ETV Bharat / bharat

Karnataka Acid Attack: প্রেমের প্রস্তাবে 'না', কলেজ ছাত্রীকে অ্যাসিড  ছুড়লেন গ্যারাজ শ্রমিক - কর্ণাটক

নাবালিকা কলেজ ছাত্রীকে অ্য়াসিড ছোড়ার অভিযোগ উঠল এক গ্যারাজ শ্রমিকের বিরুদ্ধে ৷ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই এই হামলা বলে অভিযোগ ৷ কর্ণাটকের (Karnataka Acid Attack) রামনগরের ঘটনায় চাঞ্চল্য ৷

Garage Mechanic is arrested by Karnataka Police as he threw acid on a Minor College Student after she refused his love proposal
অ্য়াসিড হামলার অভিযোগে ধৃত সুমন্ত
author img

By

Published : Feb 18, 2023, 12:45 PM IST

Updated : Feb 18, 2023, 1:21 PM IST

রামনগর, 18 ফেব্রুয়ারি: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আবারও অ্যাসিড হামলার অভিযোগ ৷ এবারের ঘটনাস্থল কর্ণাটকের (Karnataka Acid Attack) রামনগর ৷ স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত কিশোরীর বয়স 17 বছর ৷ তাকে প্রেমের প্রস্তাব দেয় 22 বছরের তরুণ ৷ কিন্তু, কিশোরী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ৷ অভিযোগ শুধুমাত্র সেই কারণেই কিশোরীকে অ্যাসিড ছুড়ে মারে ওই যুবক ! ঘটনাটি ঘটে শুক্রবার রাত 8টা থেকে 9টার মধ্যে ৷ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের নাম সুমন্ত ৷

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত সুমন্ত স্থানীয় গ্য়ারাজের শ্রমিক ৷ সেই গ্যারাজের সামনে দিয়েই প্রতিদিন হেঁটে কলেজে যাতায়াত করে 17 বছরের ওই কিশোরী ৷ তাকে দেখে ভালো লেগে যায় সুমন্তের ৷ তিনি সরাসরি ওই কলেজ ছাত্রীকে প্রেম নিবেদন করেন ৷ কিন্তু, মেয়েটির এই প্রস্তাব পছন্দ হয়নি ৷ সে পত্রপাঠ সুমন্তকে জানিয়ে দেয়, তার পক্ষে এই সম্পর্কে জড়ানো সম্ভব নয় ৷ আর সেই রাগেই কিশোরীকে লক্ষ করে অ্যাসিড ছোড়েন সুমন্ত !

আরও পড়ুন: প্রতিবাদী কিশোরীকে অ্যাসিড খেতে বাধ্য করল জুয়াড়িরা !

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অ্য়াসিড হামলার আগে পর্যন্ত প্রতিদিনই ওই কিশোরীকে উত্যক্ত করতেন সুমন্ত ৷ কিশোরীকে রাস্তায় দেখলেই তার পথ আগলে দাঁড়াতেন তিনি ৷ কিশোরী তাঁকে পাশ কাটিয়ে চলে যেত ৷ শুক্রবার রাতেও একই ঘটনা ঘটে ৷ সেই সময় স্থানীয় নারায়ণ আপ্পা লেক লাগোয়া বাইপাস দিয়ে হেঁটে যাচ্ছিল ওই কিশোরী ৷ তাকে দেখতে পেয়ে সুমন্ত ফের তার রাস্তা আটকে দাঁড়ান ৷ এ নিয়ে কিশোরীর সঙ্গে বিবাদ বেধে যায় তাঁর ৷ এদিন সঙ্গে করে অ্য়াসিড নিয়ে এসেছিলেন সুমন্ত ৷ যখন তিনি দেখলেন, কিশোরী কোনও মতেই তাঁর সঙ্গে সম্পর্কে জড়াবে না, তখনই তার মুখে অ্য়াসিড ছুড়ে মারেন সুমন্ত এবং ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান ৷

