়ে যান । পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে । ঘরে তল্লাশি চালায় ৷ সেই কারণে বাড়ির মহিলারা ঘর থেকে বেরিয়ে উঠোনে চলে যান । যে ঘরে শিশুটি ঘুমোচ্ছিল, সেখানেও যায় পুলিশ ৷ তারা চৌকির উপর উঠেও বাড়ির উপরের অংশ দেখার চেষ্টা করছিল ৷ সেই সময় পুলিশ কর্মীর বুটের তলায় পিষ্ট হয়ে ওই শিশুর মৃত্যু হয় ৷

এই বিষয়ে পুলিশের সার্কেল ইন্সপেক্টর সহদেব প্রসাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল । তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন ৷ ডিএসপি সঞ্জয় রানা জানান, এই বিষয়ে তথ্য পাওয়া মাত্রই তদন্ত শুরু করা হয়েছে । তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন: পটনায় নাবালিকাকে 'গণধর্ষণ', গ্রেফতার তিন অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.