ETV Bharat / bharat

Mahua Moitra dares BJP : গোমূত্রের ডোজ খেয়ে প্রস্তুত থাকুন, সংসদে ভাষণের আগে বিজেপিকে খোঁচা মহুয়ার

লোকসভায় বক্তব্য পেশের আগে বিজেপিকে তৈরি থাকতে বললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra dares BJP ahead of Parliament Speech)৷ কটাক্ষ করে বললেন, গোমূত্রের ডোজ (drink some gaumutra shots) খেয়ে প্রস্তুত থাকুন ৷

Get heckler team ready, drink some gaumutra shots too: Mahua Moitra dares BJP ahead of Parliament Speech
গোমূত্রের ডোজ খেয়ে প্রস্তুত থাকুন, সংসদে ভাষণের আগে বিজেপিকে খোঁচা মহুয়ার
author img

By

Published : Feb 3, 2022, 4:18 PM IST

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: এ যেন ফিল্মের আগে তার ট্রেলার মুক্তি ৷ আর সেই ট্রেলারেই দেওয়া ফিল্মের আভাস ৷ আজ লোকসভায় বক্তব্য পেশ করবেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra dares BJP ahead of Parliament Speech)৷ তার আগেই টুইটে তিনি আগাম আঁচ দিয়ে রাখলেন যে কী হতে চলেছে তাঁর বক্তব্যের বিষয় ৷ সন্দেহ নেই যে তাঁর নিশানায় থাকবে বিজেপি ৷ নরেন্দ্র মোদির দলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সতর্কও করে দিয়েছেন ৷ খোঁচা দিয়ে বলেছেন, যেন গোমূত্রের ডোজ (drink some gaumutra shots) খেয়ে প্রস্তুত থাকেন বিজেপি সাংসদরা ৷"

সংসদে চাঁছাছোলা ভাষায় কেন্দ্রকে নিশানা করতে যাঁরা অগ্রণী থাকেন, তাঁদের মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ আজও লোকসভায় তাঁর বক্তব্য পেশ করার কথা ৷ তবে তার আগেই বিজেপির উদ্দেশে সাবধানবাণী শোনালেন কৃষ্ণনগরের সাংসদ ৷ তিনি টুইটে লিখেছেন, "লোকসভায় আজ বিকেলে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখব ৷ বিজেপিকে আগাম বলে রাখতে চাই, তারা যেন তাদের হেনস্থাকারী দলকে (Get heckler team ready) নিয়ে প্রস্তুত থাকে এবং তাদের কাল্পনিক পয়েন্টগুলো যেন একবার পড়ে নেন ৷ কিছুটা গোমূত্রের ডোজও নিয়ে নিতে পারেন ৷"

  • Am speaking this evening in Lok Sabha on President’s Address.

    Just wanted to give early heads up to @BJP to get heckler team ready & read up on imaginary points of order. Drink some gaumutra shots too.

    — Mahua Moitra (@MahuaMoitra) February 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Jaishankar slams Rahul : চিন-পাকিস্তান নিয়ে মন্তব্যে রাহুলকে তোপ জয়শংকরের, ক্ষমা দাবি রিজিজুর

বুধবার রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপক বক্তব্য পেশ করতে গিয়ে লোকসভায় ঝড় তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ পেগাসাস, আর্থিক বৈষম্য-সহ নানা ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে তিনি যে চোখা চোখা মন্তব্য করেছেন, তার পাল্টা জবাব দিতে দিনভর ব্যস্ত থাকতে দেখা গিয়েছে কেন্দ্রের প্রতিনিধিদের ৷ এ বার বিজেপির জন্য মহুয়া মৈত্রর (Mahua Moitra Parliament Speech) ঝুলি থেকে কোন বেড়াল বেরোয়, তা জানতে আগ্রহী রাজনৈতিক মহল ৷

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: এ যেন ফিল্মের আগে তার ট্রেলার মুক্তি ৷ আর সেই ট্রেলারেই দেওয়া ফিল্মের আভাস ৷ আজ লোকসভায় বক্তব্য পেশ করবেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra dares BJP ahead of Parliament Speech)৷ তার আগেই টুইটে তিনি আগাম আঁচ দিয়ে রাখলেন যে কী হতে চলেছে তাঁর বক্তব্যের বিষয় ৷ সন্দেহ নেই যে তাঁর নিশানায় থাকবে বিজেপি ৷ নরেন্দ্র মোদির দলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সতর্কও করে দিয়েছেন ৷ খোঁচা দিয়ে বলেছেন, যেন গোমূত্রের ডোজ (drink some gaumutra shots) খেয়ে প্রস্তুত থাকেন বিজেপি সাংসদরা ৷"

সংসদে চাঁছাছোলা ভাষায় কেন্দ্রকে নিশানা করতে যাঁরা অগ্রণী থাকেন, তাঁদের মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ আজও লোকসভায় তাঁর বক্তব্য পেশ করার কথা ৷ তবে তার আগেই বিজেপির উদ্দেশে সাবধানবাণী শোনালেন কৃষ্ণনগরের সাংসদ ৷ তিনি টুইটে লিখেছেন, "লোকসভায় আজ বিকেলে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখব ৷ বিজেপিকে আগাম বলে রাখতে চাই, তারা যেন তাদের হেনস্থাকারী দলকে (Get heckler team ready) নিয়ে প্রস্তুত থাকে এবং তাদের কাল্পনিক পয়েন্টগুলো যেন একবার পড়ে নেন ৷ কিছুটা গোমূত্রের ডোজও নিয়ে নিতে পারেন ৷"

  • Am speaking this evening in Lok Sabha on President’s Address.

    Just wanted to give early heads up to @BJP to get heckler team ready & read up on imaginary points of order. Drink some gaumutra shots too.

    — Mahua Moitra (@MahuaMoitra) February 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Jaishankar slams Rahul : চিন-পাকিস্তান নিয়ে মন্তব্যে রাহুলকে তোপ জয়শংকরের, ক্ষমা দাবি রিজিজুর

বুধবার রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপক বক্তব্য পেশ করতে গিয়ে লোকসভায় ঝড় তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ পেগাসাস, আর্থিক বৈষম্য-সহ নানা ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে তিনি যে চোখা চোখা মন্তব্য করেছেন, তার পাল্টা জবাব দিতে দিনভর ব্যস্ত থাকতে দেখা গিয়েছে কেন্দ্রের প্রতিনিধিদের ৷ এ বার বিজেপির জন্য মহুয়া মৈত্রর (Mahua Moitra Parliament Speech) ঝুলি থেকে কোন বেড়াল বেরোয়, তা জানতে আগ্রহী রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.