নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: এ যেন ফিল্মের আগে তার ট্রেলার মুক্তি ৷ আর সেই ট্রেলারেই দেওয়া ফিল্মের আভাস ৷ আজ লোকসভায় বক্তব্য পেশ করবেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra dares BJP ahead of Parliament Speech)৷ তার আগেই টুইটে তিনি আগাম আঁচ দিয়ে রাখলেন যে কী হতে চলেছে তাঁর বক্তব্যের বিষয় ৷ সন্দেহ নেই যে তাঁর নিশানায় থাকবে বিজেপি ৷ নরেন্দ্র মোদির দলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সতর্কও করে দিয়েছেন ৷ খোঁচা দিয়ে বলেছেন, যেন গোমূত্রের ডোজ (drink some gaumutra shots) খেয়ে প্রস্তুত থাকেন বিজেপি সাংসদরা ৷"
সংসদে চাঁছাছোলা ভাষায় কেন্দ্রকে নিশানা করতে যাঁরা অগ্রণী থাকেন, তাঁদের মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ আজও লোকসভায় তাঁর বক্তব্য পেশ করার কথা ৷ তবে তার আগেই বিজেপির উদ্দেশে সাবধানবাণী শোনালেন কৃষ্ণনগরের সাংসদ ৷ তিনি টুইটে লিখেছেন, "লোকসভায় আজ বিকেলে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখব ৷ বিজেপিকে আগাম বলে রাখতে চাই, তারা যেন তাদের হেনস্থাকারী দলকে (Get heckler team ready) নিয়ে প্রস্তুত থাকে এবং তাদের কাল্পনিক পয়েন্টগুলো যেন একবার পড়ে নেন ৷ কিছুটা গোমূত্রের ডোজও নিয়ে নিতে পারেন ৷"
-
Am speaking this evening in Lok Sabha on President’s Address.
— Mahua Moitra (@MahuaMoitra) February 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Just wanted to give early heads up to @BJP to get heckler team ready & read up on imaginary points of order. Drink some gaumutra shots too.
">Am speaking this evening in Lok Sabha on President’s Address.
— Mahua Moitra (@MahuaMoitra) February 3, 2022
Just wanted to give early heads up to @BJP to get heckler team ready & read up on imaginary points of order. Drink some gaumutra shots too.Am speaking this evening in Lok Sabha on President’s Address.
— Mahua Moitra (@MahuaMoitra) February 3, 2022
Just wanted to give early heads up to @BJP to get heckler team ready & read up on imaginary points of order. Drink some gaumutra shots too.
আরও পড়ুন: Jaishankar slams Rahul : চিন-পাকিস্তান নিয়ে মন্তব্যে রাহুলকে তোপ জয়শংকরের, ক্ষমা দাবি রিজিজুর
বুধবার রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপক বক্তব্য পেশ করতে গিয়ে লোকসভায় ঝড় তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ পেগাসাস, আর্থিক বৈষম্য-সহ নানা ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে তিনি যে চোখা চোখা মন্তব্য করেছেন, তার পাল্টা জবাব দিতে দিনভর ব্যস্ত থাকতে দেখা গিয়েছে কেন্দ্রের প্রতিনিধিদের ৷ এ বার বিজেপির জন্য মহুয়া মৈত্রর (Mahua Moitra Parliament Speech) ঝুলি থেকে কোন বেড়াল বেরোয়, তা জানতে আগ্রহী রাজনৈতিক মহল ৷