ETV Bharat / bharat

Ghulam Nabi Azad: গুলাম নবির নতুন দল ডেমোক্রেটিক আজাদ পার্টি - সোনিয়া গান্ধি

গত 26 অগস্ট কংগ্রেস (Congress) থেকে পদত্যাগ করেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ একমাস পর, 26 সেপ্টেম্বর তাঁর নতুন দলের নাম ঘোষণা করলেন কাশ্মীরের এই নেতা ৷

ghulam-nabi-azad-announces-the-name-of-his-new-party-democratic-azad-party
Ghulam Nabi Azad: গুলাম নবির নতুন দল ডেমোক্রেটিক আজাদ পার্টি
author img

By

Published : Sep 26, 2022, 1:32 PM IST

Updated : Sep 26, 2022, 1:48 PM IST

শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 26 সেপ্টেম্বর : কংগ্রেস (Congress) ছেড়ে নতুন দল তৈরি করবেন বলে ঘোষণা করেছিলেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ সোমবার তিনি সেই দলের নাম ঘোষণা করলেন ৷ জানালেন, তাঁর নতুন দলের নাম হতে চলেছে ডেমোক্রেটিক আজাদ পার্টি (Democratic Azad Party) ৷

সাংগঠনিক নির্বাচন ও স্থায়ী সভাপতি বেছে নেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে কংগ্রেসের অন্দরে লড়াই করেছেন এই কাশ্মীরি নেতা ৷ জি-23 র অংশীদার হয়ে চিঠি দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) ৷ এর পর গত 26 অগস্ট তিনি পদত্যাগ করেন কংগ্রেস থেকে ৷

সেদিনও সোনিয়াকে সাড়ে চার পাতার একটি চিঠি দেন ৷ সেই চিঠিতে কংগ্রেস সম্বন্ধে তাঁর সমস্ত অভিযোগ ও ক্ষোভ উগড়ে দেন ৷ বিশেষ করে কংগ্রেসের দুরাবস্থার জন্য কাঠগড়ায় তোলেন রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷ রাহুল কংগ্রেসের সহ-সভাপতি পদে বসার পর থেকেই সংগঠনের দুরাবস্থা তৈরি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷

তাঁর এই পদত্য়াগ ও চিঠি হইচই ফেলে দেয় জাতীয় রাজনীতিতে ৷ গত কয়েক বছরে কংগ্রেসের বেশ কয়েকজন নেতা দল ছেড়েছেন ৷ সেই তালিকায় বর্ষীয়ান কয়েকজন যেমন আছেন, তেমনই জি-23 র বেশ কয়েকজন রয়েছেন ৷ ফলে গুলাম নবির সমর্থনে অনেকেই আসরে নেমে পড়েন ৷ তোপ দাগেন গান্ধি পরিবারের বিরুদ্ধে ৷ কংগ্রেসের গান্ধি পরিবার ঘনিষ্ঠ অনেক নেতা আবার গুলাম নবির বিরুদ্ধে তোপ দাগেন ৷ পদহীন অবস্থায় গুলাম নবির পক্ষে রাজনীতি সম্ভব নয় বলেও অনেকে কটাক্ষ করেন ৷

ফলে গুলাম নবি আজাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নানা জল্পনা শুরু হয় ৷ তিনি কি অন্য কোনও দলে যোগ দেবেন, সেই নিয়েও নানা মহল থেকে নানা মন্তব্য শোনা যাচ্ছিল ৷ তবে সব জল্পনার অবসান ঘটিয়ে দিন কয়েক আগে প্রাক্তন এই কংগ্রেসী নেতা জানিয়ে দিয়েছিলেন যে তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করবেন ৷ সোমবার সেই দলের নাম ঘোষণা করলেন তিনি ৷ কংগ্রেস ছাড়ার ঠিক একমাস পরই আত্মপ্রকাশ করল তাঁর নতুন দল ৷

আরও পড়ুন : মানুষকে বিভ্রান্ত করব না, 370 ধারা ফেরানো সম্ভব নয়: আজাদ

শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 26 সেপ্টেম্বর : কংগ্রেস (Congress) ছেড়ে নতুন দল তৈরি করবেন বলে ঘোষণা করেছিলেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ সোমবার তিনি সেই দলের নাম ঘোষণা করলেন ৷ জানালেন, তাঁর নতুন দলের নাম হতে চলেছে ডেমোক্রেটিক আজাদ পার্টি (Democratic Azad Party) ৷

সাংগঠনিক নির্বাচন ও স্থায়ী সভাপতি বেছে নেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে কংগ্রেসের অন্দরে লড়াই করেছেন এই কাশ্মীরি নেতা ৷ জি-23 র অংশীদার হয়ে চিঠি দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) ৷ এর পর গত 26 অগস্ট তিনি পদত্যাগ করেন কংগ্রেস থেকে ৷

সেদিনও সোনিয়াকে সাড়ে চার পাতার একটি চিঠি দেন ৷ সেই চিঠিতে কংগ্রেস সম্বন্ধে তাঁর সমস্ত অভিযোগ ও ক্ষোভ উগড়ে দেন ৷ বিশেষ করে কংগ্রেসের দুরাবস্থার জন্য কাঠগড়ায় তোলেন রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷ রাহুল কংগ্রেসের সহ-সভাপতি পদে বসার পর থেকেই সংগঠনের দুরাবস্থা তৈরি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷

তাঁর এই পদত্য়াগ ও চিঠি হইচই ফেলে দেয় জাতীয় রাজনীতিতে ৷ গত কয়েক বছরে কংগ্রেসের বেশ কয়েকজন নেতা দল ছেড়েছেন ৷ সেই তালিকায় বর্ষীয়ান কয়েকজন যেমন আছেন, তেমনই জি-23 র বেশ কয়েকজন রয়েছেন ৷ ফলে গুলাম নবির সমর্থনে অনেকেই আসরে নেমে পড়েন ৷ তোপ দাগেন গান্ধি পরিবারের বিরুদ্ধে ৷ কংগ্রেসের গান্ধি পরিবার ঘনিষ্ঠ অনেক নেতা আবার গুলাম নবির বিরুদ্ধে তোপ দাগেন ৷ পদহীন অবস্থায় গুলাম নবির পক্ষে রাজনীতি সম্ভব নয় বলেও অনেকে কটাক্ষ করেন ৷

ফলে গুলাম নবি আজাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নানা জল্পনা শুরু হয় ৷ তিনি কি অন্য কোনও দলে যোগ দেবেন, সেই নিয়েও নানা মহল থেকে নানা মন্তব্য শোনা যাচ্ছিল ৷ তবে সব জল্পনার অবসান ঘটিয়ে দিন কয়েক আগে প্রাক্তন এই কংগ্রেসী নেতা জানিয়ে দিয়েছিলেন যে তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করবেন ৷ সোমবার সেই দলের নাম ঘোষণা করলেন তিনি ৷ কংগ্রেস ছাড়ার ঠিক একমাস পরই আত্মপ্রকাশ করল তাঁর নতুন দল ৷

আরও পড়ুন : মানুষকে বিভ্রান্ত করব না, 370 ধারা ফেরানো সম্ভব নয়: আজাদ

Last Updated : Sep 26, 2022, 1:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.