ETV Bharat / bharat

রেমডেসিভিরের নামে 20 হাজার টাকায় বিকোচ্ছে গ্লুকোজ়ের মিশ্রণ, ইন্দোরে ধৃত 5 - জাল রেমডেসিভির

ফাঁকা ভায়ালে গ্লুকোজ়ের মিশ্রণ ভরে রেমডেসিভির ইঞ্জেকশন ভরে বিক্রি হচ্ছিল ৷ এক একটি ভায়ালের দামও আকাশছোয়া ৷ 20 হাজার টাকা করে বিক্রি হচ্ছিল প্রতিটি ভায়াল ৷ আর আসল রেমডেসিভিরের বাজার দর 899 টাকা থেকে শুরু করে 2,800 টাকা ৷

fake Rজাল রেমডেসিভির  emdesivir
রেমডেসিভিরের নামে গ্লুকোজ়ের মিশ্রণ
author img

By

Published : Apr 25, 2021, 7:07 PM IST

Updated : Apr 25, 2021, 10:35 PM IST

ইন্দোর, 25 এপ্রিল : গোটা দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে ভ্যাকসিন, ওষুধের চাহিদা ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে জাল ওষুধের বাজার ৷ আজ মধ্যপ্রদেশের ইন্দোরে জাল রেমডেসিভির বিক্রি করার অভিযোগ গ্রেফতার করা হল পাঁচজনকে ৷

করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে যে ওষুধগুলি বেশ ভাল কাজ করছে, তার মধ্যে অন্যতম রেমডেসিভির ৷ কিন্তু এই রেমডেসিভিরের নাম করেই ইন্দোরে বিক্রি হচ্ছিল গ্লুকোজ়ের মিশ্রণ ৷ ইন্দোর পুলিশ ও অপরাধ দমন শাখার আধিকারিকরা আজ এই অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছেন ৷ ধৃতদের নাম উজ্জ্বল প্যাটেল, অমিত অগাস্থি, মানসিং মীনা, অঙ্কিত পাটওয়ারি এবং বজরং রাঠৌর ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতরা ফাঁকা ভায়ালে গ্লুকোজ়ের মিশ্রণ ভরে রেমডেসিভির ইঞ্জেকশন ভরে বিক্রি করছিল ৷ এক একটি ভায়ালের দামও আকাশছোয়া ৷ 20 হাজার টাকা করে বিক্রি হচ্ছিল প্রতিটি ভায়াল ৷ আর আসল রেমডেসিভিরের বাজার দর 899 টাকা থেকে শুরু করে 2,800 টাকা ৷

আরও পড়ুন : কাঠের ভাঁড়ার শূন্য, দেহ সৎকারের জন্য চেয়ার-টেবিল দান স্থানীয়দের

বিষয়টি নিয়ে লাসুদিয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি ৷ তিনি এত দাম দিয়ে যে ভায়ালটি কিনে এনেছিলেন, তাতে ওষুধের বদলের ছিল গ্লুকোজ়ের মিশ্রণ ৷ তিনি যখন ডাক্তারের কাছে নিয়ে যান সেটি শরীরে প্রয়োগ করার জন্য তখনই বিষয়টি স্পষ্ট হয় ৷ এরপরই গোটা শহর জুড়ে অভিযান চালায় পুলিশ ৷ ধৃতদের থেকে জাল রেমডিসিভির বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পাশাপাশি, বিষয়টির উপর নজর রাখার জন্য আরও একটি বিশেষ দল গঠন করেছে অপরাধ দমন শাখা ৷

ইন্দোর, 25 এপ্রিল : গোটা দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে ভ্যাকসিন, ওষুধের চাহিদা ৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে জাল ওষুধের বাজার ৷ আজ মধ্যপ্রদেশের ইন্দোরে জাল রেমডেসিভির বিক্রি করার অভিযোগ গ্রেফতার করা হল পাঁচজনকে ৷

করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে যে ওষুধগুলি বেশ ভাল কাজ করছে, তার মধ্যে অন্যতম রেমডেসিভির ৷ কিন্তু এই রেমডেসিভিরের নাম করেই ইন্দোরে বিক্রি হচ্ছিল গ্লুকোজ়ের মিশ্রণ ৷ ইন্দোর পুলিশ ও অপরাধ দমন শাখার আধিকারিকরা আজ এই অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছেন ৷ ধৃতদের নাম উজ্জ্বল প্যাটেল, অমিত অগাস্থি, মানসিং মীনা, অঙ্কিত পাটওয়ারি এবং বজরং রাঠৌর ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতরা ফাঁকা ভায়ালে গ্লুকোজ়ের মিশ্রণ ভরে রেমডেসিভির ইঞ্জেকশন ভরে বিক্রি করছিল ৷ এক একটি ভায়ালের দামও আকাশছোয়া ৷ 20 হাজার টাকা করে বিক্রি হচ্ছিল প্রতিটি ভায়াল ৷ আর আসল রেমডেসিভিরের বাজার দর 899 টাকা থেকে শুরু করে 2,800 টাকা ৷

আরও পড়ুন : কাঠের ভাঁড়ার শূন্য, দেহ সৎকারের জন্য চেয়ার-টেবিল দান স্থানীয়দের

বিষয়টি নিয়ে লাসুদিয়া থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি ৷ তিনি এত দাম দিয়ে যে ভায়ালটি কিনে এনেছিলেন, তাতে ওষুধের বদলের ছিল গ্লুকোজ়ের মিশ্রণ ৷ তিনি যখন ডাক্তারের কাছে নিয়ে যান সেটি শরীরে প্রয়োগ করার জন্য তখনই বিষয়টি স্পষ্ট হয় ৷ এরপরই গোটা শহর জুড়ে অভিযান চালায় পুলিশ ৷ ধৃতদের থেকে জাল রেমডিসিভির বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পাশাপাশি, বিষয়টির উপর নজর রাখার জন্য আরও একটি বিশেষ দল গঠন করেছে অপরাধ দমন শাখা ৷

Last Updated : Apr 25, 2021, 10:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.