ETV Bharat / bharat

ভারতে আড়াই লক্ষাধিক রেমডেসিভির ভায়াল পাঠাল গালিয়াদ সায়েন্স - রেমডেসিভির উৎপাদনকারী এই সংস্থা

ভারতকে আড়াই লক্ষেরও বেশি রেমডেসিভির দিয়ে সাহায্য করল এই ওষুধের উৎপাদনকারী সংস্থা গালিয়াদ সায়েন্স ৷

রেমডেসিভির ভায়াল
রেমডেসিভির ভায়াল
author img

By

Published : May 8, 2021, 12:02 PM IST

নিউ দিল্লি, 8 মে : ভারতে 25,600 লক্ষ রেমডেসিভির ভায়াল পাঠিয়েছে গালিয়াদ সায়েন্স ৷ বুধবার রেমডেসিভির উৎপাদনকারী এই সংস্থা ভায়াল দিয়ে দেশের পাশে থাকার বার্তা দিয়েছে ৷

শনিবার এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে দেশের বিদেশ মন্ত্রক থেকে একটি টুইটে জানানো হয়েছে, "আরও 25,600টি রেমডেসিভির মুম্বইয়ে পৌঁছেছে আজ সকালে ৷ আমরা গালিয়াদ সায়েন্স-এর এই উপহারের জন্য কৃতজ্ঞ ৷"

গালিয়াদ সায়েন্সকে সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের টুইট
গালিয়াদ সায়েন্সকে সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের টুইট

আরো পড়ুন: দৈনিক মৃত্যুতে নয়া রেকর্ড, প্রথমবার 4 হাজার পার

গত মাসে, এই সংস্থার মুখপাত্র স্পুটনিককে জানায় যে, ভারতে তাদের লাইসেন্স পাওয়া সব সংস্থাগুলিকে আরও বেশি উৎপাদনের জন্য সব রকমের টেকনিক্যাল সাহায্য করবে তারা, তবে আর কোনও বিশেষজ্ঞকে পাঠানো হবে না সেখানে ৷

নিউ দিল্লি, 8 মে : ভারতে 25,600 লক্ষ রেমডেসিভির ভায়াল পাঠিয়েছে গালিয়াদ সায়েন্স ৷ বুধবার রেমডেসিভির উৎপাদনকারী এই সংস্থা ভায়াল দিয়ে দেশের পাশে থাকার বার্তা দিয়েছে ৷

শনিবার এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে দেশের বিদেশ মন্ত্রক থেকে একটি টুইটে জানানো হয়েছে, "আরও 25,600টি রেমডেসিভির মুম্বইয়ে পৌঁছেছে আজ সকালে ৷ আমরা গালিয়াদ সায়েন্স-এর এই উপহারের জন্য কৃতজ্ঞ ৷"

গালিয়াদ সায়েন্সকে সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের টুইট
গালিয়াদ সায়েন্সকে সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের টুইট

আরো পড়ুন: দৈনিক মৃত্যুতে নয়া রেকর্ড, প্রথমবার 4 হাজার পার

গত মাসে, এই সংস্থার মুখপাত্র স্পুটনিককে জানায় যে, ভারতে তাদের লাইসেন্স পাওয়া সব সংস্থাগুলিকে আরও বেশি উৎপাদনের জন্য সব রকমের টেকনিক্যাল সাহায্য করবে তারা, তবে আর কোনও বিশেষজ্ঞকে পাঠানো হবে না সেখানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.