দতিয়া (মধ্যপ্রদেশ), 15 জুলাই: উত্তরপ্রদেশের বদায়ুন-কাণ্ডের মতোই গণধর্ষণ এবার মধ্যপ্রদেশে ৷ দুই বোনকে শ্লীলতাহানি পরে ছোট বোনের সামনেই তার দিদিকে গণধর্ষণের অভিযোগ । অভিযুক্তদের একজন বিজেপি নেতার ছেলে বলে খবর ৷ মধ্যপ্রদেশের উনাব এলাকার প্রত্যন্ত দতিয়া গ্রামের ঘটনা । সূত্রের খবর, গণধর্ষণের পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা ।
2014 সালে উত্তরপ্রেদেশের বদায়ুনে দুই বোনকে গণধর্ষণের পর তাদের দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ৷ অনেকটা সেভাবেই দাতিয়া-কাণ্ডে দুই বোনকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । কোনওরকমে পালিয়ে প্রাণে রক্ষা পান দুই বোন । তবে বাড়ি ফিরে গলায় দড়ি দেন এক নির্যাতিতা । যাঁর অবস্থা আশঙ্কাজনক । ঘটনাকে কেন্দ্র করে পুলিশ স্টেশন ঘিরে বিক্ষোভ দেখান অন্তত 300 স্থানীয় ৷ চাপে পড়েই অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করে পুলিশ ৷
গ্রামবাসীরা জানাচ্ছেন, স্থানীয় বইয়ের দোকানে খাতা কিনতে যান দুই বোন ৷ তখনই তাঁদের লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করে চার অভিযুক্ত ৷ তারপরই শ্লীলতাহানির শিকার হন দুই বোন ৷ পরে, বোনের সামনে দিদিকে ধর্ষণ ওই চার জনের ৷ যাদের মধ্যে একজন বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট ভাজ্জু রায়ের ছেলে । গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি নেতার ছেলে জড়িত থাকায় প্রথমে অভিযোগ নেয়নি দাতিয়া থানার পুলিশ। পরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে অভিযোগ দায়ের করা হয়। দাতিয়ার এসপি-র নির্দেশে অভিযুক্তদের খোঁজ চলে। যদিও গ্রেফতার করা যায়নি বিজেপি নেতার ছেলেকে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশের আদিবাসী যুবকের গায়ে মূত্রত্যাগের অভিযোগ, গ্রেফতার 3
দাতিয়ার ঘটনা মনে করিয়ে দেয় 2014 সালের বদায়ুন-কাণ্ডকে । দুই বোনকে কয়েকদিন আটকে রেখে তাদের উপর নির্যাতন চলে। ঘটনায় জড়িত ছিল উত্তরপ্রদেশের বদায়ুনের বেশ কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী। নির্যাতনের পর দুই বোনকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ৷ সেই আতঙ্কই যেন ফিরে এল দাতিয়ায় ৷ যেখানে, দুই বোনকে খুনের হুমকি দেয় অভিযুক্তরা বলে অভিযোগ ৷