ETV Bharat / bharat

Azad Eyes JK CM Post ভূস্বর্গের মুখ্যমন্ত্রীর পদই পাখির চোখ আজাদের, আপনি পার্টির সমর্থনের আশা - আপনি পার্টি

প্রবীণ কংগ্রেস নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) দল থেকে পদত্যাগের পরে, কংগ্রেসের দীর্ঘদিনের এই সৈনিকের পরবর্তী পদক্ষেপ নিয়ে নানারকম জল্পনা চলছে ৷ তিনি নিজের পৃথক দল গঠন করতে পারেন বলেও জল্পনা তুঙ্গে (Azad Eyes JK CM Post)৷ এরই মধ্যে আজাদের ঘনিষ্ঠ সূত্র বুধবার ইটিভি ভারতকে জানিয়েছে যে, এ ধরনের কোনও উদ্যোগ নেওয়া হলে আজাদের সঙ্গে থাকবে আপনি পার্টি এবং পিপলস কনফারেন্সের (People's Conference) মতো দলগুলি ৷ লিখছেন ইটিভি ভারত-এর সৌরভ শর্মা ৷

ghulam-nabi-azad-eyes-jk-cm-post-likely-to-be-backed-by-apni-party
ভূস্বর্গের মুখ্যমন্ত্রীর পদই পাখির চোখ আজাদের, আপনি পার্টির সমর্থনের আশা
author img

By

Published : Aug 28, 2022, 9:57 AM IST

কলকাতা, 28 অগস্ট: জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) এখন পাখির চোখ মুখ্যমন্ত্রীর পদ (Jammu Kashmir Chief Minister)৷ রাজনৈতিক মহলে জোর জল্পনা, নিজের দল তৈরি করে মুখ্যমন্ত্রীর পদে বসার লক্ষ্যে এগোবেন তিনি ৷ আর এ ক্ষেত্রে তিনি পাশে পেতে পারেন আপনি পার্টি (Apni Party) ও পিপলস কনফারেন্সের (People's Conference) মতো স্থানীয় দলগুলিকে ৷ আজাদের ঘনিষ্ঠ একটি সূত্র শনিবার এমনই দাবি করেছে (Azad Eyes JK CM Post)৷

নাম প্রকাশে অনিচ্ছুক সেই সূত্র বলেছেন, "তিনি (আজাদ) সমস্ত সমমনস্ক ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে যোগাযোগ করছেন । তিনি একটি নতুন দল গঠনের কথা ঘোষণা করতে পারেন ৷ এর ফলে আপনি পার্টি এবং পিপলস কনফারেন্সের মতো দলগুলির উপর আঘাত আসতে পারে, তাদের জম্মু ও কাশ্মীরে বলিষ্ঠ নেতৃত্ব নেই ৷ তারা বিজেপির সমর্থক হিসেবেই পরিচিত ৷ তাই আমরা আশা করতে পারি যে, এই দুটি দলও আজাদের প্রচারে যোগ দিতে পারে ৷" তিনি আরও বলেন, "জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বড় নেতা হওয়ার কারণে, মুখ্যমন্ত্রী পদের জন্য আজাদ সবচেয়ে অগ্রণী প্রার্থী হবেন । সবাই তাঁকেই সমর্থন করবেন ৷"

ওই সূত্র আরও বলেছে, "আজাদ সাহেব একজন মহান নেতা এবং শুধু জম্মু কাশ্মীরে নয়, জাতীয় স্তরেও তিনি জনগণের শ্রদ্ধার পাত্র । রাহুল গান্ধির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না বলে নিজেই পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি । সোনিয়া গান্ধির সঙ্গে আজাদের কোনও ব্যক্তিগত সমস্যা নেই । কিন্তু রাহুল গান্ধি যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, তার জন্যই আজাদ দল ছাড়তে বাধ্য হয়েছেন ৷”

কথোপকথন চলার মাঝেই জম্মু ও কাশ্মীর কংগ্রেসের এক শীর্ষ নেতা সূত্রের সঙ্গে যোগাযোগ করেন । কী নিয়ে কথা হল তা জিজ্ঞেস করতে তিনি জানান, "কংগ্রেস এখনও আজাদকে ফেরানোর জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে ৷ কিন্তু আজাদ সাহেব আর ফিরবেন না ৷ তিনি মনস্থির করে ফেলেছেন ৷ একটি নতুন দল গঠন করবেন তিনি ।"

