ETV Bharat / bharat

হিন্ডেনবার্গ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে সত্যের জয় হল, প্রতিক্রিয়া গৌতম আদানির - Supreme Court

Gautam Adani: হিন্ডেনবার্গ ইস্যুতে আদানিদের বিরুদ্ধে তদন্তে সেবির উপর আস্থা সুপ্রিম কোর্টের ৷ সিবিআই বা সিট গঠনের আর্জি খারিজ শীর্ষ আদালতের ৷ বুধবার এই রায়ের পর শিল্পপতি গৌতম আদানি সোশাল মিডিয়ায় লেখেন, ‘‘সত্যের জয় হয়েছে ।’’

Gautam Adani
Gautam Adani
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 12:23 PM IST

Updated : Jan 3, 2024, 12:55 PM IST

নয়াদিল্লি, 3 জানুয়ারি: হিন্ডেনবার্গে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সেবির উপরই আস্থা রেখে সুপ্রিম কোর্ট ৷ সিবিআই বা সিট গঠন করে তদন্তের দাবি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷ বুধবার আদালত এই রায় দেওয়ার পর আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির প্রাথমিক প্রতিক্রিয়া, ‘‘সত্যের জয় হয়েছে । সত্যমেব জয়তে ।’’

সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি সুপ্রিম কোর্টের রায়ের এই প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ সেখানে তিনি আরও লিখেছেন, ‘‘যাঁরা আমাদের পাশে থেকেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ । ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে আমাদের সামান্য অবদান অব্যাহত থাকবে । জয় হিন্দ ।’’

উল্লেখ্য, আদানি বিতর্ক শুরু হয় গত বছরের জানুয়ারি মাসের শেষের দিতে ৷ সেই সময় মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের একটি রিপোর্ট সামনে আসে ৷ সেই রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দামে কারচুপি করার অভিযোগ ওঠে ৷ ফলে ফলে দেশজুড়ে হইচই পড়ে যায় ৷

  • The Hon'ble Supreme Court's judgement shows that:

    Truth has prevailed.
    Satyameva Jayate.

    I am grateful to those who stood by us.

    Our humble contribution to India's growth story will continue.

    Jai Hind.

    — Gautam Adani (@gautam_adani) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদানি গোষ্ঠীকে অনেক আগে থেকেই নিশানা করছে বিরোধীরা ৷ কেন্দ্রের মোদি সরকার আদানি গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেয় অভিযোগ তুলছিল বিরোধীরা ৷ হিন্ডেনবার্গের এই রিপোর্ট সেই অভিযোগের পালে হওয়া দেয় ৷ বিষয়টি নিয়ে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিরোধীরা তুলকালাম শুরু করে ৷

আদানি গোষ্ঠী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে ৷ কিন্তু শেয়ার বাজারে এর প্রভাব পড়ে ৷ আদানি গোষ্ঠীর শেয়ারের দর হু হু করে পড়তে শুরু করে ৷ বিষয়টি নিয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে ৷ অন্যদিকে তদন্ত শুরু করে সেবি (সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া) ৷

বুধবার মামলার রায় দিতে গিয়ে সেবির তদন্তের উপরই আস্থা রেখেছে সুপ্রিম কোর্ট ৷ তবে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ এ দিন এই মামলার রায় দেয় দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ ৷ ওই বেঞ্চ জানিয়েছে, সেবি কিংবা এফপিআই- এর কাজকর্মে গড়মিল আছে কি না, তা খতিয়ে দেখা আদালতের কাজ নয় ৷ সেই কারণেই আদানি গোষ্ঠীকে নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট সংক্রান্ত বিষয়ে সিট গঠনের নির্দেশও দিতে পারে না সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন:

  1. আদানি-হিন্ডেনবার্গ মামলায় 3 মাসের মধ্যে সেবিকে তদন্ত শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের
  2. মুখবন্ধ খামে প্রস্তাব গ্রহণ নয় ! আদানি ইস্যুতে কেন্দ্রের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
  3. এক রিপোর্টেই আঁধারে আদানি ! কী এই হিন্ডেনবার্গ রিসার্চ ?

নয়াদিল্লি, 3 জানুয়ারি: হিন্ডেনবার্গে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সেবির উপরই আস্থা রেখে সুপ্রিম কোর্ট ৷ সিবিআই বা সিট গঠন করে তদন্তের দাবি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷ বুধবার আদালত এই রায় দেওয়ার পর আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির প্রাথমিক প্রতিক্রিয়া, ‘‘সত্যের জয় হয়েছে । সত্যমেব জয়তে ।’’

সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি সুপ্রিম কোর্টের রায়ের এই প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ সেখানে তিনি আরও লিখেছেন, ‘‘যাঁরা আমাদের পাশে থেকেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ । ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে আমাদের সামান্য অবদান অব্যাহত থাকবে । জয় হিন্দ ।’’

উল্লেখ্য, আদানি বিতর্ক শুরু হয় গত বছরের জানুয়ারি মাসের শেষের দিতে ৷ সেই সময় মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের একটি রিপোর্ট সামনে আসে ৷ সেই রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দামে কারচুপি করার অভিযোগ ওঠে ৷ ফলে ফলে দেশজুড়ে হইচই পড়ে যায় ৷

  • The Hon'ble Supreme Court's judgement shows that:

    Truth has prevailed.
    Satyameva Jayate.

    I am grateful to those who stood by us.

    Our humble contribution to India's growth story will continue.

    Jai Hind.

    — Gautam Adani (@gautam_adani) January 3, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আদানি গোষ্ঠীকে অনেক আগে থেকেই নিশানা করছে বিরোধীরা ৷ কেন্দ্রের মোদি সরকার আদানি গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেয় অভিযোগ তুলছিল বিরোধীরা ৷ হিন্ডেনবার্গের এই রিপোর্ট সেই অভিযোগের পালে হওয়া দেয় ৷ বিষয়টি নিয়ে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিরোধীরা তুলকালাম শুরু করে ৷

আদানি গোষ্ঠী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে ৷ কিন্তু শেয়ার বাজারে এর প্রভাব পড়ে ৷ আদানি গোষ্ঠীর শেয়ারের দর হু হু করে পড়তে শুরু করে ৷ বিষয়টি নিয়ে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে ৷ অন্যদিকে তদন্ত শুরু করে সেবি (সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া) ৷

বুধবার মামলার রায় দিতে গিয়ে সেবির তদন্তের উপরই আস্থা রেখেছে সুপ্রিম কোর্ট ৷ তবে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ এ দিন এই মামলার রায় দেয় দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ ৷ ওই বেঞ্চ জানিয়েছে, সেবি কিংবা এফপিআই- এর কাজকর্মে গড়মিল আছে কি না, তা খতিয়ে দেখা আদালতের কাজ নয় ৷ সেই কারণেই আদানি গোষ্ঠীকে নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট সংক্রান্ত বিষয়ে সিট গঠনের নির্দেশও দিতে পারে না সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন:

  1. আদানি-হিন্ডেনবার্গ মামলায় 3 মাসের মধ্যে সেবিকে তদন্ত শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের
  2. মুখবন্ধ খামে প্রস্তাব গ্রহণ নয় ! আদানি ইস্যুতে কেন্দ্রের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে
  3. এক রিপোর্টেই আঁধারে আদানি ! কী এই হিন্ডেনবার্গ রিসার্চ ?
Last Updated : Jan 3, 2024, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.