বেঙ্গালুরু, 18 সেপ্টেম্বর: মুদ্রাস্ফীতির দেশে কোটি কোটি টাকা দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ ৷ শুধু কি নোট, লক্ষ লক্ষ কয়েন দিয়েও সাজানো হয়েছে মন্দিরের অন্দর ৷ আজ গণেশ পুজো ৷ সিদ্ধিদাতা গণেশের বন্দনায় মেতে উঠেছে গোটা দেশ ৷ তাঁকে স্বাগত জানাতে শুরু হয়ে গিয়েছে, গণপতি বাপ্পা মোরিয়া ধ্বনি ৷ মহা আড়ম্বরের সঙ্গে গণেশ পুজো মহারাষ্ট্র-সহ ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে পালিত হয় ৷ কোথাও থিম আবার কোথাও থাকে সাবেকিয়ানার ছোঁয়া। সেরকমই এক 'অভিনব' গণপতির মণ্ডপসজ্জা দেখা গেল কর্ণাটকের জেপি নগরের পুত্তেনাহাল্লিতে ৷
এই পুজোর থিমের কথা শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। মণ্ডপটি সেজে উঠেছে নগদ টাকা আর কয়েক লক্ষ কয়েনে। হ্যাঁ ঠিকই পড়ছেন ৷ বেঙ্গালুরুর পুত্তেনাহাল্লিতে সত্য সাই গণপতি মন্দিরে 2.5 কোটির বেশি টাকার নোট দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। নানা রঙা নোটে ছয়লাপে ভরতি মন্দিরের অন্দরসজ্জা ৷ 10, 20, 50, 100, 200 এবং 500'র নোট ঝুলছে চারিদিকে ৷ 2 কোটি 6 লক্ষ টাকার নোট শুধু যে টাঙিয়ে দেওয়া হয়েছে তা নয়, সুন্দর করে সাজিয়ে এক রূপ দেওয়া হয়েছে ৷ এ তো গেল নোটের কথা ৷
এবার আসা যাক কয়েনে ৷ 5, 10 ও 20 টাকার কয়েনেও সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ ৷ 52.50 লাখের কয়েনে ভরিয়ে দেওয়া হয়েছে মণ্ডপকে ৷ তবে এবছরের থিম অন্য সব বছরকে ছাপিয়ে গিয়েছে। প্রতি বছর গণেশ পুজোর সময় সত্য সাই গণপতি মন্দিরকে বিভিন্নভাবে সাজানো হয়। মন্দিরের ট্রাস্টি মোহন রাজু জানান, প্রতি বছরই এক ভিন্ন রূপ দেওয়া হয় বাপ্পাকে। গত এক মাস ধরে 150 জন শিল্পী তাঁদের অক্লান্ত পরিশ্রমে এই রূপ দিয়েছেন । নিরাপত্তার বিষয়ে, মন্দিরে সিসিটিভি বসানো হয়েছে যাতে কোনও সমস্যা না-হয়।
দূরদূরান্ত থেকে এখন মানুষ এই মন্দিরে ঠাকুর দেখার জন্য যত না ভিড় জমাচ্ছেন তার থেকেও বেশি ভিড় জমাচ্ছেন মন্দিরের এই টাকার 'মেকআপ' দেখতে। সত্যিই তো, মুদ্রাস্ফীতির দেশে কোটি কোটি টাকা দিয়ে মণ্ডপসজ্জা সাজানো কী মুখের কথা! বেকারত্বে জর্জরিত দেশে গণেশ মন্দিরের সজ্জা এত বিশেষভাবে ফুটিয়ে তোলা কি অতি বিলাসিতা নয়? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ৷ এই তো বেশিদিন আগের ঘটনা নয়, করোনাকালে আমরা সকলেই দেখেছি, মুহুর্মুহু পরিযায়ী শ্রমিকের মৃত্যু, কর্মহীন হয়েছেন বহু মানুষ ৷ সেখানে দেবতা গণেশের আরাধনায় এই অতিসজ্জ কি বেমানান নয়? কী ভাবছেন উদ্যোক্তারা ? উত্তর মেলেনি
আরও পড়ুন: নতুন শিল্প স্থাপনের স্বপ্ন, রূপনারায়ণপুরে বন্ধ কারখানায় বিশ্বকর্মা পুজো শ্রমিকদের