আরও পড়ুন: নতুন দল গড়বেন গুলাম নবি, একান্ত সাক্ষাৎকারে দাবি ফারুক আবদুল্লার

সংবিধানের 370 ধারা পুনরুদ্ধারের বিষয়ে দলের কী অবস্থান সে সম্পর্কে সূত্র বলেছেন, "জম্মু ও কাশ্মীরে 5 অগস্ট, 2019-এর আগের অবস্থান পুনরুদ্ধার করা হবে ৷ দলের ইস্তাহারের অন্যতম অংশ হবে এই বিষয়টি ৷ সাংবিধানিক ভাবে রাজ্য হিসেবে ভূস্বর্গকে পুনরুদ্ধারই হবে দলের প্রধান লক্ষ্য ৷"

এ দিকে, জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি রমন ভাল্লা সাংবাদিক সম্মেলন করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ তিনি বলেন, "আমরা আজাদের পদত্যাগকে কংগ্রেসের ক্রমবর্ধমান জনপ্রিয়তা, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে ক্ষতি করার প্রচেষ্টা হিসাবে দেখছি ৷ রাজ্যসভার প্রাক্তন বিরোধী নেতাকে মোদির চোখের জলে বিদায় (ফেব্রুয়ারি 2021) জানানোর সাম্প্রতিক ঘটনাই একটা ইঙ্গিত দিয়েছিল ৷" তিনি আরও বলেন, "রাহুল গান্ধিই একমাত্র জননেতা যিনি মোদির শাসনকালে গরিবদের নিয়ে কথা বলছেন । তিনি এই বধির ও বোবা সরকারকে জাগানোর চেষ্টা করছেন ৷"

আলতাফ বুখারির নেতৃত্বাধীন আপনি পার্টি ও সাজ্জাদ গনি লোনের নেতৃত্বে পিপলস কনফারেন্স সাম্প্রতিক সময়ে কেন্দ্রশাসিত অঞ্চলের বেশিরভাগ বিষয়ে মধ্যপন্থা নিয়েছে ৷ 26 অগস্ট যে দিন আজাদ কংগ্রেস থেকে পদত্যাগ করেন, সে দিন আপনি পার্টির প্রধান বুখারি প্রতিবেশী জম্মুতে একটি সভায় যোগ দিয়ে 370 ধারা ইস্যুতে কোনও মন্তব্য এড়িয়ে গিয়েছিলেন ৷ সেই সভাতেই জম্মু ও কাশ্মীরে নির্বাচনে কেন্দ্রশাসিত অঞ্চলের বাইরের ভোটারদের বিষয়ে দ্রুত ব্যাখ্যা দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷

2018 সালে বিজেপি-পিডিপি সরকারের পতনের পর বিজেপি সমর্থিত জেকেপিডিপি (পিপলস ডেমোক্রেটিক পার্টি) বিদ্রোহীদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চালানোয় 2019 সালে বেশ কয়েক মাস লোনকে গৃহবন্দি করে রাখা হয়েছিল । তার তিন বছর পর, কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে আজাদের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করার জন্য সেই লোনই ক্ষমতার কাছাকাছি চলে যাবেন বলে মনে করা হচ্ছে ।

কলকাতা, 28 অগস্ট: জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) এখন পাখির চোখ মুখ্যমন্ত্রীর পদ (Jammu Kashmir Chief Minister)৷ রাজনৈতিক মহলে জোর জল্পনা, নিজের দল তৈরি করে মুখ্যমন্ত্রীর পদে বসার লক্ষ্যে এগোবেন তিনি ৷ আর এ ক্ষেত্রে তিনি পাশে পেতে পারেন আপনি পার্টি (Apni Party) ও পিপলস কনফারেন্সের (People's Conference) মতো স্থানীয় দলগুলিকে ৷ আজাদের ঘনিষ্ঠ একটি সূত্র শনিবার এমনই দাবি করেছে (Azad Eyes JK CM Post)৷

নাম প্রকাশে অনিচ্ছুক সেই সূত্র বলেছেন, "তিনি (আজাদ) সমস্ত সমমনস্ক ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে যোগাযোগ করছেন । তিনি একটি নতুন দল গঠনের কথা ঘোষণা করতে পারেন ৷ এর ফলে আপনি পার্টি এবং পিপলস কনফারেন্সের মতো দলগুলির উপর আঘাত আসতে পারে, তাদের জম্মু ও কাশ্মীরে বলিষ্ঠ নেতৃত্ব নেই ৷ তারা বিজেপির সমর্থক হিসেবেই পরিচিত ৷ তাই আমরা আশা করতে পারি যে, এই দুটি দলও আজাদের প্রচারে যোগ দিতে পারে ৷" তিনি আরও বলেন, "জম্মু ও কাশ্মীরের সবচেয়ে বড় নেতা হওয়ার কারণে, মুখ্যমন্ত্রী পদের জন্য আজাদ সবচেয়ে অগ্রণী প্রার্থী হবেন । সবাই তাঁকেই সমর্থন করবেন ৷"