কিশোরীর চিৎকারে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা ৷ তাঁরাই মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন ৷ সেইসঙ্গে, পুলিশেও খবর দেন ৷ এই হামলায় কিশোরীর বাঁ-চোখটি মারাত্মকভাবে জখম হয়েছে ৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার ৷

অ্য়াসিড হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ অভিযুক্ত সুমন্তকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে পকসো আইন-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশ সুপার কার্তিক রেড্ডিও ঘটনাস্থলে যান ৷ সুমন্তের বিরুদ্ধে স্থানীয় কনকপুরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

রামনগর, 18 ফেব্রুয়ারি: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আবারও অ্যাসিড হামলার অভিযোগ ৷ এবারের ঘটনাস্থল কর্ণাটকের (Karnataka Acid Attack) রামনগর ৷ স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত কিশোরীর বয়স 17 বছর ৷ তাকে প্রেমের প্রস্তাব দেয় 22 বছরের তরুণ ৷ কিন্তু, কিশোরী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ৷ অভিযোগ শুধুমাত্র সেই কারণেই কিশোরীকে অ্যাসিড ছুড়ে মারে ওই যুবক ! ঘটনাটি ঘটে শুক্রবার রাত 8টা থেকে 9টার মধ্যে ৷ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতের নাম সুমন্ত ৷

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত সুমন্ত স্থানীয় গ্য়ারাজের শ্রমিক ৷ সেই গ্যারাজের সামনে দিয়েই প্রতিদিন হেঁটে কলেজে যাতায়াত করে 17 বছরের ওই কিশোরী ৷ তাকে দেখে ভালো লেগে যায় সুমন্তের ৷ তিনি সরাসরি ওই কলেজ ছাত্রীকে প্রেম নিবেদন করেন ৷ কিন্তু, মেয়েটির এই প্রস্তাব পছন্দ হয়নি ৷ সে পত্রপাঠ সুমন্তকে জানিয়ে দেয়, তার পক্ষে এই সম্পর্কে জড়ানো সম্ভব নয় ৷ আর সেই রাগেই কিশোরীকে লক্ষ করে অ্যাসিড ছোড়েন সুমন্ত !

আরও পড়ুন: প্রতিবাদী কিশোরীকে অ্যাসিড খেতে বাধ্য করল জুয়াড়িরা !

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অ্য়াসিড হামলার আগে পর্যন্ত প্রতিদিনই ওই কিশোরীকে উত্যক্ত করতেন সুমন্ত ৷ কিশোরীকে রাস্তায় দেখলেই তার পথ আগলে দাঁড়াতেন তিনি ৷ কিশোরী তাঁকে পাশ কাটিয়ে চলে যেত ৷ শুক্রবার রাতেও একই ঘটনা ঘটে ৷ সেই সময় স্থানীয় নারায়ণ আপ্পা লেক লাগোয়া বাইপাস দিয়ে হেঁটে যাচ্ছিল ওই কিশোরী ৷ তাকে দেখতে পেয়ে সুমন্ত ফের তার রাস্তা আটকে দাঁড়ান ৷ এ নিয়ে কিশোরীর সঙ্গে বিবাদ বেধে যায় তাঁর ৷ এদিন সঙ্গে করে অ্য়াসিড নিয়ে এসেছিলেন সুমন্ত ৷ যখন তিনি দেখলেন, কিশোরী কোনও মতেই তাঁর সঙ্গে সম্পর্কে জড়াবে না, তখনই তার মুখে অ্য়াসিড ছুড়ে মারেন সুমন্ত এবং ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান ৷

কিশোরীর চিৎকারে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা ৷ তাঁরাই মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন ৷ সেইসঙ্গে, পুলিশেও খবর দেন ৷ এই হামলায় কিশোরীর বাঁ-চোখটি মারাত্মকভাবে জখম হয়েছে ৷ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার ৷

অ্য়াসিড হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ অভিযুক্ত সুমন্তকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে পকসো আইন-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশ সুপার কার্তিক রেড্ডিও ঘটনাস্থলে যান ৷ সুমন্তের বিরুদ্ধে স্থানীয় কনকপুরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

Last Updated : Feb 18, 2023, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.