নয়াদিল্লি, 28 নভেম্বর: পরপর তিনটে ইমেল ৷ ফের আইসিস কাশ্মীরের (ISIS Kashmir mail) থেকে প্রাণনাশের হুমকি পেলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir gets third death threat) ৷ এ বারের মেলে দাবি করা হয়েছে যে, এই জঙ্গি সংগঠনের গুপ্তচর রয়েছে দিল্লি পুলিশে (spies in Delhi police) ৷ তারাই প্রাক্তন ক্রিকেটারের উপর নজরদারি চালাচ্ছে ৷
ইমেলে লেখা রয়েছে, "তোমাদের দিল্লি পুলিশ ও আইপিএস শ্বেতা কিচ্ছু করতে পারবেন না ৷ পুলিশে আমাদের গুপ্তচর রাখা আছে ৷ তার কাছ থেকেই তোমাদের সব খবর আমরা পেয়ে যাই ৷ কাশ্মীর নিয়ে রাজনীতি করো না ।" ডিসিপি সেন্ট্রাল শ্বেতা চৌহানের (DCP Central Shweta Chauhan) কথা উল্লেখ করা হয়েছে এই ইমেলে ৷ এই আইপিএস অফিসারই গম্ভীরকে (Gautam Gambhir News) প্রাণনাশের হুমকি দেওয়া আগের ইমেলগুলির (threat mail to Gautam Gambhir) কথা জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে ৷ এই ইমেলটি পেয়ে দিল্লি পুলিশকে সে কথা জানিয়েছেন বিজেপি সাংসদ ৷
28 নভেম্বর বেলা 1.37-এ মেলটি পান গৌতম গম্ভীর ৷ 'isiskashmir@yahoo.com' এই ইমেল অ্যাড্রেস থেকে মেলটি পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন: Gambhir got another threat mail : ইমেলে গম্ভীরের গোটা পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি
গত মঙ্গলবার রাতে খুনের হুমকি দিয়ে গৌতম গম্ভীরকে প্রথম ইমেলটি পাঠায় আইসিস কাশ্মীর ৷ এ বিষয়ে দিল্লির রাজেন্দ্রনগর থানা ও জেলা ডিসিপির কাছে অভিযোগ দায়ের করেন সাংসদ ৷ পূর্ব দিল্লির বিজেপি সাংসদ পরিবার নিয়ে রাজেন্দ্রনগর এলাকায় থাকেন । পুলিশের কাছে তিনি অভিযোগ করেন যে, আইসিস কাশ্মীর থেকে একটি ইমেল পাঠিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । তাঁর পরিবারেরও ক্ষতি করার হুমকি দেওয়া হয় ।
এরপর বুধবার দুপুরে ফের ইমেল পাঠিয়ে গম্ভীরের গোটা পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয় ৷ এই মেলের সঙ্গে তাঁর বাড়ির একটি 6 সেকেন্ডের ভিডিয়োও পাঠানো হয়েছিল । হুমকি মেলে লেখা হয়, মঙ্গলবারই তাঁকে খুন করার পরিকল্পনা ছিল ৷ কিন্তু প্রাণে বেঁচে গিয়েছেন গম্ভীর ৷ দ্বিতীয় মেল পাওয়ার পরও বিষয়টি দিল্লি পুলিশকে জানিয়েছিলেন উদ্বিগ্ন গম্ভীর ৷
আরও পড়ুন : Death threat to Gautam Gambhir : গৌতম গম্ভীরকে খুনের হুমকি আইসিস কাশ্মীরের
এরপর বিজেপি সাংসদের নিরাপত্তা আরও জোরদার করা হয় (security tightened outside gautam gambhir's residence)৷ সেন্ট্রাল ডিস্ট্রিক্ট পুলিশ টিম বিষয়টি তদন্ত করলে জানতে পারে এই মেলটি পাকিস্তানের করাচি থেকে পাঠানো হয়েছে । এই ইমেল আইডিটি কয়েকদিন আগে তৈরি করা হয়েছে বলেও জানা যায় । এ বিষয়ে তদন্তে নেমেছে পুলিশের একটি দল।
আরও পড়ুন: জিলাপি না খেলে যদি দূষণ কমে, তবে তা ছেড়ে দেব : গম্ভীর