ওই সূত্র আরও বলেছে, "আজাদ সাহেব একজন মহান নেতা এবং শুধু জম্মু কাশ্মীরে নয়, জাতীয় স্তরেও তিনি জনগণের শ্রদ্ধার পাত্র । রাহুল গান্ধির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না বলে নিজেই পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি । সোনিয়া গান্ধির সঙ্গে আজাদের কোনও ব্যক্তিগত সমস্যা নেই । কিন্তু রাহুল গান্ধি যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, তার জন্যই আজাদ দল ছাড়তে বাধ্য হয়েছেন ৷”

কথোপকথন চলার মাঝেই জম্মু ও কাশ্মীর কংগ্রেসের এক শীর্ষ নেতা সূত্রের সঙ্গে যোগাযোগ করেন । কী নিয়ে কথা হল তা জিজ্ঞেস করতে তিনি জানান, "কংগ্রেস এখনও আজাদকে ফেরানোর জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে ৷ কিন্তু আজাদ সাহেব আর ফিরবেন না ৷ তিনি মনস্থির করে ফেলেছেন ৷ একটি নতুন দল গঠন করবেন তিনি ।"

আরও পড়ুন: নতুন দল গড়বেন গুলাম নবি, একান্ত সাক্ষাৎকারে দাবি ফারুক আবদুল্লার

সংবিধানের 370 ধারা পুনরুদ্ধারের বিষয়ে দলের কী অবস্থান সে সম্পর্কে সূত্র বলেছেন, "জম্মু ও কাশ্মীরে 5 অগস্ট, 2019-এর আগের অবস্থান পুনরুদ্ধার করা হবে ৷ দলের ইস্তাহারের অন্যতম অংশ হবে এই বিষয়টি ৷ সাংবিধানিক ভাবে রাজ্য হিসেবে ভূস্বর্গকে পুনরুদ্ধারই হবে দলের প্রধান লক্ষ্য ৷"

এ দিকে, জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি রমন ভাল্লা সাংবাদিক সম্মেলন করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ তিনি বলেন, "আমরা আজাদের পদত্যাগকে কংগ্রেসের ক্রমবর্ধমান জনপ্রিয়তা, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে ক্ষতি করার প্রচেষ্টা হিসাবে দেখছি ৷ রাজ্যসভার প্রাক্তন বিরোধী নেতাকে মোদির চোখের জলে বিদায় (ফেব্রুয়ারি 2021) জানানোর সাম্প্রতিক ঘটনাই একটা ইঙ্গিত দিয়েছিল ৷" তিনি আরও বলেন, "রাহুল গান্ধিই একমাত্র জননেতা যিনি মোদির শাসনকালে গরিবদের নিয়ে কথা বলছেন । তিনি এই বধির ও বোবা সরকারকে জাগানোর চেষ্টা করছেন ৷"

আলতাফ বুখারির নেতৃত্বাধীন আপনি পার্টি ও সাজ্জাদ গনি লোনের নেতৃত্বে পিপলস কনফারেন্স সাম্প্রতিক সময়ে কেন্দ্রশাসিত অঞ্চলের বেশিরভাগ বিষয়ে মধ্যপন্থা নিয়েছে ৷ 26 অগস্ট যে দিন আজাদ কংগ্রেস থেকে পদত্যাগ করেন, সে দিন আপনি পার্টির প্রধান বুখারি প্রতিবেশী জম্মুতে একটি সভায় যোগ দিয়ে 370 ধারা ইস্যুতে কোনও মন্তব্য এড়িয়ে গিয়েছিলেন ৷ সেই সভাতেই জম্মু ও কাশ্মীরে নির্বাচনে কেন্দ্রশাসিত অঞ্চলের বাইরের ভোটারদের বিষয়ে দ্রুত ব্যাখ্যা দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷

2018 সালে বিজেপি-পিডিপি সরকারের পতনের পর বিজেপি সমর্থিত জেকেপিডিপি (পিপলস ডেমোক্রেটিক পার্টি) বিদ্রোহীদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চালানোয় 2019 সালে বেশ কয়েক মাস লোনকে গৃহবন্দি করে রাখা হয়েছিল । তার তিন বছর পর, কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে আজাদের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করার জন্য সেই লোনই ক্ষমতার কাছাকাছি চলে যাবেন বলে মনে করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.